প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2022 সালের January মাসের দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর সমাধানগুলি |
(WBBSE Class 10 Physical Science Model Activity Task Part 1 Solutions January 2022)
MODEL ACTIVITY TASK 2022
দশম শ্রেণী
ভৌতবিজ্ঞান
January 2022
PART 1
১ ঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ৩ = ৩
১.১ নীচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো -
উত্তর : (গ) N₂O
১.২ যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো-
উত্তর : (গ) CO₂
১.৩ যে গ্যসটি ওজোন স্তরে ক্ষতি করে না সেটি হলো -
উত্তর : (ক) N₂
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :
২.১ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটেছে ।
উত্তর : মিথ্যা
২.২ ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO₂ গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ ।
উত্তর : সত্য
২.৩ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয় ।
উত্তর : সত্য
২.৪ উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম ।
উত্তর : মিথ্যা
২.৫ কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় ।
উত্তর : মিথ্যা
৩ সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো ।
উত্তর : গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব
① গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেতে থাকলে মেরু অঞ্চলের জমে থাকা বরফ বেশি মাত্রায় গলতে শুরু করবে । ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে । এর ফলে বেশ কিছু দ্বীপ সমুদ্রগর্ভে ছলে যাবে ।
② উষ্ণতা বৃদ্ধির ফলে গাছে গাছে ঘর্ষণের ফলে দাবানলের সৃষ্টি ও তার মাধ্যমে বিস্তীর্ণ বনভূমি নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে ।
③ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে উষ্ণতা এমনভাবে বৃদ্ধি পাবে যে, রাত ও দিনের উষ্ণতার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না । ফলে মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে । বিভিন্ন প্রকার রোগ, যেমন - ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদির প্রাদুর্ভাব বাড়বে ।
④ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে জীব বৈচিত্র্য বিপন্ন হবে । অসংখ্য প্রাণী ও উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে ।
# উপরে গ্লোবাল ওয়ার্মিং এর চারটি প্রভাব দেওয়া হয়েছে । তোমরা উত্তরপত্রে লেখার সময় যেকোনো দুটি প্রভাব লিখবে ।
৩.২ " গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণসৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হত না"- যুক্তিসহ সমর্থন করো ।
উত্তর : পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলি যদি না থাকতো তবে সূর্য থেকে আগত আলোকরশ্মির বেশিরভাগ অংশই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যেত । ফলস্বরূপ পৃথিবীর তাপমাত্রা হয়ে দাঁড়াত প্রায় −30℃, যা জীবকুলের বেঁচে থাকার পক্ষে অনুপযুক্ত ।
তাই আমরা বলতে পারি যে, "গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণসৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হত না" ।
৩.৩ ওজোনস্তরে ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো ।
উত্তর : পৃথিবীর ওজোন স্তরের ক্ষতি হলে নিম্নলিখিত ক্ষতিকর প্রভাবগুলি লক্ষ্য করা যাবে :
① মানবজাতির ওপর প্রভাব : ওজোন স্তরের ক্ষতি হলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়বে । এর ফলে মানবদেহে বিভিন্ন সমস্যা যেমন- ত্বকের ক্যান্সার দেখা দিবে, দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমবে, চোখে অসময়ে ছানি পড়বে, শ্বাসকষ্ট বাড়বে এবং প্রজনন ক্ষমতাও হ্রাস পাবে ।
② উদ্ভিদজগতের ওপর প্রভাব : অতিবেগুনি রশ্মির প্রভাবে নদী, হ্রদ জলাশয়ের মাছ ও জুপ্ল্যাংকটন ধ্বংস হওয়ার ফলে জলাশয়ের বাস্তুরীতি বিঘ্নিত হবে । ফলে উদ্ভিদজগতও ক্ষতিগ্রস্থ হবে । সালোকসংশ্লেষ ব্যাহত হবে । অঙ্কুরোদগম ব্যাহত হবে, অধিক তাপের ফলে গাছের পাতা, ফল শুকিয়ে যাবে । গাছের বৃদ্ধি কমে যাবে ।
৪. নীচের প্রশ্ন দুটি উত্তর দাও :
৪.১ কাচের গ্রিনহাউসের মধ্যে বাতাস বাইরের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলো ব্যাখ্যা করো ।
উত্তর : গ্রিন হাউস ঘরের কাচ একমুখী পথের কাজ করে, অর্থাৎ এতে ব্যবহৃত কাচের মধ্যে দিয়ে সূর্য থেকে আসা দৃশ্যমান আলোকরশ্মির ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি কাচ ভেদ করে ঘরে প্রবেশ করে এবং ঘরের মধ্যে উষ্ণতার বৃদ্ধি ঘটায় । কিন্তু ঘরের তাপ কাচের স্বচ্ছ আবরণের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না । কারণ, সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হিসেবে ঘরের মধ্যে প্রবেশ করলেও ঘরের ভিতরের বস্তু দ্বারা বিকিরিত তাপের তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ হয় । ফলে, কাচের গ্রিনহাউসের মধ্যে বাতাস বাইরের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে ।
৪.২ ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো | ওজোন স্তরে "ছিদ্র" হওয়ার প্রকৃত অর্থ কি তা ব্যখ্যা করো ।
উত্তর :
❑ ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম হল : ক্লোরোফ্লুরোকার্বন বা CFC
❑❑ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাসের বিয়োজন - এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে । কিন্তু মনুষ্যসৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যেমন CO₂, CFC - প্রভৃতি গ্যাস ব্যাবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের উৎপাদন হার অপেক্ষা বিয়োজন হার অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় । ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত এই ওজোন স্তরটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে পাতলা হয়ে যাচ্ছে । ওজোন স্তরে "ছিদ্র" হওয়ার প্রকৃত অর্থ বলতে ওজোন স্তরের এই পাতলা হয়ে যাওয়ার ঘটনাকেই বোঝানো হয়ে থাকে ।
CLASS 10 Model Activity Task
January 2022 Part 1 All Links
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Physical Science Model Activity Task January 2022 Solutions Part 1, model activity task class 10 physical science part 1 2022, Model Activity Task Solutions Physical Science 2022, Class 10 Physical Science Model Activity Task January 2022, class 10 model activity task solutions part 9, Model Activity Task Class 10 Physical Science January Month 2022, WBBSE Class 10 Physical Science Model Activity Task 2021 Answers, wbbse class 10 physical science model activity task part 9, দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 সমাধান পার্ট 9
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.