প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা |
❑ "প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাবে ।" প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো ।
প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাবে
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৩ মার্চ, ২০২৩ :
প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা । এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্বেও মানুষ সচেতন হচ্ছে না । সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে । কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলির ড্রেন গুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় । একটু বর্ষা নামলেই জল জমে যায় । মানুষের দুর্ভোগের অন্ত থাকে না । কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে । মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কিভাবে আমাদের সমাজের ক্ষতি করে, তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে । এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও শামিল করছে । তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে "প্লাস্টিক হঠাও পরিবেশ বাঁচাও" ।
অন্যান্য প্রতিবেদন রচনা :
অন্যান্য প্রবন্ধ রচনার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.