[PART 7] WBBSE Class 10 Life Science Model Activity Tasks Part 6 Solutions 2021 | দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 | October Month

 

wbbse-class10-model-activity-tasks-solutions-life-science-part7-october

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2021 সালের October মাসের  দশম শ্রেনীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 7 এর সমাধানগুলি |

(WBBSE Class 10 Life Science Model Activity Task 2021 Solutions Part 7 October Month)

 

MODEL ACTIVITY TASK 2021

CLASS X : LIFE SCIENCE

Month: October

PART 7

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৩ = ৩

১.১ পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো −

(ক) পাতাঝাঁঝি  (খ) আম 

(গ) ধান           (ঘ) শিমুল 

উত্তর: পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা হলো − (খ) আম


১.২ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা শনাক্ত করো −

(ক) কানের মুক্ত লতি (খ) রোলার জিভ 

(গ) থ্যালাসেমিয়া       (ঘ) হিমোফিলিয়া 

উত্তর: মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা হলো − (ঘ) হিমোফিলিয়া 

কারণ : হিমোফিলিয়া সেক্স ক্রোমোজম দ্বারা বাহিত রোগ |


১.৩ YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরুপণ করো −

(ক) এক ধরনের (খ)  দুই ধরনের 

(গ) তিন ধরনের   (ঘ) চার ধরনের 

উত্তর: YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা হলো − (ঘ) চার ধরনের 

ব্যাখ্যা : YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে যে চার ধরনের গ্যামেট উৎপন্ন হয় সেগুলি হলো : YR, Yr, yR এবং yr

আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম জয়েন করুন


২. A -স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B -স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো :  ১ × ৪ = ৪

A

B

২.১ স্পাইরোগাইরা

(a) স্টক ও সিয়ন

২.২ প্রকট বৈশিষ্ট্য 

(b) পুনরুৎপাদন

২.৩ গ্রাফটিং

(c) মটরের বেগুনি বর্ণের ফুল 

২.৪ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

(d) খন্ডীভবন


(e) মটরের কুঞ্চিত বীজ

উত্তর: 

A

B

২.১ স্পাইরোগাইরা

(d) খন্ডীভবন

২.২ প্রকট বৈশিষ্ট্য 

(c) মটরের বেগুনি বর্ণের ফুল

২.৩ গ্রাফটিং

(a) স্টক ও সিয়ন 

২.৪ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

(e) মটরের কুঞ্চিত বীজ


(b) পুনরুৎপাদন


৩. দুই-তিনটি বাক্যে উত্তর দাও :  ২ × ৪ = ৮

৩.১ ইতর পরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ লেখো ।

উত্তর: ইতর পরাগযোগের সুবিধা : ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের উদ্ভব হয় ।

ইতর পরাগযোগের সুবিধা : ইতর পরাগযোগে উদ্ভিদের কোনো প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় ।

 

৩.২ শাখাকলমের সাহায্যে কীভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো ।

উত্তর: শাখা কলম করার সময় প্রথমে পুষ্ট উদ্ভিদের শাখা কেটে বালিযুক্ত মাটিতে পোঁতা হয় । নিয়মিত জল দেওয়ার পর ওই পোঁতা অংশ থেকে (মাটি সংলগ্ন অংশ) অস্থানিক মূল এবং তার বিপরীত অংশ থেকে অস্থানিক মুকুল জন্মায় । এবং তার থেকে ক্রমশ নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় ।

উদাহরণ: জবা, গোলাপ ইত্যাদি ।

 

৩.৩ মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো । 

উত্তর: মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো :

এই সময় স্ত্রী ও পুরুষদেহে ক্ষয়পূরণজনিত বৃদ্ধি ছাড়া আর কোনো রকম বৃদ্ধি ঘটে না ।

অস্থি ও পেশির ক্ষয় শুরু হয়, ফলস্বরূপ শরীর দুর্বল হয়ে যায় ও ত্বক কুঁচকে যায় । মেলানিন উৎপাদন কমে যায় ফলে চুল সাদা হয়ে যায় ।


