প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় : প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর
তৃতীয় অধ্যায় : প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন
⬕ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (প্রতিটি প্রশ্নের মান 1)
1. GH এর সম্পূর্ণ নাম কী?
2. গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
3. GTH এর সম্পূর্ণ নাম কী?
4. FSH এর সম্পূর্ণ নাম কী?
5. ICSH এর সম্পূর্ণ নাম কী?
6. GTH এর অন্তর্গত দুটি হরমোনের নাম লেখো|
7. FSH এর কাজ কী?
8. LTH এর কাজ কী?
9. LH এর সম্পূর্ণ নাম কী?
10. ICSH এর কাজ কী?
11. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী?
12. ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের কম ক্ষরণে ঘটে?
13. কোন হরমোন রক্তবাহে চাপ বৃদ্ধি করে?
14. হাইপথ্যালামাসের দুটি হরমোনের নাম বলো যারা পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত হয়?
15. TRH এর সম্পূর্ণ নাম কী?
16.মানবদেহে সর্বাপেক্ষা বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি?
17. শরীরে আয়োডিনের অভাবে যে গ্রন্থিটির স্বাভাবিক কাজ ব্যাহত হয় তার নাম উল্লেখ করো|
18. থাইরক্সিনের অপর নাম লেখো|
19. BMR নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে?
20. পিটুইটারির অগ্র খণ্ডকে কী বলে?
21. পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়?
22. এমন একটি গ্রন্থির নাম লেখো যা মানুষের মাথার খুলির মধ্যে অবস্থান করে?
23. মানবদেহে ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটির নাম কী?
24. একটি হরমোনের নাম লেখো যা অ্যাড্রেনাল গ্রন্থিকে উদ্দীপিত করে?
25. ACTH এর পুরো নাম কী?
26. STH এর পুরো নাম কী?
27. পরিণত স্ত্রী দেহে ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম কী?
28. প্রস্টেট গ্রন্থির বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে?
29. কোন কোশ থেকে টেস্টোস্টেরোন হরমোন নিঃসৃত হয়?
30. শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখো।
31. অগ্ন্যাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।
32. শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়।
33. কোন হরমোনের অপর নাম অ্যান্ড্রোজেন ?
34. স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী?
35. ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়?
36. ভয় পেলে বুক ধড়ফড় করে ও হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার সঙ্গে কোন হরমোনের সম্বন্ধ আছে?
37. এমন একটি হরমোনের নাম লেখো যা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে।
38. কোন হরমোনকে আপৎকালীন বা জরুরীকালীন হরমোন কাকে বলে?
39. অ্যাড্রেনাল গ্রন্থির কতগুলি অংশ?
40. অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে কেন?
41. কোন রোগে পলিডিপসিয়া দেখা যায়?
42. মানবদেহে কোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
43. কোন হরমোনকে ক্যালারিজেনিক হরমোন বলে?
44. লোহিত রক্তকণিকা ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন?
45. কোন হরমোনের প্রভাবে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়?
46. ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
47. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত?
48. ইনসুলিনের অভাবে মানবদেহে কী রোগ হয়?
49. রক্তে গ্লুকোজের পরিমান কমে যাওয়াকে কী বলে?
50. মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হলে তাকে কী বলা হয়?
51. গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হওয়ার হওয়ার পদ্ধতিকে কী বলে?
52. কোন হরমোন গ্লাইকজেনোলাইসিসে সাহায্য করে?
53. গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়?
54. ইনসুলিনের বিপরীত হরমোনের নাম কী?
55. গ্লাইকজেনোলাইসিসে সাহায্য করে কোন হরমোন?
- Part- 1 | জীবন বিজ্ঞান | তৃতীয় অধ্যায় | প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন | WBBSE Class 10 Life Science Chapter 3 Notes in Bengali PDF
- Part- 2 | জীবন বিজ্ঞান | তৃতীয় অধ্যায় | প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন | WBBSE Class 10 Life Science Chapter 3 Notes in Bengali PDF
- Part- 3 | জীবন বিজ্ঞান | তৃতীয় অধ্যায় | প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন | WBBSE Class 10 Life Science Chapter 3 Notes in Bengali PDF
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.