WBBSE Class 10 Geography Model Activity Task Solution January 2022 Part 1 | দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী | January 2022 Model Task

 

wbbse-model-activity-task-january-2022-geography-part9

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2022 সালের January মাসের  দশম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি |

(WBBSE Class 10 Geography Model Activity Task 2022 Solutions January 2022)

 

MODEL ACTIVITY TASK 2022

দশম শ্রেণী

ভূগোল 

পূর্ণমান = 20

JANUARY 2022

PART 9

 

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :  ১ × ৩ = ৩

১.১ নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হল    

উত্তর : গ) অগ্ন্যুদগম 

 

১.২ যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখন্ডের পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুরি বালি প্রভৃতিতে পরিণত হয়; তাকে বলে

উত্তর : (ক) অবঘর্ষ ক্ষয় । 


১.৩ ঠিক জোটটি নির্বাচন করো − 

উত্তর : গ) নদীর গতিপথে কঠিন সীমার নিচে কমল সেন এর অবস্থান − জলপ্রপাত ।


২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :  ১ × ৩ = ৩

২.১.১ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্ট এর সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হল  ________ ।

উত্তর : ইনসেলবার্জ । 

 

২.১.২ নদীর ক্ষয় কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো _________ ।

উত্তর : মন্থকূপ । 


২.২ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :    ১ × ৩ = ৩

উত্তর : 

ক স্তম্ভ

খ স্তম্ভ

২.২.১ নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ ।

৩. অশ্বখুরাকৃতি হ্রদ

২.২.২ হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

১. এরিটি

২.২.৩ বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত

২. ব্লো-আউট


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :   ১ × ৩ = ৩

৩.১ মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় ? 

উত্তর: মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে মরুভূমির বালি এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যায়। দীর্ঘদিন ধরে মরুভূমির কোন অংশে এই প্রক্রিয়া চললে সেই স্থানের ভূমি ভাগ ক্রমশ অবনত হয়। এইভাবে বালি অপসারিত হতে হতে যখন অবনত এলাকাটির গভীরতা ভূগর্ভের জল স্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সেখানে মরুদ্দ্যান সৃষ্টি হয় । 

 

৩.২ ' উচ্চ পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ। ' - সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ।

উত্তর: বার্গস্রুন্ড এবং ক্রেভাস উভয়ই বরফের উপর সৃষ্ট ফাটল।  ক্রেভাস অনেক বেশি গভীর ফাটল হওয়ায় তার নীচ পর্যন্ত দেখা যায় না। এইসব ফাটলের ওপর হালকা তুষার জমে থাকলে বুঝা যায় না এর নীচে এমন ফাটল রয়েছে। তাই পর্বতারোহীরা এইসব ফাটল গুলি কে খুব ভয় পায়। যেকোনো কারণে ওই ফাটলে একবার পড়ে গেলে ফিরে আসা মুশকিল। 


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :  ৩ × ১ = ৩

মরু সম্প্রসারনে রোধের তিনটি উপায় উল্লেখ করো । 

উত্তর: মরুভূমির সম্প্রসারণ প্রক্রিয়াকে কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব।  মরুভূমির সম্প্রসারণ রোধ করার উপায় গুলি হল- 

① বনভূমি তৈরি : মরুভূমি প্রান্ত বরাবর নিবিরভাবে বনভূমি গড়ে তুলতে হবে। গাছ মরু সম্প্রসারনে রোধ করে।

② পশুচারণ রোধ : পশুচারণে মাটির ক্ষয় বাড়ে । তাই পশুচারণ বন্ধ করতে হবে ।

③ জ্বালানির উৎস সন্ধান : কাঠ কে জ্বালানি হিসেবে ব্যবহার করা চলবে না। এর বদলে গোবর গ্যাস, ঘুটে, কেরোসিন, এল.পি.জি ও অন্যান্য উৎস বা বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে।

④ জল সংরক্ষণ : বৃষ্টির জল সংরক্ষণ, জল ধারণ, ভৌম জলের পরিমাণ বাড়ানো, জলের অপচয় কমানো, এমনকি জলের বহুমুখী ও বিজ্ঞানসম্মত ব্যবহার প্রভৃতি উপায় অবলম্বন করতে পারলে মরুভূমির সম্প্রসারণ অনেকাংশে আটকানো সম্ভব।


৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

ঝুলন্ত উপত্যকা ও রসে মতানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও । 

উত্তর: 

   ঝুলন্ত উপত্যকা :  

        অনেক সময় প্রধান হিমবাহের দুপাশথেকে ছোট ছোট হিমবাহ বা উপহিমবাহ এসে প্রধান হিমবাহে মিলিত হয়। প্রধান হিমবাহের ক্ষয়কার্য বেশি হয় বলে তার দ্বারা সৃষ্ট উপত্যকা উপহিমবাহ সৃষ্ট উপত্যকার তুলনায় বেশি গভীর হয়। ফলের প্রধান হিমবাহের উপত্যকার সঙ্গে উপহিমবাহ সৃষ্ট ওইসব অগভীর উপত্যকার উচ্চতার পার্থক্য হয়। এইজন্য উপগ্হিমবাহ যেখানে এসে প্রধান হিমবাহে মেশে, সেই মিলনস্থল উপহিমবাহের উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে থেকে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি করে। 

wbbse-model-activity-task-january-2022-geography-part9-image
ঝুলন্ত উপত্যকা


  রসে মতানে :  

হিমবাহের প্রবাহ পথে ঢিবির মত আকৃতির শিলাখণ্ড থাকলে ওই শিলাখন্ডটির যেদিক থেকে হিমবাহ আসে সেই দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ড মসৃণ এবং বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়ায় এবড়োখেবড়ো বা অমসৃণ হয়। এই ধরনের ঢিবির নাম রসে মতানে । 

wbbse-model-activity-task-january-2022-geography-part9-image2


 

    CLASS 10 Model Activity Task  

   January 2022 Part 1 All Links   

 

Part 1 (January 2022)

English Model Activity Task

Link/link/button/#db041a

ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

Link/link/button/#db041a

জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)


Link/link/button/#db041a

গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

Link/link/button/#db041a

ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Link/link/button/#db041a

ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Link/link/button/#db041a

 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Geography Model Activity Task January 2022 Solutions, Model Activity Task Solutions Geography 2022, Class 10 Geography Model Activity Task January 2022, class 10 model activity task solutions part 9, Model Activity Task Class 10 Geography January Month 2022, WBBSE Class 10 Geography Model Activity Task 2021 Answers, wbbse class 10 geography model activity task part 9, দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 সমাধান পার্ট 9

© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post