JEXPO 2022 | WBSCTE | পরমাণুর নিউক্লিয়াস | Physical Science | Physics and Chemistry | Model Question Paper | MCQ Set and Solutions

jexpo-physical-science-atom-nucleus-mcq

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আমরা "JEXPO 2022 Practice Set" নামক একটি বিশেষ সিরিজ চালু করেছি|  

JEXPO 2022 

WBSCTE

Physical  Science 

(পরমাণুর নিউক্লিয়াস)

Q. নিম্নলিখিতের মধ্যে নিস্তড়িৎ হল 

(a) $\small \alpha$
(b) $\small \beta$
(c) $\small \gamma$ (উত্তর)
(d) কোনটি নয়

Q. তেজস্ক্রিয় পরিবর্তনে নির্গত শক্তির পরিমাণ রাসায়নিক পরিবর্তনে উৎপন্নে শক্তি অপেক্ষা - 

(a) অনেক বেশি (উত্তর)
(b) অনেক কম 
(c) অল্প বেশি
(d) সমান হয়

Q. তেজস্ক্রিয় মৌলের খনিতে পাওয়া যায় 

(a) হাইড্রোজেন
(b) হিলিয়াম
(c) নাইট্রোজেন
(d) আর্গন গ্যাস

Q. তেজস্ক্রিয় নিউকিয়াসে নিউট্রন বা প্রোটন সংখ্যার অনুপাত হয় 


(a) 1.5 এর বেশি
(b) 1.5 এর কম
(c) 1 এর কম
(d) 1

Q. যেসব তেজস্ক্রিয় মৌলের n/p অনুপাত স্বাভাবিকের চেয়ে বেশি হয় সেই সমস্ত মোলগুলি সচারচর নিঃসরণ করে 

(a) $\small \alpha$ কণা
(b) $\small \beta$ কণা (উত্তর)
(c) $\small \gamma$ কণা
(d) $\small \alpha,\beta$ কণা

Q. যেপ্রকার তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন মৌল মূল মৌলের আইসোবার হবে, তা হল 

(a) আলফা কণা
(b) বিটা কণা (উত্তর)
(c) পজিট্রন কণা
(d) কোনটি নয়

Q. নিম্নলিখিত রশ্মির মধ্যে কোন রশ্মির গ্যাসকে আয়নিত কারা ক্ষমতা সর্বোচ্চ -


(a) আলফা রশ্মি (উত্তর)
(b) বিটা রশ্মি
(c) পজিট্রন রশ্মি
(d) কোনটি নয়

Q. নিম্নলিখিত রশ্মিগুলোর মধ্যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বোচ্চ -

(a) আলফা রশ্মি (উত্তর)
(b) বিটা রশ্মি
(c) গামা রশ্মি (উত্তর)
(d) দৃশ্যমান আলো 

Q. গামা রশ্মির ভেদন ক্ষমতা আল্ফ়া রশ্মির তুলনায় 

(a) 10000 গুণ (উত্তর)
(b) 10 গুণ
(c) 100 গুণ
(d) সমান

Q. একটি ইলেকট্রনের ভর m হলে, বিটা কণার ভর 

(a) m (উত্তর)
(b) 2m
(c) 3m
(d) 4m



pothon-pathon-online-telegram-channel

তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: jexpo 2022, jexpo 2022 physical science, jexpo 2022 physics question, jexpo 2022 chemistry question, jexpo 2022 practice set, jexpo 2022 mcq, jexpo model question paper, behaviour of gases mcq class 10, behaviour of gases mcq, wb jexpo,wb jexpo,wb jexpo 2021,wb jexpo 2022,wb jexpo application form 2021,jexpo 2021,jexpo official website,jexpo 2021 exam date in west bengal,jexpo merit list 2020,jexpo form fill up 2021,jexpo 2022,jexpo full form,jexpo website,jexpo application form 2021,jexpo 2022 exam date,jexpo college,jexpo exam,jexpo syllabus,jexpo merit list 2021,jexpo exam date,jexpo previous year question paper,jexpo result, jexpo radioactivity, jexpo atom, jexpo atom and nucleus, jexpo পরমাণুর নিউক্লিয়াস, 


 © Pothon Pathon Online 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post