প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022 Physical Science Suggestions) জন্য Physical Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik 2022 Physical Science Last Minute Suggestions.
আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2022 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে ।মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : আয়নীয় ও সমযোজী বন্ধন
প্রশ্নমান 2
1. সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক অপেক্ষা অনেক বেশি কেন ব্যাখ্যা করো ।
উত্তর : সোডিয়াম ক্লোরাইডের কেলাসে উপস্থিত Na⁺ ও Cl⁻ আয়নগুলি পরস্পরের সাথে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে শক্তিশালী আয়নীয় বন্ধন গঠন করে যার ফলে এই বন্ধন ভাঙতে বেশি তাপমাত্রার প্রয়োজন হয় । অন্যদিকে, গ্লুকোজের অণুগুলি পরস্পরের সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে । যার ফলে গ্লুকোজের অণুগুলিকে ভাঙতে কম তাপমাত্রার প্রয়োজন হয় ফলস্বরূপ গ্লুকোজের গলনাঙ্ক কম হয় ।
2. কঠিন NaCl এর কেলাসে যথেষ্ট সংখ্যক Na⁺ ও Cl⁻ আয়ন থাকলেও তার তড়িৎ পরিবাহিতা খুব কম কেন ?
উত্তর : কঠিন NaCl এর কেলাসে যথেষ্ট সংখ্যক Na⁺ ও Cl⁻ আয়ন উপস্থিত থাকলেও তাদের মধ্যে কার্যকরী স্থির তড়িৎ আকর্ষণ বলের মান অনেক বেশি । যার ফলে কঠিন NaCl এর কেলাসে উপস্থিত Na⁺ ও Cl⁻ আয়ন অতি সহজে চলাচল করতে পারে না । যার ফলে কঠিন NaCl এর কেলাসের তড়িৎ পরিবাহিতা খুব কম হয়ে থাকে ।
কিন্তু, কঠিন NaCl এর কেলাসকে জলে দ্রবীভূত করা হলে কঠিন NaCl জলে দ্রবীভূত হয়ে বেশি সংখ্যক Na⁺ ও Cl⁻ আয়ন উৎপন্ন করে । যার ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় ।
3. HCl গ্যাস তড়িৎ পরিবহণ করে না, কিন্তু HCl -এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন ?
উত্তর : গ্যাসীয় HCl হল একটি সমযোজী যৌগ । সমযোজী যৌগ তড়িৎ পরিবহণ করতে পারে না, ফলে গ্যাসীয় HCl তড়িৎ পরিবহণ করতে পারে না ।
কিন্তু, HCl গ্যাসকে জলে দ্রবীভূত করলে তা H₃O⁺ ও Cl⁻ আয়ন উৎপন্ন করে । এই আয়নগুলিই তড়িৎ পরিবহণের জন্য দায়ী । এই কারণেই HCl -এর জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী ।
4. বিজ্ঞানী কোসেল আয়নীয় বন্ধনকে কীভাবে ব্যাখ্যা করেন ?
উত্তর :আয়নীয় বন্ধন গঠনে বিজ্ঞানী কোসেলের ধারণাটি হল -
(i) তড়িৎ ধনাত্মক মৌলের বহিঃস্থ কক্ষের ইলেকট্রনের বর্জন ও তড়িৎ ঋণাত্মক মৌলের দ্বারা ওই ইলেকট্রন বহিঃস্থ কক্ষে গ্রহণের মাধ্যমে রাসায়নিক বন্ধন গঠিত হয় ।
(ii) এইরূপ গ্রহণ বর্জনের সময় উভয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 বা 2 হয় ।
5. তড়িৎযোজী বা আয়নীয় যৌগের ক্ষেত্রে 'আণবিক ভর' অপেক্ষা 'সংকেত' ভর কথাটি বেশি যুক্তি যুক্ত কেন ?
উত্তর : আয়নীয় যৌগগুলি বিপরীতধর্মী আয়নের সমন্বয়ে গঠিত । আয়নীয় যৌগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্থ আয়ন দ্বারা ঘেরা থাকে এবং পরস্পরের সঙ্গে ত্রিমাত্রিক জালকের আকারে যুক্ত থাকে । ফলে পৃথক অণুর কোনো অস্তিত্ব থাকে না । তাই সংকেত থেকে পরমাণুগুলির মোট পারমাণবিক ভর নির্ণয় করতে হয় । তাই এক্ষেত্রে আণবিক ভর অপেক্ষা সংকেত ভর কথাটি বেশি যুক্তি যুক্ত ।
6. $\small F_{2}$ অণুর লুইস ডট গঠন দেখাও ।
উত্তর :
7. $\small N_{2}$ অণুর লুইস ডট গঠন দেখাও ।
উত্তর :
8. সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয় কেন ?
উত্তর : সমযোজী যৌগের অণুগুলি পরস্পরের সঙ্গে অতি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ থাকে । তাই সমযোজী যৌগের অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বলের মান খুব কম হয় । ফলে একটি অণুকে ওপর অণু থেকে পৃথক করতে কম শক্তির প্রয়োজন হয় । ফলস্বরূপ সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয় ।
9. একটি পরমাণুর নাম লেখো যা সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকারের যৌগ তৈরি করে । যৌগ দুটির সংকেত লেখো ।
উত্তর : হাইড্রোজেন পরমাণু সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকারের যৌগ তৈরি করে ।
সমযোজী যৌগ : হাইড্রোজেন ক্লোরাইড (HCl)
তড়িৎযোজী যৌগ : লিথিয়াম হাইড্রাইড (LiH)
10. দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করো ।
উত্তর : (i) সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ যার ফলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি । অন্যদিকে, ন্যাপথালিন সমযোজী যৌগ হওয়ায় ন্যাপথালিনের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক ভাবে কম ।
(ii) সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয় কিন্তু ন্যাপথালিন জলে দ্রবীভূত হয় না ।
11. M এবং X মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 20 ও 17 হলে মৌল দুটি দ্বারা গঠিত তড়িৎযোজী যৌগের সংকেত কী হবে ।
উত্তর :
M মৌলের ইলেকট্রন বিন্যাস : K=2, L=8, M=8, N=2
X মৌলের ইলেকট্রন বিন্যাস : K=2, L=8, M=7
M মৌলটি তার বহিঃস্থ কক্ষপথের 2টি ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের (Ar) সুস্থিত ইলেকট্রন-বিন্যাস লাভ করে এবং দুটি X মৌল তাদের সর্ববহিঃস্থ কক্ষে 1টি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস আর্গনের (Ar) সুস্থিত ইলেকট্রন-বিন্যাস লাভ করে ।
∴ M ও X মৌল দুটি দ্বারা গঠিত তড়িৎযোজী যৌগের সংকেত হবে $\small MX_{2}$
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.