প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Banglar Shiksha Portal থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2022 সালের February মাসের দশম শ্রেনীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর সমাধানগুলি |
(WBBSE Class 10 History Model Activity Task Part 2 Answers 2022)
MODEL ACTIVITY TASK 2022
দশম শ্রেণী
ইতিহাস
February 2022
PART 2
পূর্ণমান : 20
১. শূন্যস্থান পূরণ করোঃ ১ × ৪ = ৪
(ক) কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে ______________ খ্রিস্টাব্দে |
উত্তর : কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে ____1780____ খ্রিস্টাব্দে |
(খ) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন __________________ |
উত্তর : স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ।
(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ___________________|
উত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিলে ।
(ঘ) স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলন যোগ দিয়েছিলেন _________________ খ্রিস্টাব্দে |
উত্তর : স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলন যোগ দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে |
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
২. স্তম্ভ মেলাও : ১ × ৪ = ৪
উত্তর :
৩. দুই-তিনটি বাক্যে উত্তর দাও : ২ × ২ = ৪
(ক) লালন ফকির স্মরণীয় কেন ?
উত্তর : 1774 সালে অভিভক্ত বাংলায় জন্ম হয় অমিত প্রতিভাধর লালন ফকিরের| তিনি ছিলেন বাংলার অন্যতম পরিচিত দার্শনিক, লেখক, বাউল সাধক, সঙ্গীত রূপকার, সামাজিক প্রগিতির কান্ডারী। আজও বাংলার গ্রামে ও শহরে বাউল সাধকের সুরে তার উজ্জ্বল উপস্থিতি অনুভব করা যায় ।
(খ) পাশ্চাত্য শিক্ষাবিস্তারে বেথুনের ভূমিকা কী ?
উত্তর : জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন ছিলেন একাধারে শিক্ষক, গণিতবিদ। মূলত নারী শিক্ষা বিস্তারে তিনি ক্যালকাটা ফিমেল স্কুল যা বর্তমানে বেথুন কলেজ নামে পরিচিত তার প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বাংলার নবজাগরণের পথিক, এছাড়া তার নারী শিক্ষা বিস্তারের কার্যপদ্ধতিকে পরবর্তীকালে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সমর্থন করেন ।
৪. সাত-তিনটি বাক্যে উত্তর দাও : ৪ × ২ = ৮
(ক) ব্রাহ্ম সমাজে কেন বিভাজন দেখা দিয়েছিল ?
উত্তর : 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধণী সভার প্রতিষ্ঠা করেন| পরবর্তী কালে তত্ত্ববোধণী সভার সাথে ব্রাহ্ম সমাজের সাথে সংযুক্তিকরণ ঘটানো হয়| 1866 সালে প্রথমবার ব্রাহ্ম সমাজ ভাগ করা হয়| প্রথম শাখাটি হল আদি ব্রাহ্ম সমাজ ও দ্বিতীয় শাখাটি হল ভারতীয় ব্রাহ্ম সমাজ| 1865 সালে একটি বিভেদ সংগঠনটিকে বিভক্ত করে, যখন কেশব চন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে বিভক্ত হয়ে আদি ব্রাহ্মসমাজ গঠন করেন।
1872 সালে কেশব চন্দ্র সেনের সহায়তায় ব্রাহ্ম বিবাহ আইন পাশ হয়| এই আইন বৈদিক নিয়মের ঊর্ধ্বে একটি অভিনব বিবাহ প্রথার জন্ম দেয় যার নাম ব্রাহ্ম বিবাহ| ব্রাহ্ম বিবাহ আইন দ্বারা পুরুষের বিবাহের বয়স 18 ও নারীর বয়স 14 নির্ধারণ করা হয়|
1878 সালে তিনি তার মেয়ের সাথে কোচবিহারের রাজার ব্রাহ্ম মতে বিয়ে দেন| এর পর কেশব চন্দ্র সেনের অনুসারীরা নব-বিধান গঠন করেন, অন্যদিকে ভিন্নমতাবলম্বীরা সাধারন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে, যা ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠে ।
(খ) "বাংলা নবজাগরণ" এর সীমাবদ্ধতা আলোচনা করো |
উত্তর: বাংলার নবজাগরণ নিয়ে উনিশ শতকের বাংলার বৌদ্ধিক আন্দোলন ও অগ্রগতিকে প্রকৃত অর্থে নবজাগরণ বলে অভিহিত করা যায় কি না তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে | ঐতিহাসিক যদুনাথ সরকার, সুশোভন সরকার প্রমুখ একে "নবজাগরণ" বলে স্বীকার করে নিয়েছেন | স্যার যদুনাথ সরকার তার হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থে উনিশ শতকের বাংলার বৌদ্ধিক অগ্রগতিকে দ্বিধাহীনভাবে "নবজাগরণ" বলে অভিহিত করেছেন | তিনি বলেছেন "কন্সট্যান্টিনোপলের পতনের পর ইউরোপে যে নবজাগরণ দেখা যায়, উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল তার চেয়ে অধিক ব্যাপক ও বৈপ্লবিক"।
অমলেশ ত্রিপাঠী বলেছেন যে, ইতালির এবং বাংলার নবজাগরণ আন্দোলনের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ পৃথক ।ইতালিতে স্বাধীন ও স্বনির্ভর বুর্জোয়া শ্রেণি নবজাগরণে নেতৃত্ব দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ফলে সৃষ্টি হয়েছিল জমিদার শ্রেণি । এই জমিদাররাই পরে ব্রিটিশ সমর্থক হয়ে ওঠে ।
অশোক মিত্র, বিনয় ঘোষ, সুপ্রকাশ রায়, ড. বরুণ দে, ড. সুমিত সরকার প্রমুখ উনিশ শতকের বাংলার বৌদ্ধিক অগ্রগতিকে নবজাগরণ বলে স্বীকার করেন না । 1951 সালে সেন্সাস কমিশনার অশোক মিত্র এটিকে তথাকথিত নবজাগরণ বলেন।বিনয় ঘোষ বলেন উনিশ শতকে বাংলার জাগরণ ছিল এক "ঐতিহাসিক প্রবঞ্চনা" । সুপ্রকাশ রায় লিখেছেন "বাঙলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী" ।
Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন |
CLASS 10 Model Activity Task
February 2022 Part 2 All Links
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 history Model Activity Task February 2022 Solutions Part 2, model activity task class 10 history part 2 2022, Model Activity Task Solutions history 2022, Class 10 History Model Activity Task February 2022 Answers, class 10 model activity task solutions part 2, Model Activity Task Class 10 History February Month 2022, WBBSE Class 10 History Model Activity Task 2022 Answers, Class 10 Model Activity Task History Solutions Part 2 2022 Banglar Shiksha Portal, wbbse class 10 history model activity task 2022 part 2, দশম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 সমাধান পার্ট 2
Post a Comment
Please put your valuable comments.