প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় : গ্যাসের আচরণএর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর
দ্বিতীয় অধ্যায় : গ্যাসের আচরণ
⬕ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: (প্রতিটি প্রশ্নের মান 2)
1. গ্যাসের আয়তন বলতে কী বোঝো? আয়তনের CGS এবং SI এককগুলি উল্লেখ করো|
2. গ্যাসের উষ্ণতা বলতে কী বোঝো?
3. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরেরে গ্যাসের P বনাম V এর লেখচিত্র অঙ্কন করো ও ব্যাখ্যা করো|
4. গভীর জলাশয়ে তলদেশ থেকে বুদবুদ যত উপরে ওঠে, ততই তার আয়তন বাড়ে?
5. চার্লসের সূত্রের পরিবর্তনশীল ও স্থির রাশিগুলির নাম লেখো|
6. ফারেনহাইট স্কেলে পরম শূন্যের নাম লেখো|
7. পরম শূন্য উষ্ণতায় কোন গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? বুঝিয়ে বলো|
8. চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও|
9. লিটার অ্যাটমস্ফিয়ার $\small mol^{-1}K^{-1}$ এককে R এর মান নির্ণয় করো|
10. বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কী হবে?
11. একটি আবদ্ধ পাত্রের মধ্যে কিছু গ্যাস রাখা আছে | পাম্পের সাহায্যে কিছু গ্যাস বার করে নিয়ে গ্যাসের চাপ কমলে গ্যাসের তাপমাত্রা কি চার্লসের সূত্র অনুযায়ী কমে যাবে?
12. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য কী?
13. A ও B দুটি গ্যাসের স্ফুটনাঙ্ক $\small -150^{o}C$ এবং $\small -18^{o}C$ | সাধারণ চাপ ও উষ্ণতায় কোনটির আচরণ আদর্শ গ্যাসের মতো হবে?
14. বয়েল ও চার্লসের সূত্র বিবৃতি করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয় কেন?
15. অ্যাভোগাড্রোর অনুবাদ অনুসারে অনুর প্রকারভেদ লেখো।
16. অ্যাভোগাড্রোর প্রকল্পের অবদান লেখো।
17. অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো।
18. অ্যাভোগাড্রোর সূত্রটির তিনটি অনুসিদ্ধান্ত বিবৃত করো।
19. উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটি বেশি মৌলিক ও কেন?
20. কঠিন ও তরলের থেকে গ্যাসীয় পদার্থের ধর্মের দুটি পার্থক্য উল্লেখ করো।
21. প্রমান চাপ ও উষ্ণতা বলতে কী বোঝায়? CGS ও SI পদ্ধতিতে প্রমান চাপের মান কত?
22. বয়েলের সূত্র অনুসারে , স্থির উষ্ণতায় কোনো গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন কমে এবং চাপ হ্রাস করলে আয়তন বাড়ে। কিন্তু যখন বেলুনে বাতাস ভর্তি করা হয় , তখন আয়তন ও চাপ উভয়ই বাড়ে। কেন?
23. কেলভিন স্কেল ও কেলভিন উষ্ণতা কাকে বলে?
24. চার্লসের সূত্র অনুযায়ী পরম শূন্যের শূন্যের মান নির্ণয় করো।
25.উষ্ণতার সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
26. সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে? এই ধ্রুবককে সর্বজনীন বলে কেন?
27. অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় যে কোনো বাস্তব গ্যাসের মতো আচরণ করে - ব্যাখ্যা করো।
28. মোল কাকে বলে?
29. একটি গ্যাসের চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে?
30. প্রমাণ উষ্ণতা ও চাপ (STP) 22.4 লিটার $\small NH_{3}$ ও 22.4 লিটার $\small CO_{2}$ এর মধ্যে অণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে? পরমাণুর সংখ্যা সমান হবে কি?
⬕ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর: (প্রতিটি প্রশ্নের মান 2)
1. গ্যাসের সংকোচনশীলতা ও প্রসারণশীলতা বলতে কী বোঝায়?
2. গ্যাসের চাপ পরিমাপের পদ্ধতি লেখো|
3. বয়েলের এয়ার পাম্প কী?
4. কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র বিবৃতি করো|
5.আদর্শ গ্যাসের সমীকরণ কাকে বলে? PV=nRT সূত্রটি প্রতিষ্ঠা করো|
6. বয়েল ও চার্লসের সূত্রটি নির্ণয় করো|
7. PV=nRT সমীকরণে R এর মাত্রা নির্ণয় করো, R এর প্রকৃতি নির্ধারণ করো|
8. আর্দ্র ও শুষ্ক বায়ুর মধ্যে কোনটি হালকা তা সহজ গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও|
9. SI এককে R এর মান নির্ণয় করো|
10. অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গে লুকাসের সূত্রটি ব্যাখ্যা করো|
More Questions Coming Soon .........
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.