North Bengal University Admission 2022 | PG Admission Notice 2022, Application, Courses, Eligibility and more details

north-bengal-university-ug-pg-admission-2022-full-information

পঠন-পাঠন অনলাইন, আমাদের এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য উচ্চশিক্ষার ভিত্তি স্থাপন। আমরা চাই ভারত তথা পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রী তার যোগ্যতা অনুযায়ী সবথেকে ভালো কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ অর্জন করুক। এই জন্য আমরা পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন স্তরের বিশ্ববিদ্যালয়গুলির বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। 

North Bengal University Admission 2022

এই পোস্টে আমরা আলোচনা করেছি -
  • University Admission details
  • Important dates
  • Mode of Entrance Exam
  • Eligibility Criteria
  • Release date of Admit Card 
  • Application fees


North Bengal University Details

Name of the University

(বিশ্ববিদ্যালয়ের নাম)


University of North Bengal
(উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়)

Conducting authority

( পরীক্ষা আয়োজনের সংস্থা)

NBU

Mode of Examination

(পরীক্ষার ধরণ)

OFFLINE/ ONLINE

Type of the University

(বিশ্ববিদ্যালয়ের ধরণ)

State University

Exam centre

(পরীক্ষার কেন্দ্র)

University Campus

Starting date of online registration

(অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে)

1st week of June 2022

Last date of online registration

(অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে)

4th week of June 2022

Admit card 

(এডমিট কার্ড)

4th week of August 2022

Exam Date

(পরীক্ষার দিন)

1st week of July 2022

Result

(ফলাফল)

2nd week of July 2022
Official Websitenbu.ac.in


NBU UG Admission 2022

For UG Admission Please Visit the NBU Affiliated College websites. Links are given below.

Some NBU Affiliated Colleges and Direct Apply Link

Ananda Chandra College  |   Apply Now 

Ananda Chandra College of Commerce |   Apply Now 

Siliguri College |   Apply Now 

Siliguri College of Commerce |   Apply Now 

Siliguri Mahila Mahavidyalaya   Apply Now 

Sukanta Mahavidyalaya |   Apply Now 

Surya Sen Mahavidyalaya |   Apply Now 

Vivekananda College |   Apply Now 

Sitalkuchi College |   Apply Now 

Thakur Panchanan Mahila Mahavidyalaya   Apply Now 

Thakur Panchanan Mahila Mahavidyalaya  Apply Now 

Maynaguri College |   Apply Now 

Kalipada Ghosh Tarai Mahavidyalaya |   Apply Now 

# Apply Now লিংক কলেজের ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পর Activate হয়ে যাবে । তাই ভবিষ্যতে Apply করতে এই পেজটিকে Bookmark করে রাখুন 

 

NBU Application fee:

University Application fees PG

Caste

Application fees

Gen

150

OBC

150

SC

60

ST

60

 

PG Courses List of NBU

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বিভাগে যে সমস্ত বিষয় গুলি পড়ানো হয়ে থাকে তাদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হল : 

Arts

  • Bengali
  • English
  • Philosophy
  • Geography
  • History
  • Nepali
  • Mass communication
  • Political Science
  • Economics
  • Hindi
(উপরের বিষয়গুলির জন্য প্রাসঙ্গিক শৃঙ্খলায় 10+2+3 প্যাটার্নের অধীনে অনার্স ডিগ্রি আবশ্যিক)
  • Strategic and area studies 
  • (ইতিহাসে অনার্স স্নাতক/Pol.Sc./Geography/Economics/Sociology or Anthropology)

