প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় : উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর
দ্বিতীয় অধ্যায় : উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন
⬕ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: (প্রতিটি প্রশ্নের মান 2)
1. হরমোন কাকে বলে?
উত্তরঃ হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে বিশেষ উপায়ে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের মধ্যে রাসায়নিক সমন্বয়য় সাধনে সহায়তা করে এবং ক্রিয়ার শেষে বিনষ্ট হয়ে যায়, এই পদার্থকে বলা হয় হরমোন| উদাহরণ : অক্সিন একটি উদ্ভিদ হরমোন
2. হরমোনকে রাসায়নিক দূত বলে কেন?
উত্তরঃ হরমোন এমন একটি পদার্থ যা একটি নির্দিষ্ট গ্রম্থি থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী কোনো কোশের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে | এই কারণে হরমোনকে রাসায়নিক দূত বলে| তবে কিছু হরমোন তার ক্ষরণের নিকটবর্তী স্থানেও কাজ করে|
3. হরমোনকে উদ্ভদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কী?
উত্তরঃ উদ্ভিদের বিভিন্ন বৃদ্ধি যেমন অগ্র ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি , ট্রপিক চলন ইত্যাদি হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হয়, তাই হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হয়|
4. অক্সিনের রাসায়নিক নাম কী?
উত্তরঃ অক্সিনের রাসায়নিক নাম হল : IAA
অক্সিনের রাসায়নিক প্রকৃতি : অক্সিন হল কার্বন, হাইড্রোজেন, অক্সিনে, নাইট্রোজেন জৈব অ্যাসিড|
5. অক্সিনের ক্ষরণ স্থল ও ক্রিয়াস্থল উল্লেখ করো|
উত্তরঃ অক্সিনের ক্ষরণস্থলগুলো হল অগ্রস্থ ভাজক কলা, উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুলাবরণী, কচি পাতা, বর্ধনশীল পাতার কোশ |
6. অক্সিন ও কাইনিনের একটি বিপরীত ক্রিয়া লেখো|
উত্তরঃ অক্সিন অগ্রস্থ প্রকটতা বৃদ্ধি ঘটায় কিন্তু কাইনিন তা রোধ করে| অপর দিকে কাইনিন কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় কিন্তু অক্সিন তা প্রতিরোধ করে|
- Part- 1 | জীবন বিজ্ঞান | দ্বিতীয় অধ্যায় | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন | WBBSE Class 10 Life Science Chapter 2 Notes in Bengali PDF
- Part- 2 | জীবন বিজ্ঞান | দ্বিতীয় অধ্যায় | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন | WBBSE Class 10 Life Science Chapter 2 Notes in Bengali PDF
- Part- 3 | জীবন বিজ্ঞান | দ্বিতীয় অধ্যায় | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন | WBBSE Class 10 Life Science Chapter 2 Notes in Bengali PDF
7. উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন?
উত্তরঃ উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে অক্সিন হ্রাস পায় কিন্তু সাইটোকাইনিনের মাত্রা বৃদ্ধি পায় | এই হরমোন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় ও ঝোপ সৃষ্টি হয়|
8. একজন আপেল বাগানের মালিক তার বাগানের ফলকে বড় ও ভালো করতে চাইলে এবং দাম বাড়ার জন্য অপেক্ষা করে আপেল বিক্রি করেত চাইলে তিনি কোন PGR ব্যবহার করবেন?
উত্তরঃ জিব্বেরেলিনের কাজ হল ফলের আকার বৃদ্ধি করা ও সাইটোকাইনিনের কাজ হল ফলের বার্ধক্য রোধ করা| তাই আপেল বাগানের মালিক তার বাগানের ফলকে বড় ও ভালো করতে হাইলে এবং দাম বাড়ার জন্য এই দুটো হরমোন ব্যবহার করবে|
9. জিব্বেরেলিনের দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ করো|
উত্তরঃ জিব্বেরেলিনের দুটি উৎস হলঃ ভুট্টার শস্য ও ডাবের জল
কাজ : (ক) এটি কোশ বিভাজনে সহায়তা করে (খ) উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে
10. সাইটোকাইনিনের রাসায়নিক নাম ও রাস্যনিক প্রকৃতি উল্লেখ করো|
উত্তরঃ সাইটোকাইনিনের রাসায়নিক নাম হল 6 ফুরফুরাইল অ্যামিনোপিউরিন
এটির রাসায়নিক প্রকৃতি হল : এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় জৈব যৌগ
11. উদ্ভিদ দেহে হরমোনের প্রয়োজনীয়তা লেখো।
12. হরমোনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।
13. উদ্ভিদের তিনটি বৃদ্ধি সহায়ক হরমোনের নাম লেখো।
14. অক্সিনের দুটি প্রধান কাজ লেখো।
15. মূল আলোর উৎসের বিপরীতে বেঁকে যায় কেন?
16. পার্থেনোকার্পি সম্বন্ধে যা জানো লেখো।
18. প্রকল্পিত হরমোন কী?
19. সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো।
20. তুমি যদি কোনো অনুশীলন মাধ্যমে সাইটোকাইনিন প্রয়োগ করতে ভুলে যাও , তাহলে কী ঘটবে?
More Questions Coming Soon .........
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.