Visva Bharati University Admission 2021-22 | UG/PG Admissions 2021, Applicaton Dates, Courses, eligibility and more details

visva-bharati-university-ug-pg-admission-2020-21-full-information

পঠন-পাঠন অনলাইন, আমাদের এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য উচ্চশিক্ষার ভিত্তি স্থাপন। আমরা চাই ভারত তথা পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রী তার যোগ্যতা অনুযায়ী সবথেকে ভালো কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ অর্জন করুক। এই জন্য আমরা পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন স্তরের বিশ্ববিদ্যালয়গুলির বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই।

Visva-Bharati University
Admission 2021

Pothon Pathon will provide you


  • University Admission details
  • Important dates
  • Mode of entrance Exam
  • Eligibility Criteria
  • Release date of Admit Card 
  • Application fees


Visva-Bharati University Details:

Name of the University

(বিশ্ববিদ্যালয়ের নাম)


বিশ্বভারতী 

Conducting authority

( পরীক্ষা আয়োজনের সংস্থা)

বিশ্বভারতী 

Mode of Examination

(পরীক্ষার ধরণ)

offline 

Type of the University

(বিশ্ববিদ্যালয়ের ধরণ)

Central 
(কেন্দ্রীয়)

Exam center

(পরীক্ষার কেন্দ্র)

শান্তিনিকেতন ও শ্রীনিকেতন 
(Shnatiniketan and
Sriniketan)

Starting date of online registration

(অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে)

Coming Soon..

Last date of online registration

(অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে)

Coming Soon..

Admit card 

(এডমিট কার্ড)

Coming Soon..

Exam Date

(পরীক্ষার দিন)

Coming Soon..

Result

(ফলাফল)

Coming Soon..


Application fee:

বিশ্বভারতীর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট Application fee সম্বন্ধিত একটি চার্ট দেওয়া হয়েছে| প্রথমবার আবেদনের পর কেউ দ্বিতীয় কোনো বিষয়ে করতে চায় সেই ক্ষেত্রে Application fee হবে 500/- টাকা। (উদাহরণ: কোনো ব্যক্তি যদি ইতিহাস ও ভূগোল দুই বিষয়ে আবেদন করতে চায় তাইলে তাকে ইতিহাসের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে, ১০০০ টাকা ও ভূগোলের জন্য দিতে হবে ৫০০ টাকা)

University Application fees UG/PG

Caste

Application fees

Gen

1000/-

OBC

1000/-

SC

300/-

ST

300/-

Visva-Bharati list of UG courses 2021

Bhasha Bhavana:

English
Bengali
Chinese
Hindi
Indo Tibetan
Japanese
Persian
French
German
Italian
Russian
Odia
Santali
Sanskrit

Siksha Bhavana:

Chemistry
Physics
Mathematics
Statistics
Computer Science
Botany
Zoology

Vidya Bhavana:

Ancient Indian History, Culture & Archaeology
Comparative Religion
Philosophy
Economics
Geography

Sangit Bhavana:

Rabindra Sangit
Manipuri Dance
Kathakali Dance
Rabindra Nritya
Drama and Theatre Arts
Hindustani Classical Music
Hindustani Classical Instrumental in: Sitar
Esraj
Tabla
Pakhawaj

Kala Bhavana:

BFA
BFA History of Arts

Palli Samgathana Vibhaga:

BSW (Bachelor Degree in Social Work)
BRS(Bachelor Degree in Rural studies)

Shilpa Sadana:

B.Des ( Bachelor degree in Design)

Palli Siksha Bhavana:

B.Sc in Agriculture

Vinaya Bhavana:

B.Ed

B.A/ B.Sc in Physical Education
B.P.Ed
 
 

Visva-Bharati list of PG courses 2021

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে যে সমস্ত বিষয় গুলি পড়ানো হয়ে থাকে তাদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হল :
 
Bhasha Bahvana:

  • English 
  • Bengali
  • Chinese
  • Hindi
  • Indo Tibetan
  • Japanese
  • Persian
  • French
  • German
  • Italian
  • Russian
  • Odia
  • Santali
  • Comparative literature 

Siksha Bahvana:

  • Chemistry
  • Physics
  • Mathematics
  • Statistics
  • Computer Science
  • Botany
  • Zoology
  • Environmental Science
  • Biotechnology 
  • Five year Integrated Msc

Vidya Bahvana:

  • Ancient Indian History, Culture & Archaeology
    Comparative Religion
  • Philosophy
  • Economics
  • Geography
  • Anthropology
  • Journalism and Mass Communication

Sangit Bahvana:

  • Rabindra Sangit
  • Manipuri Dance
  • Kathakali Dance
  • Rabindra Nritya
  • Drama and Theatre Arts
  • Hindustani Classical Music
  • Hindustani Classical Instrumental in: Sitar
  • Esraj
  • Tabla
  • Pakhawaj
 

Kala Bahvana:
  • Painting
  • Graphic Art(Print Making)
  • Design (Ceramic and Glass)
  • Sculpture
  • History of Art

Palli Samgathana Vibhaga:
  • MSW (Bachelor Degree in Social Work)
  • MRS(Bachelor Degree in Rural studies)
  • MRM(Bachelor Degree in Rural management)

Shilpa Sadana:

  • M.Des (Masters degree in Design)

