
Meanমধ্যক ও যৌগিক গড় A complete overview of Statistics
মধ্যক(Mean):
মধ্যক সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের দেওয়া লাল ডাউনলোড বাটনে ক্লিক করুন।
এর মাধ্যমে আপনার জানতে পারবেন:
- যৌগিক গড় (Arithmetic mean)
- গুণোত্তর গড় (Geometric mean)
- বিবর্ত যৌগিক গড় (Harmonic mean)
- Relationship between Arithmetic mean, Geometric mean and Harmonic mean.(যৌগিক গড়,গুণোত্তর গড়,বিবর্ত যৌগিক গড় এর মধ্যে সম্পর্ক)
Toady we are providing notes on Arithmetic mean, Geometric mean, Harmonic mean.
Click "Download" button to get the complete note on mean.
উত্তর: ধরি, পাঁচটি সংখ্যা: $\small x_{1},x_{2},x_{3},x_{4},x_{5}$
ATQ,
$\small \bar x=12$
$\small \sum x_{i}=5\bar x=60$
$or, \small x_{1}+x_{2}+x_{3}+x_{4}=49$
$or, \small x_{1}+x_{2}+x_{3}+x_{4}+x_{5}=49+x_{5}$
$or, \small \sum x_{i}=49+x_{5}$
$or, \small x_{5}=60-49$
$or, \small x_{5}=11$
2. নিচের দেওয়া রাশিতথ্যের যৌগিক গড় নির্ণয় করো:
উত্তর:
ধরি, কল্পিত গড়(A)=900 ও h=20.
যেহেতু, $\small u_{i}=\frac{x_{i}-A}{h}$,
তাই $\small x_{i}=A+u_{i}h$ ও $\small \bar x=A+h\bar u$
Step(I) :$\small \bar u=-0.44$
Step(II):$\small \bar x=A+h\bar u=900-(0.44\times 20)=891.2$
3. বিগত বছরে একটি স্কুলে 75 জন ছাত্র ও 50 জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ছাত্র ও ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর যথাক্রমে 65 ও 70, সমস্ত ছাত্র ও ছাত্রীর মিশ্রিত যৌগিক গড় কত?
উত্তর: ধরি, $\small \bar x$ দ্বারা ছাত্র/ছাত্রীর প্রাপ্ত গড় নম্বর ও $\small f$ দ্বারা ছাত্র/ছাত্রীর সংখ্যা নির্ধারণ করা হয়।
আমরা জানি,
(i)$\small \bar x_{1}$(ছাত্র)= 65(ii)$\small \bar x_{2}$(ছাত্রী)= 70
(iii)$\small f_{1}$(ছাত্র)= 75
(iv)$\small f_{2}$(ছাত্রী)= 50
মিশ্রিত যৌগিক গড় :
$\small \bar x =\frac{x_{1}.f_{1}+x_{2}.f_{2}}{f_{1}+f_{2}}=\frac{(65\times 75)+(70\times 50)}{75+50}=67$
উত্তর: সমস্ত ছাত্র ও ছাত্রীর মিশ্রিত যৌগিক গড়: 67
4.
উপরের টেবিল থেকে $\small x$ ও $\small y$এর সম্পর্ক নির্ণয় করো। $\small y$ এর যৌগিক গড় নির্ণয় করো।
উত্তর: টেবিল লক্ষ্য করলেই দেখা যায়: $\small y=2x+1$
$\small bar x=\frac{}{}\sum x_{i}=\frac{132}{8}=16.5$
$\small \bar y= 2\bar x+1=2\times 16.5+1=34$
$\small y$ এর যৌগিক গড়: $\small 34$
5.নিচের দেওয়া রাশিতথ্যের যৌগিক গড় নির্ণয় করো:
Ans:
$\small \bar u=\frac{1}{N}\sum fu=\frac{30}{35}$
$ \small \bar x=A+h.\bar u$
=$\small 17+\frac{30}{35}\times 5=21.29$
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Post a Comment
Please put your valuable comments.