প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আমরা "JEXPO 2022 Practice Set" নামক একটি বিশেষ সিরিজ চালু করেছি|
JEXPO 2022
Mathematics (SET -1)
1. $\small b$ হল $\small a$ এর সরল সুদ এবং $\small c$ হল $\small b$ এর সরল সুদ| নীচের কোনটি সঠিক?
(a) $\small b^2=ac$
(b) $\small abc=1$
(c) $\small c^2=ab$
(d) $\small a^2=bc$
Ans: (a)
2. 7+x,11+x,19+x ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত হবে?
(a) 1
(b) -3
(c) -2
(d) 0
Ans: (b)
3. বার্ষিক 5% হার সরল সুদে 500 টাকার $\small 2\frac{1}{2}$ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো|
(a) $\small 2.53$ টাকা
(b) $\small 25.3$ টাকা
(c) $\small 253$ টাকা
(d) $\small .253$ টাকা
Ans: (a)
4. $\small \frac{x+y}{3a-b}=\frac{y+z}{3b-c}=\frac{z+x}{3c-a}$ হলে কোনটি সত্য?
(a) $\small \frac{x+y+z}{a+b+c}=\frac{ax+by+cz}{a^2+b^2+c^2}$
(b) $\small \frac{x-y-z}{a+b+c}=\frac{ax-by-cz}{a^2+b^2+c^2}$
(c) (a) ও (b) উভয়ই সত্য
(d) কোনটি সত্য নয়
Ans: (a)
5. তিনটি পূর্ণ সংখ্যার গুণফল 800| প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:5 , প্রথম ও দ্বিতীয় সংখ্যার সঙ্গে 6 যোগ করলে ও তৃতীয়টি অপরিবর্তিত রাখলে সংখ্যা তিনটির গুণফল 3200 হবে| মূল সংখ্যা তিনটি হবে
(a) 4,5,40
(b) 4,10,20
(c) 5,4,10
(d) 30,10,20
Ans: (b)
6. একটি বৃত্তচাপ দ্বারা গঠিত ___________ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ|
(a) অন্তঃস্থ
(b) পরিধিস্থ
(c) বহিস্থ
(d) (a) ও (c) উভয়ই
Ans: (b)
7. 1 মিটার অন্তর্ব্যাসবিশিষ্ট ও 5 মিটার গভীর কোনো কূপের দেয়ালে 0.5 ডেসিমি পুরু কংক্রিটের আস্তরণ দিতে প্রতি ঘন ডেসিমিটারে 0.75 টাকা খরচ হলে কত খরচ পড়বে?
(a) 618.75 টাকা
(b) 628.75 টাকা
(c) 718.75 টাকা
(d) 728.75 টাকা
Ans: (a)
8. $\small \Delta ABC$ এর $\small \angle A=30^{o}$ হলে BC হল বৃত্তটির ব্যাসার্ধের
(a) সমান
(b) অসমান
(c) বলা সম্ভব নয়
(d) 3 গুণ
Ans: সমান
9. পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের বর্গের সমান| পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের অর্ধেক হবে, তখন পিতার বয়স পিতার বয়সের 11 গুণ| পিতার বর্তমান বয়স কত?
(a) 32 বছর
(b) 64 বছর
(c) 84 বছর
(d) 74 বছর
Ans: (b)
10. $\small x^2-5|x|-6$ সমীকরণের বীজগুলো হবে
(a) x এর মান ধনাত্মক হলে মান হবে 1,-6
(b) x এর মান ঋণাত্মক হলে মান হবে -1,6
(c) (a) ও (b) উভয়ই সঠিক
(d) কোনটি সঠিক নয়
Ans: (c)
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: jexpo 2022, jexpo 2022 math, jexpo 2022 math question, jexpo 2022 math question, jexpo 2022 practice set, jexpo 2022 mcq, jexpo model question paper, math mcq class 10, chemical equation mcq,jexpo, wb jexpo,wb jexpo,wb jexpo 2021,wb jexpo 2022,wb jexpo application form 2021,jexpo 2021,jexpo official website,jexpo 2021 exam date in west bengal,jexpo merit list 2020,jexpo form fill up 2021,jexpo 2022,jexpo full form,jexpo website,jexpo application form 2021,jexpo 2022 exam date,jexpo college,jexpo exam,jexpo syllabus,jexpo merit list 2021,jexpo exam date,jexpo previous year question paper,jexpo result,
Post a Comment
Please put your valuable comments.