![[PART 2]WBCHSE Class 12 Biology Model Activity Task Solutions | দ্বাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা wbchse-model-activity-task-class12-biology-part2](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4wpvs9T3OWfQccK0UJqhzhbBygMpykBs_iSvWK9i5hZa7OKlNyr8qfT5rM75hrlCElgaCp7vT3X43tVqsh7ksgMO8fzoOOAcCI5Lg2uTnQyeL-Cxr5fH6g3r7L7DWXTwnJVrbToXLxWbB/w400-h240-rw/wbchse-model-activity-task-class12-biology-part2.jpg)
আজকের পোস্টে আমরা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া
মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর জীববিদ্যা এর সমাধানগুলি আলোচনা করব | এই পোস্টে
আমরা দ্বাদশ শ্রেনীর জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 এর সমাধানগুলি আলোচনা করেছি | (WBCHSE Class 12 Biology Model Activity Task Solutions)
Model Activity Task Solutions
Class 12 : Biology
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. কোরকোদগম কী ? খণ্ডীভবন দেখা যায় এমন দুটি জীবের নাম লেখা ।
উত্তর: জনিতৃ দেহে উৎপন্ন কোরকের থেকে বংশবিস্তার করার পদ্ধতিতে বলে বাডিং বা কোরকোদগম |
বাডিং দুই প্রকার | যথা : এক্সটার্নাল বাডিং ও ইন্টারনাল বাডিং
খণ্ডীভবন দেখা যায় এমন দুটি জীবের নাম হলো :
প্রাণী: স্পঞ্জ, সাগরকুসুম
উদ্ভিদ: স্পাইরো গাইরা, রাইজোপাস
২.অ্যামনিওসেন্টেসিসের প্রয়োজনীতা উল্লেখ করো । IUD কী
উত্তর: ◼ অ্যামনিওসেন্টেসিস এর প্রয়োজনীতা:
(ক) ভ্রূণের জিনগত ত্রুটি নির্ধারণ করা যায় |
(খ) ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম নির্ধারণ করা যায় |
(গ) এই ক্ষেত্রে ভ্রূণের গর্ভপাত ঘটানো সম্ভব |
◼◼ IUD : IUD এর পুরো নাম হলো Intra Uterine Device | এর দ্বারা গর্ভ নিরোধ করা হয়। এটি প্লাস্টিক বা ধাতুর তৈরী একপ্রকার গঠন (S/T আকৃতির) যা যোনিপথ দিয়ে জরায়ু তে প্রবেশ করলে ব্যাপন প্রক্রিয়া দ্বারা গর্ভনিরোধ করা সম্ভব।
উদাহরণ: কপার T
৩.চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুটন সংক্ষেপে বর্ণনা করো। গাইটোনোগ্যামি কী?
উত্তর:
◼ চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুটন সংক্ষেপে বর্ণনা
(i) স্ত্রীরেণু হল স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের কোশ।
(ii) স্ত্রীরেণুর আয়তন বৃদ্ধি হলে সেটির নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে। দুটি স্ত্রীরেণু দুই মেরুপ্রান্তে চলে যায়।
(iii) দুই মেরুপ্রান্তে চলে যাওয়া নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ৪ টি ও পরে আবার বিভাজিত হয়ে ৮ টি নিউক্লিয়াস গঠন করে।
(iv) ৮ টি নিউক্লিয়াসের ৪ টি ডিম্বক রন্ধ্র ও বাকি চারটি ৪ টি ডিম্বক মূলের দিকে বিন্যস্ত হয়।
(v) ৪ টি নিউক্লিয়াসের থেকে একটি করে ভ্রূণস্থলীর কেন্দ্রে উপনীত হয়।এরা একত্রিত হয়ে (2n) নির্ণীত নিউক্লিয়াস তৈরী করে।
(vi) ডিম্বকরন্ধ্রের তিনটি নিউক্লিয়াস একত্রে গর্ভযন্ত্র তৈরী করে। যাতে দুটি সহকারী কোশ ও একটি ওভাম রূপে অবস্থান করে।
(vii) ডিম্বকমূলে অবস্থানকারী তিনটি নিউক্লিয়াস একত্রে প্রতিপাদ কোশসমষ্টি তৈরী করে ।
◼◼ গাইটোনোগ্যামি : যে পরাগযোগ একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে ঘটে থাকে, তাকে গাইটোনোগ্যামি বলে |
৪. চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। ZIFT কী?
উত্তর:
◼ চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা
![[PART 2] WBCHSE Class 12 Biology Model Activity Task Solutions | দ্বাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা wbchse-model-activity-task-class12-biology-part2-folicle](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJ83L7GUkTMRoQj3OPSJyTsDRQM6kky0621ZRxdocfF7bE6hDGSiceVoJHJ-6e1YBun36ckWXPc-EHH1Da678YMM4mBY_G_Mw4nh2VgGoXZOZJTHe7tf6uK-Tseoo0hpAZ-IiOz-oRHto4/w400-h306-rw/wbchse-model-activity-task-class12-biology-part2-folicle.jpg)
পরিণত ডিম্বাশয় জনন কলা, স্বেত আবরক, স্ট্রোমা, আদি ডিম্বথলি, করপাস লিউটিয়াম, আন্তরকোশ নিয়ে গঠিত হয়।
জনন কলা: এটি ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের স্তর। এটি পেরিটোনিয়াম ঝিল্লির সাথে যুক্ত থাকে। এটি থেকে তৈরী হয় আদি ডিম্ব থলি।
শ্বেত আবরক: এটি জননকলার পরবর্তী স্তর।যেটি অম্লাসক্ত ও শ্বেততন্তু দ্বারা গঠিত।
স্ট্রোমা: এটি সংযোগকলার জালক দিয়ে তৈরী।এই কলা শ্বেত আবরকের সাথে যুক্ত থাকে। এতে রক্তনালি, স্নায়ু, লসিকা,অনৈচ্ছিক পেশি থাকে।
আদি ডিম্বথলি: এটি স্ট্রোমাতে অবস্থান করে। বয়স বাড়ার সাথে সাথে এদের সংখ্যা কমতে থাকে এদের মধ্যে ভিন্ন ভিন্ন কোশ থাকে।এদের মধ্যে মাঝেরটি থেকে তৈরী হয় ডিম্বকোশ।
গ্রাফিয়ান ফলিকল: আদি ডিম্বথলি ও আদি ডিম্বকোশ একত্রিত হয়ে তৈরী হয় গ্রাফিয়ান ফলিকল।
করপাস লিউটিয়াম: পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে আসার পর বিদীর্ন ডিম্বথলি করপাসলিউটিয়ামে পরিণত হয়। লিউটিন নামক দানার জন্য এদের বর্ণ পীতাভ হয়।
আন্তরকোশ: ধাত্রে একপ্রকার বহুতলীয় কোশ দেখা যায় তাকে বলে অন্তর কোশ।
◼◼ ZIFT: ZIFT এর পুরো নাম Zygote Intra-Fallopian Transfer | এই পদ্ধতির দ্বারা দেহের বাইরে নিষেক ঘটিয়ে নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোটকে ফ্যালোপিয়ান নালিতে প্রতিস্থাপন করা হয়।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: WBCHSE Class 12 Biology Model Activity Task Solutions, WBBSE Class 12 Biology Model Activity Task Part 2 Solutions, model activity task class 12 biology, Biological Science Model Activity Task Solutions, দ্বাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা
Post a Comment
Please put your valuable comments.