বিশ্বব্যাংকের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর জেইম সাভেদ্রা ভারতে স্কুল কলেজ খোলার ব্যাপারে কি বললেন জানুন | Pothonpathon.online



20th January,2022 : 

বিশ্বব্যাংকের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর জেইম সাভেদ্রার মতে, মহামারীর কারণ দেখিয়ে স্কুল বন্ধ রাখার এখন কোনরকম যৌক্তিকতা নেই এবং নতুন ঢেউ থাকলেও স্কুল বন্ধ করাই শেষ উপায় হওয়া উচিত।

সাভেদ্রা, যার দল শিক্ষা খাতে COVID-19-এর প্রভাব নিয়ে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে "এমন কোনও প্রমাণ নেই যে স্কুলগুলি পুনরায় খোলার ফলে করোনভাইরাস মামলার সংখ্যা বেড়েছে এবং স্কুলগুলি "নিরাপদ জায়গা" নয়"।

তিনি আরও জোর দিয়ে বলেছেন যে নৈতিক দৃষ্টিকোণ থেকে শিশুদের টিকা না দেওয়া তাদের স্কুল থেকে দূরে রাখার   পিছনে "কোন বিজ্ঞান" নেই।

ওয়াশিংটন থেকে এক সাক্ষাৎকারে সাভেদ্রা এ কথা জানিয়েছেন যে -

“রেস্তোরাঁ, বার এবং শপিংমল খোলা রাখা এবং স্কুল বন্ধ রাখার কোনও মানে হয় না কোন অজুহাত এই ক্ষেত্রে খাটে না ” |

বিশ্বব্যাংকের বিভিন্ন অনুকরণ অনুসারে, স্কুল খোলা হলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কম এবং বন্ধের খরচ অত্যন্ত বেশি।

“2020 এর সময়, আমরা অজ্ঞতার সাগরে ভাসছিলাম। আমরা জানতাম না মহামারী মোকাবেলার সর্বোত্তম উপায় কী এবং বিশ্বের বেশিরভাগ দেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হল স্কুল বন্ধ করে দেয়। তারপর এখন বহু সময় কেটে গেছে এবং 2020 এবং 2021 সালের মাঝে আমাদের বেশ কয়েকটি ঢেউ দেখতে হয়েছে এবং তার মাঝে বেশ কয়েকটি দেশ রয়েছে যারা স্কুল খুলেছে "

ভারতে মহামারীজনিত কারণে স্কুল বন্ধের প্রভাব সম্পর্কে কথা বলতে গিয়ে, সাভেদ্রা বলেছিলেন যে "প্রভাব আগের চিন্তার চেয়ে বেশি গুরুতর" এবং শেখার দারিদ্রতা প্রত্যাশার চেয়ে অনেক বেশি বাড়তে পারে।


pothon-pathon-online-telegram-channel
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন


Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন


 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 Tags: WBBSE education news, education news, madhyamik news, school opening news, school opening news in west bengal, world bank director on indian education system, 

© Pothon Pathon Online 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post