
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2021 সালের September মাসের দশম শ্রেনীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 6 এর সমাধানগুলি |
(WBBSE Class 10 History Model Activity Task 2021 Solutions Part 6)
MODEL ACTIVITY TASK 2021
CLASS 10
ইতিহাস
Month: September
PART 6
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও :
উত্তর:
২. সত্য বা মিথ্যা নিৰ্ণয় করো ।
২.১ ১৮৫৭ র বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে ব্যাখ্যা করেন ।
উত্তর: সত্য
২.২ ঔপনিবেশিক ভারতের লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন ।
উত্তর: সত্য
২.৩ 'বর্তমান ভারত' গ্রন্থে স্বামী বিবেকনন্দ ক্ষুদ্র জাগরণের কথা বলেছেন ।
উত্তর: সত্য
২.৪ 'আনন্দমঠ' উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত হয় ।
উত্তর: মিথ্যা
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৩.১ 'গোরা' উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ এর প্রতিফলন লক্ষ্য করা যায় ?
উত্তর: জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে কবিগুরুর রচিত 'গোরা' উপন্যাসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গ্রাম্য সামাজিক বন্ধন এবং কোনো নির্দিষ্ট ধর্মকে আশ্রয় করে উগ্র জাতীয়তাবাদ বনাম সর্বধর্মের সমন্বয় তৈরি উদারনৈতিক জাতীয়তাবাদ - এই মূল দ্বন্দ এর প্রতিফলন লক্ষ্য করা যায়। গোরা উপন্যাসের মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা অনুভব করেছে- ভারতবর্ষের পরিচয় কোনো নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ নয় ।
![]() |
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম জয়েন করুন |
৩.২ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?
উত্তর: বাংলার চিত্রশিল্পের ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুর নাম। উজ্জ্বল উনবিংশ শতকে জাতীয়তাবাদের জাগরণের সময় ভারতের একজন খ্যাতনামা ব্যং-চিত্র নির্মাতা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তাঁর 'বিরুপ ব্রজ' গ্রন্থে ১৯০৬ থেকে ১৯১৬ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনার কার্টুন অঙ্কিত হয়েছে। বিষয়বস্তু হল বাঙালী সমাজের ইরেজ প্রীতি, বাঙালী চরিত্রের নানাদিক ও ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক নিয়ে ব্যঙ্গবিদ্রূপ ।
৪. 'ভারতমাতা' চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী প্রতীকে পরিণত হয়েছিল ?
উত্তর: ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের উন্মাদনায় সারা বাংলা সেদিন দেশবন্দনা বা মাতৃবন্দনায় সবর হয়েছে। এই প্রেক্ষাপটে ১৯০৫ সালে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতার চিত্র অঙ্কন করলেন। পড়ে ভগিনী নিবেদিতা এর নাম দেন ভারতমাতা। গৈরিক বস্ত্রে মণ্ডিতা এই মাতৃ মূর্তি চতুর্ভুজা যার চার হাতে রয়েছে পুস্তক, ধানের গোছা, শ্বেত বস্ত্র ও পুষ্পমালা। অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান - অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা।
স্বদেশী বাংলায় এই ছবি নিয়ে শোভাযাত্রা বের হয়। এই ছবি নব-জাতীয়তাবাদের প্রতীক কে পরিণত হয়। ছবি নিয়ে তৈরি পতাকা তৈরি করেন জাপানি শিল্পী ওকাকুরা এই পতাকা কাঁধে নিয়ে বিভিন্ন শোভাযাত্রা বেরতে হয়ে শুরু করে। ছবিটি দেখে ভগিনী নিবেদিতা উচ্ছ্বাসিত হয়ে মন্তব্য করেন যে, হাতে অর্থ থাকলে নবভারতের প্রতীক এই ছবিটি ছাপিয়ে কেদার-বদ্রির আশ্রম থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের প্রতিটি কৃষকের ঘড়ে একটি করে উপহার দিতেন। অন্যদিকে ব্রাহ্মসমাজের অনেকেই কিন্তু এই মূর্তিপূজার বাড়াবাড়িতে বিরক্ত হন। মুসলিম সমাজ বিষয়টি ভালোভাবে মেনে নেয়নি। এ সত্ত্বেও বলতে হয় যে, অবনীন্দ্রনাথ অঙ্কিত এই চিত্র দেশে প্রবল আলোড়ন সৃষ্টি করে। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে এই চিত্রটি জনসাধারণের মধ্যে প্রবল ভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটায়। মূল চিত্রটি বর্তমানে রবীন্দ্র ভারতী সমিতির সংগ্রহে রয়েছে ।
CLASS 10 Model Activity Task Links
Part 6丨English Model Activity Task
Part 6丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)
Part 6丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)
Part 6丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)
Part 6丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 6丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 History Model Activity Task 2021, Model Activity Task Solutions History Part 6 2021, Class 10 History Model Activity Task September Month, class 10 model activity task part 6 solutions, Model Activity Task Class 10 History PART 6, WBBSE Class 10 History Model Activity Task 2021 Answers, wbbse class 10 history model activity task part 6, দশম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 6
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.