প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল নিয়ে একটি সংলাপ রচনা |
❑ মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ।
উত্তর :
অভি : রাম, তুমি নাকি মোবাইল কিনেছো ?
রাম : তোমাকে কে বললো ?
অভি : ক্লাসের সবাই জানে। তুমি আমায় বলোনি।
রাম : বন্ধু, মন খারাপ করো না। আসলে এই যুগে মোবাইল না হলে চলা যায় না। প্রয়োজন যে এই যন্ত্রটা পূরণ করে। তাই একটা কিনেই ফেললাম।
অভি : দেখো রাম, মোবাইল কিনেছ খুবই ভালো কথা । কিন্তু একটু সচেতন থেকো; এই যন্ত্রটা তোমার এবং অন্যের ক্ষতি না করে।
রাম : ঠিক বুঝলাম না অভি কি বলতে চাইছো? মোবাইল কি করে কারোর ক্ষতি করে?
অভি : প্রতিটা জিনিসের একটি ভালো এবং একটি খারাপ দিক থাকে । যেমন ধরো, তোমার হাতে যদি একটা ছুরি থাকে; সেই ছুরি দিয়ে তুমি যেমন আপেল খেতে খেতে পারো ঠিক একইভাবে অন্য কাউকে আহত করতে পারো। এমনকি হত্যাও ।
রাম : হেয়ালি না করে একটু খুলে বলো অভি ।
অভি : মোবাইলটি ব্যবহার করে কম সময়ে তুমি যেমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারো, ঠিক একইভাবে অতিরিক্ত ব্যবহারের ফলে তোমার অনেক সময় নষ্ট করতে পারো। আবার অযথা কাউকে অতিরিক্ত ফোন করা, এমনকি হুমকি দেওয়া, অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়া ইত্যাদির মাধ্যমেও ক্ষতি করা যায় ।
রাম : আমিতো কখনো এভাবে ভেবে দেখিনি। অসংখ্য ধন্যবাদ অভি, আমাকে সময় থাকতে সচেতন করে দেওয়ার জন্য । আমি সবসময় খেয়াল রাখব এই মোবাইলের দ্বারা কখনো আমার অপরের যেন ক্ষতি না হয় ।
অন্যান্য প্রবন্ধ রচনার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.