Palli Siksha Bhavana ( Institute of Agriculture)

  • Agronomy
  • Horticulture
  • Soil Science and agricultural chemistry
  • Agricultural extension
  • Genetics and Plant Breeding
  • Animal Science
  • Agricultural Entomology
  • Plant Pathology

Vinaya Bhavana

  • M.Ed
  • M.A in Education
  • M.P.Ed


RESERVATION GUIDELINES FOR ADMISSION:
বিশ্বভারতীর সংরক্ষণ সম্বন্ধিত তথ্য:

  1. Reservation in admission to all courses of the University shall strictly be done as per government of India rules(ভারতীয় সরকারের সংরক্ষণ বিধি মেনে ভর্তি প্রক্রিয়া হবে)।
  2. Percentage of Reservation: 
  • PWD candidates 5%
  • SC candidates 15%
  • ST students 7.5% 
  • OBC candidates 27%

Visva Bharati Admission Process 2021

ইউনিভার্সিটি প্রদত্ত দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট:
  1. University website: www.visvabharati.ac.in (বিশ্ব বিদ্যালয় সম্বন্ধিত যাবতীয় তথ্য)
  2. Online application website: vbu.ucanapply.com/entrance (ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও রেজিস্ট্রেশন পোর্টাল)
বিশ্বভারতীর ভর্তি প্রক্রিয়া মূলত ছয়টি ধাপে বিভক্ত:
১. রেজিট্রেশন
২.ফর্ম ফিলআপ
৩.ভর্তি পরীক্ষা
৪.মেরিট লিস্ট দ্বারা ফল প্রকাশ
৫.কাউন্সিলিং
৬.ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পাদন ও ফি প্রদান

Visva Bharati Application process 2021


বিশ্বভারতীতে আবেদন করতে হলে সর্বপ্রথমে তাদের Eligibility Criteria দেখেন নিন।
 
  1. বিশ্বভারতীর  অফিসিয়াল ওয়েবসাইটে যান
  2. এরপর Admission সেকশনে যান 
  3. এরপর নিজের ইমেইল আইডি ও পাসওয়ার্ড সেট করে রেজিস্টার করুন 
  4. যাবতীয় তথ্য সম্পাদন করুন 
  5. এরপর  মেইল পাওয়ার পর “Register” tab থেকে লগ ইন করুন।
  6. এরপর ফর্ম ফিলাপ শুরু করুন 
  7. তার আগে নিজের একটি স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার করে রাখুন( ইমেজ সাইজ বিশ্বাবিদ্যালয় উল্লেখ করে দেবে)
  8. এছাড়া (10+2) ও (10+2+3/4) সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের কাছে রাখুন।

Visva Bharati Entrance Exam Admit Card 2021

  1. পোর্টালে ক্লিক করুন
  2. এরপর লগ ইন করুন ও সাবমিট করুন
  3. এরপর আপনার Admit Card ডাউনলোড করুন
  4. প্রয়োজনে অনেকগুলি কপি সেরোক্স করে নিজের কাছে রেখে দিতে পারেন

Admit  Card পাওয়ার পর উল্লিখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করুন ও ভুল তথ্য থাকলে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করুন:

১. Name of the candidate
২. Father’s name
৩. Date of birth
৪. Exam centre
৫. Category
৬. Email ID
৭. Mobile number
৮. Photograph
৯. Signature
১০. Roll number


Visva Bharati Exam Pattern


সংগীত ভবন ও কলা ভবন ব্যতীত বাকি সমস্ত UG কোর্সের ভর্তি নম্বরের ভিত্তিতে হয়। PG তে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। ২ ঘন্টার লিখিত পরীক্ষা হয় ও কিছু বিষয়ে মৌখিক পরীক্ষাও নেওয়া হয়। কলা ও সংগীত ভবনের ক্ষেত্রে আগে পোর্টফোলিও সাবমিশন ও তারপর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা অফলাইন মোডে আয়োজিত হবে।পরীক্ষা অনুষ্ঠিত হবে শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে।

Visva Barati Entrance Exam Result

রেজাল্ট মূলত পরীক্ষার ভিত্তিতে তৈরী করা হয়। এছাড়া Gen/OBC/SC/ST ইত্যাদি দ্বারা পৃথকীকৃত মেরিট লিস্ট বের করা হয় ।

Visva Bharati Counseling


Merit list অনুযায়ী নির্দিষ্ট দিন পৃথক করে দেওয়া হয় ও SMS/Email দ্বারা যোগাযোগ করে সেই দিন অনুযায়ী কাউন্সিলিং করা হয়।যোগ্য ছাত্র/ছাত্রীরা ভর্তির সুযোগ পায়।


Visva Bharati Admission process:

Merit List দ্বারা যোগ্যতা অর্জনকারী ছাত্র/ছাত্রীদের Admission প্রণালী অনুযায়ী ভর্তির যাবতীয় তথ্য ও পদ্ধতি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হয় ।

 

READ OUR OTHER ARTICLES

Presidency University UG/PG Examination Full Details 2021 

Jadavpur University UG/PG Examination Full Details 2021

 

 

Tags: visva bharati university ug admission 2021, visva bharati university pg admission 2021, visva bharati university entrance exam 2021, visva bharati university official website, visva bharati university admission process, visva bharati university admit card release date.

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post