প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলার শিক্ষা পোর্টাল থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2021 সালের October মাসের দশম শ্রেনীর ভূগোল বহুবিকল্পভিত্তিক প্রশ্ন এর সমাধানগুলি |
(WBBSE Class 10 Geography MCQ Adaptation Package 2021 Solutions )
MCQ Adaptation Package
১. সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝার জন্য সবচেয়ে সুপ্রযুক্ত ভাবে যা বলা যায় তা হলো −
উত্তর: গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
২. কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপাদান নয় ?
উত্তর: ঘ) জমি-ভরাটকরণ
৩. এদের মধ্যে অংশগ্রহণ মূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ
উত্তর: গ) সামাজিক বনসৃজন
৪. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হল
উত্তর: ঘ) চিনাবাদাম
৫. নীচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় ?
উত্তর: গ) জলদূষণ নিয়ন্ত্রণ
৬. এদের মধ্যে অধাতব খনিজ কোনটি ?
উত্তর: ক) কয়লা
৭. নীচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ ?
উত্তর: খ) পশু বর্জ্য
আমাদের পোস্টের আপডেট এবং বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
৮ পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো −
উত্তর: ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প
৯. কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে ?
উত্তর: খ) বারাণসী ও কন্যাকুমারী
১০. দেশ ভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
উত্তর: ক) পাট শিল্প
১১. এদের ,মধ্যে যাতায়াত করা জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব?
উত্তর: ক) দাঁড় টানা নৌকা
১২. তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো
উত্তর: ক) দক্ষিণ ভারতে
১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয় ?
উত্তর: গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক ব্যয় বেশি
১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হল
উত্তর: ঘ) টেলিগ্রাম
১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র । নীচের কোন কারণটি এই শিল্প কেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়
উত্তর: গ) অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
১৬. জল বিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল
উত্তর: খ) শুস্ক ঋতুতে জলের সরবরাহ
১৭. সারণিতে ২০১৫-১৬ সালের ফসলের উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হলো । নীচের কোন স্তম্ভ চিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায় ?
উত্তর:
১৮. ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে ফসল দুটি কী কী ?
উত্তর ঘ) কার্পাস ও চা
CLASS 10 Model Activity Task Links
Part 7丨English Model Activity Task
Part 7丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)
Part 7丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)
Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)
Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Geography MCQ Adaptation Package 2021, Class 10 MCQ Adaptation Package Geography Answers, Class 10 Geography Model Activity Task October Month, class 10 mcq adaptation package geography answers, MCQ Adaptation Package Class 10 Geography, WBBSE Class 10 Geography Model Activity Task 2021 Answers, wbbse class 10 geography mcq adaption package solutions, দশম শ্রেণী ভূগোল বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, দশম শ্রেণী ভূগোল বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
Post a Comment
Please put your valuable comments.