প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022 Physical Science Suggestions) জন্য Physical Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন (Madhyamik 2022 Physical Science Last Minute Suggestions)
মাধ্যমিক ভৌতবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন
Short Questions with Answers
পরিবেশের জন্য ভাবনা
1. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি হয় ?
উত্তর : ট্রপোস্ফিয়ারে
2. মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ : মিথানোকক্কাস, মিথানো ব্যাকটেরিয়াম
3. মিথেন হাইড্রেটের সংকেত হল : $\small 4CH_{4} \cdot 23H_{2}O$ বা $\small CH_{4} \cdot 5.75H_{2}O$
4. মিথেন হাইড্রেট পাওয়া যায় - অতি নিম্ন উষ্ণতাযুক্ত মেরু অঞ্চলগুলিতে হিমায়িত মৃত্তিকাস্তরের নীচে পাললিক শিলাস্তরে ।
5. বায়ো গ্যাসের মূল উপাদান হল মিথেন ।
6. মিথেন হাইড্রেট একপ্রকার কঠিন ক্ল্যাথরেট যৌগ ।
7. কোল-বেড থেকে যে জ্বালানী গ্যাস আহরণ করা হয় তা হল : মিথেন
গ্যাসের আচরণ
1. বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হল : PV = K, যেখানে P = গ্যাসের চাপ, V = গ্যাসের আয়তন ও K = ধ্রুবক ।
2. বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি হল : উষ্ণতা ও গ্যাসের ভর ।
3. বয়েল ও চার্লস উভয় সূত্রতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় সেটি হল গ্যাসের ভর ।
4. চার্লস এর সূত্রে ধ্রুবক রাশিগুলি হল : চাপ ও গ্যাসের ভর ।
5. চার্লসের সূত্রের V বনাম T লেখচিত্রের প্রকৃতি একটি মূলবিন্দুগামী সরলরেখা ।
6. চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হল : $\small V_{t} = V_{0} \left ( 1 + \frac{1}{273} \right )$, যেখানে, $\small V_{t} =$ t℃ উষ্ণতায় গ্যাসের আয়তন এবং $\small V_{0} =$ 0℃ উষ্ণতায় গ্যাসের আয়তন ।
7. একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO₂ ও N₂ গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক । (সত্য/মিথ্যা)
উত্তর : মিথ্যা
8. কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 373 K
9. আদর্শ গ্যাস অনুগুলির মধ্যে আকর্ষণ বলের মান __শূন্য__ । (শূন্যস্থান পূরণ করো)
10. পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ ও আয়তন শূন্য ।
11. প্রমাণ চাপের মান 1.013 × 10⁵ N / m²
12. যে শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সুত্র মেনে চলে তা হল : উচ্চ উষ্ণতায় ও নিম্ন চাপে ।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.