৩.৪ মেন্ডেল কিভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো ।

উত্তর: সংকরায়নের পরীক্ষায় মেন্ডেল উভলিঙ্গ মটর গাছের ফুলের পুংকেশরগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কেটে ফেলেন | এই পদ্ধতিকে ইমাসকুলেশন বলা হয়ে থাকে | ইমাসকুলেশনের পর তিনি স্ত্রী ফুলগুলিকে কাগজের থলি দিয়ে আবদ্ধ করে রাখেন যাতে নির্বাচিত জনিতৃ চারা অন্য কোনো মটর ফুলের পরাগরেণু দ্বারা ইতর পরাগযোগ  না ঘটে | এরপর কৃত্রিমভাবে সৃষ্টি করা স্ত্রী ফুলের থলিটি সরিয়ে নির্বাচিত জনিতৃ উদ্ভিদের ফুলের পরাগরেণু সুক্ষ্ম তুলির সাহায্যে ওই স্ত্রী ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত করে ইতর পরাগযোগ ঘটান |


৪. নিচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ " সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান" − একটি ক্রশের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো ।

"থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়" − এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো ।      ৩ + ২ = ৫

উত্তর: ❑ পুরুষের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদনের সময় শুক্রাণু মাতৃকোশ থেকে মিয়োসিস প্রক্রিয়ায় দু-প্রকার পুংগ্যামেট তৈরি হয় যার একটি হলো 22A + X এবং অপরটি 22A +Y ।

আবার মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু মাতৃকোশ থেকে মিয়োসিসের মাধ্যমে কেবলমাত্র এক প্রকারই ডিম্বাণু 22A + X তৈরি হয় । কারণ, মহিলাদের ক্ষেত্রে কেবল এক প্রকার সেক্স-ক্রোমোজোম অর্থাৎ শুধু X ক্রোমোজোমই থাকে ।

22A + X সমন্বিত শুক্রাণু, 22A + X সমন্বিত ডিম্বাণুকে নিষিক্ত করলে উৎপন্ন জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয় 44A + XX অর্থাৎ, ভ্রূণটি কন্যা সন্তান হয় । 22A + Y সমন্বিত শুক্রাণু, 22A + X সমন্বিত ডিম্বাণুকে নিষিক্ত করলে উৎপন্ন জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয় 44A + XY অর্থাৎ, ভ্রূণটি পুত্র সন্তান হয় । 

অর্থাৎ, উৎপন্ন অপত্য সন্তান পুত্র না কন্যা হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে বাবার পুংগ্যামেটের ওপর । এক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা থাকে না । অর্থাৎ আমরা বলতে পারি যে, "সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান"

WBBSE-class10-model-activity-task-life-science-part7-answers-checker-board-image


❑❑ থ্যালাসেমিয়া রোগীর দেহে হিমোগ্লোবিনের গঠন ত্রুটিযুক্ত হওয়ায় RBC অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ু কমে যায় । ফলে RBC তাড়াতড়ি ভেঙে যায় এবং তীব্র রক্তাল্পতার সৃষ্টি হয় । RBC- এর অভাবে দেহে অক্সিজেন পরিবহণ কমে যায় যার ফলে রোগীর দেহে বিভিন্ন সমস্যা দেখা যায় । এই সমস্যা সমাধানের জন্য থ্যালাসেমিয়া রোগীকে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়

 

    CLASS 10 Model Activity Task Links   

Part 7丨English Model Activity Task 

Part 7丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

Part 7丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Life Science Model Activity Task 2021, Model Activity Task Solutions Life Science Part 7 Solutions 2021, Class 10 Life Science Model Activity Task October Month, class 10 model activity task solutions, Model Activity Task Class 10 Life Science PART 7, WBBSE Class 10 Life Science Model Activity Task 2021 Answers, wbbse class 10 life science model activity task part 7, দশম শ্রেণী  জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 7

© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post