Science
  • Anthropology (নৃবিজ্ঞানে অনার্স স্নাতক বা অনার্স। সমাজবিজ্ঞান / ভূগোল / প্রাণীবিদ্যা / উদ্ভিদবিদ্যা / পদার্থবিদ্যা / রসায়নে স্নাতক। অনার্সকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। )
  • Biotechnology (ডিবিটি প্যানেল থেকে 7টি আসন পূরণ করা হবে এবং অবশিষ্ট তিনটি আসন ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, প্রকৌশল ও প্রযুক্তি, মেডিসিন এবং ডেন্টিস্ট্রিতে 55% নম্বর সহ NBU গ্র্যাজুয়েটদের অফার করা হবে।)
  • Botany
  • Chemistry
  • Computer science
  • Mathematics
  • Microbiology ( অনার্স মাইক্রোবায়োলজি বা অনার্স স্নাতক। বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বোটানি, প্রাণিবিদ্যা, ফিজিওলজিতে স্নাতক। অনার্সকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদের তুলনায় মাইক্রোবায়োলজিতে)
  • Physics
  • Tea Science
  • Zoology


NBU RESERVATION GUIDELINES FOR ADMISSION : 

Reservation in admission to all courses of the University shall strictly be done as per government of India rules (ভারতীয় সরকারের সংরক্ষণ বিধি মেনে ভর্তি প্রক্রিয়া হবে) ।

 

NBU Admission Process 2022

ইউনিভার্সিটি প্রদত্ত দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট:
  1. University website:  (বিশ্ব বিদ্যালয় সম্বন্ধিত যাবতীয় তথ্য) - www.nbu.ac.in
  2. Online application website:  (ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও রেজিস্ট্রেশন পোর্টাল) - www.nbu.ac.in
  3. (For distance education - www.ddenbu.in)

 

NBU এর PG কোর্সে Apply করতে নীচের লিংকে ক্লিক করুন 

APPLY NOW (PG) (coming soon)


ভর্তি প্রক্রিয়া মূলত ছয়টি ধাপে বিভক্ত :
  • রেজিট্রেশন 
  • ফর্ম ফিলআপ 
  • ভর্তি পরীক্ষা 
  • মেরিট লিস্ট দ্বারা ফল প্রকাশ 
  • কাউন্সিলিং 
  • ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পাদন ও ফি প্রদান 

 NBU PG Admission Application Process 2022

  • নিবন্ধন করার সময় আপনার ইমেল ঠিকানা এবং ফোন নম্বর লিখুন।
  • সমস্ত প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন এবং আপনার স্বাক্ষর সহ আপনার পাসপোর্টের একটি অনুলিপি সরবরাহ করুন
  • নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, এটিএম কাম ডেবিট কার্ড বা এসবিআই চালান ব্যবহার করে এনবিইউ-এর মাধ্যমে অর্থপ্রদান করা যেতে পারে - এসবিআই ভেরি পোর্টাল।
  • অনুমোদনের পরে অবিলম্বে পদ্ধতি অনুসরণ করুন, যা আক্ষরিক অর্থে মোটামুটি তাৎপর্যপূর্ণ।
  • আপনার প্রিয় ক্লাস চয়ন করুন।
  • সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন অ্যাপ্লিকেশন তথ্য, যোগাযোগের তথ্য, পিতামাতার তথ্য মোটামুটি সঠিক উপায়ে প্রদান করুন।
  • প্রকৃতপক্ষে আপনার রেকর্ডের জন্য অবস্থান, অনুরোধ এবং প্রকাশনার বিবরণ।
  • আবেদন করতে হলে সর্বপ্রথমে তাদের Eligibility Criteria দেখেন নিন।
  • PG ডিপ্লোমা কোর্সগুলি অফ-ক্যাম্পাস মোডেও দেওয়া হয়।
  • 22% এবং 6% আসন যথাক্রমে পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের অন্তর্গত SC এবং ST প্রার্থীদের জন্য সংরক্ষিত।
  • বিপিএল এবং এনএসএস বিভাগের প্রার্থীদের জন্যও 3% আসন সংরক্ষিত। 



তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

  

Tags: north bengal university 2022 admission, north bengal 2022 pg admission, north bengal 2022 application process, north bengal 2022 university application fees, north bengal 2022 university pg courses, north bengal 2022 university eligibility criteria, north bengal 2022 university application date, NBU 2022 admission, NBU Distance MA Admission 2022, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 2022 ভর্তি প্রক্রিয়া ,

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post