প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত |
মাধ্যমিকের পরে অনেকেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায় ও সফলতা পায়। অনেকেই মনে করেন শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়েই পড়লে ভবিষ্যত উজ্জ্বল - প্রথমেই বলে রাখি এটি একটি ভ্রান্ত ধারণা। সফলতা নির্ভর করে চেষ্টা ও শ্রমের উপর।
উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের জন্য যে বিষয়গুলি নেওয়া যেতে তাদের মধ্যে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা নির্বাচন করা অত্যাবশ্যক।
উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের জন্য বিষয় নির্বাচন কাঠামো কিছুটা এই রকম
প্রথম ভাষা
+
দ্বিতীয় ভাষা
+
(3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয়)
+
(4th Subject)
এদের মধ্যে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, 3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয় নির্বাচন বাধ্যতামূলক| 4th Subjec নেওয়া বাধ্যতামূলক নয়| তবে এই বিষয়টি অত্যন্ত উপযোগী|
কারণ:
উচ্চমাধ্যমিক পরীক্ষার সর্বমোট নম্বর 500|
প্রথম ভাষা (100)
+
দ্বিতীয় ভাষা (100)
+
(3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয়) (100+100+100 = 300)
+
(4th Subject)(100)
অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনি যে 3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয় নির্বাচন তার মধ্যে একটি আপনার কিছু সময় পরে গিয়ে আর পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে 4th Subject এ আপনি ভালো ফলাফল করলে সেটি আপনার মূল 3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয় হিসেবে গণ্য হবে|
উদাহরণঃ ধরি, রাম উচ্চমাধ্যমিক পরীক্ষায়
প্রথম ভাষা (85/100)
+
দ্বিতীয় ভাষা (95/100)
+
(3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয়)
[(Physics=80/100)+(Chemistry=90/100)+(Math=90/100)=260/300]
+
[4th Subject(Biology)=85/100]
Read More : গণিত নিয়ে পড়লে ভবিষ্যৎ কেমন হবে? | জেনে নাও কিছু তথ্য | পঠনপাঠন Advise Series
বিজ্ঞানে গণিতের গুরুত্ব:
বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার জন্য প্রথম যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ন সেটি গণিত। অনেকেই গণিতে ভয় পান কিন্তু বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চান, সেই ক্ষেত্রে পঠনপাঠনের পক্ষ থেকে বার্তা এই যে "গণিত বাদ দিয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়া জটিল সমস্যা সৃষ্টি করে"। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান সরাসরিভাবে গণিতের সাথে যুক্ত। বর্তমানে গণিত আর্টস ও কমার্স পড়ার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ন বিষয় হয়ে উঠেছে।
বিজ্ঞানে পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের গুরুত্ব:
পদার্থ বিজ্ঞান একটি অতীব গুরুত্বপূর্ন বিষয় কারণ রসায়নের সাথে এটির সরাসরি যোগসূত্র রয়েছে। তাই বলা যায় রসায়ন ও পদার্থ বিদ্যা এরা একে ওপরের পরিপূরক। ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে পদার্থ বিদ্যার সাথে রসায়ন বহু ক্ষেত্রে যুক্ত। পদার্থ বিদ্যায় অত্যন্ত কাঁচা ছাত্র/ছাত্রীদের বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার চেষ্টা না করাই শ্রেয়। রসায়নের ক্ষেত্রেও পদার্থ বিদ্যার মতো সেম লজিক প্রযোজ্য।
BioScience কী?
যাদের গণিত পছন্দ নয় এটি তাদের জন্য। Bio Science বর্তমানে অনেকেরই পছন্দ। এই ক্ষেত্রে ছাত্র/ছাত্রীরা মূলত (বায়োলজি + রসায়নে/পদার্থবিদ্যা) শক্ত ভিত্তি স্থাপন করে থাকে ও (পদার্থ বিদ্যা/রসায়নে + গণিতে) এদের দক্ষতা কিছুটা কম হয়ে থাকে। এই ক্ষেত্রে বায়োলজি ও রসায়নের সুদক্ষ হলে ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রেও গণিত 4th Subject হিসেবে রাখা শ্রেয়।
বায়োলজির বিকল্প:
বায়োলজি অনেকেরই পছন্দ নয় কারণ বায়োলজি পড়তে হলে দরকার কিছুটা মুখস্ত করার ক্ষমতা। সেই ক্ষেত্রে ছাত্র/ছাত্রীরা বায়োলজির বদলে স্ট্যাটিসটিক্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন/Economics (অর্থনীতি) নিতে পারো।
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: sceince stream, science stream benefits, science stream subjects, science stream in wbhsc, fields in science stream, scopes in science stream
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.