Part -2 | জীবন বিজ্ঞান | প্রথম অধ্যায় | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | WBBSE Class 10 Life Scince Chapter 1 Notes in Bengali PDF

part-2-class-10-life-science-chapter-1-notes-in-bengali-pdf-download


প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়য়  এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । 


মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর 

প্রথম অধ্যায়  : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়য়  

⬕ সংক্ষিপ্ত  প্রশ্নোত্তর : (প্রতিটি প্রশ্নের মান 2)

More Questions Coming Soon .........

1. সংবেদনশীলতা কাকে বলে উদাহরণ সহযোগে বোঝাও? (Madhyamik Mock Test)

উত্তর: পরিবেশের ভিন্ন ভিন্ন পরিবর্তনগুলির সাথে উদ্ভিদের সাড়া প্রদানের ধর্মকে বলে সংবেদনশীলতা| উদাহরণ : লজ্জাবতী লতার পাতাকে স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে পড়ে, এটি উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ|

2. উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করে? (Madhyamik Mock Test)

উত্তর: উদ্ভিদ দুটি কারণে সাড়া প্রদান করতে পারে| কারণ দুটি হল আভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপকের প্রভাব| এটি অতীব মন্থর প্রক্রিয়া | উদ্ভিদের দ্রুত সাড়া প্রদানের ঘটনা বিরল (ব্যাতিক্রম: লজ্জাবতী)| অধিকাংশ উদ্ভিদ একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা চলনের মাধ্যমে সাড়া প্রদান করে| 

3.  চলনের উদ্দেশ্য কী কী? (Madhyamik Mock Test)

উত্তর: চলনের উদ্দেশ্যগুলো হল (ক) উদ্ভিদের মূলের অগ্রভাগে জলের অন্বেষণে জন্য চলন দেখা যায় (খ) সূর্যালোক, বাতাস ইত্যাদির সন্ধানে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার চলন ঘটে (গ) মাটি থেকে জল ছাড়াও খনিজ লবণের সন্ধানে মূলের বিভিন্ন দিকে চলন দেখা যায়| 

4. সাইক্লোসিস কী? এটি কত প্রকার ও কী কী ? (Madhyamik Mock Test)

উত্তর: সাইক্লোসিস হল উদ্ভিদ কোশের অঙ্গানুসহ সাইটোপ্লাজমের চক্রাকার চলন। 

প্রকারভেদ : এটি দুই প্রকার 

  • রোটেনশন : একটি বৃহৎ কোশীয় ভ্যাকুওলকে কেন্দ্র করে সমস্ত সাইটোপ্লাজম চক্রকার চলনকে বলে রোটেশন।
  • সার্কুলেশন : ছোট ছোট ভ্যাকুওলকে ঘিরে সাইটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণনকে বলে সার্কুলেশন । যেমন : ট্রাডেসক্যানশিয়া উদ্ভিদ  

5.  বক্রচলন কাকে বলে ? (Madhyamik Mock Test)

উত্তর: মাটিতে আবদ্ধ অবস্থায় একস্থানে স্থির থেকে স্বতঃস্ফূর্ত বা বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গের সঞ্চালনকে বলে বক্র  চলন । উদাহরণ : ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, প্রকরণ চলন ইত্যাদি। 

6. প্রকরণ চলন বলতে কী বোঝায়?

উত্তর: কোশের  রসস্ফীতি তারতম্যের মধ্যে উদ্ভিদের যেসমস্ত অঙ্গের স্বত্বস্ফূর্ত চলন ঘটে তাদের বলে প্রকরণ চলন।

উদাহরণ : বনচাঁড়ালের যৌগপত্রের পার্শ্বীয় পত্রকে দুটি স্বতঃস্ফূর্ত পর্যায়ক্রমে ওপরে ও নিচে ওঠানামা করে। এটি এক প্রকার রসস্ফীতিজনিত প্রকরণ বলে।  

7. বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপক কাকে বলে?

উত্তর: যে উদ্দীপক জীবদেহের বাইরে উৎপন্ন হয়ে জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাকে বাহ্যিক উদ্দীপক বলে । উদাহরণ : রোহানিজাতীয় উদ্ভিদ কোনো শক্ত অবলম্বনে সংস্পর্শে  এলে এটি জড়িয়ে ধরে বৃদ্ধি পায়।

অভ্যন্তরীণ উদ্দীপক : জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্ট উদ্দীপককে যা জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাকে বলে অভ্যন্তরীণ উদ্দীপক।উদাহরণ : উদ্ভিদ দেহে উৎপন্ন অক্সিন হরমোন । 

8. চলন বলতে কী বোঝায়?

উত্তর: যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোন অংশ সঞ্চালন করে, তাকে চলন বলে। 

9. ক্রেসকোগ্রাফ কী?

উত্তর: বিজ্ঞানী জগদীশ চন্দ্রবসু আবিষ্কৃত এক প্রকার অত্যন্ত সুবেদী  যন্ত্র,এর সাহায্যে উদ্ভিদের সামান্য সাড়া প্রদানের ঘটনাও পরিমাপ করা যায়। এই যন্ত্র দ্বারা বিজ্ঞানী বসু  লজ্জাবতীর লতা ও বনচাঁড়ালের সারা প্রদানের ঘটনা চাক্ষুস করেন। 

10. উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কী ? উদ্দীপক কত প্রকার ও কত প্রকার?

উত্তর: উদ্দীপকের উপস্থিতিতে জীবদেহে উদ্দীপনা সৃষ্টি হয় । পরিবেশের সমস্ত জীবই কম বেশি উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেয়। উৎস অনুযায়ী দুই প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপক। 

11. ন্যাস্টিক ও ট্যাক্টিক চলনের পার্থক্য লেখো।

উত্তর:

12.  ফটোট্রপিক চলন ও ফটোট্যাক্টিক চলনের পার্থক্য লেখো।

উত্তর:

13. চলন ও গমনের পার্থক্য লেখো।

উত্তর:

14.  ট্রপিক চলন ও ট্যাক্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:

15. ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:

16. থার্মোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরন দাও।

উত্তর:

17. হাইড্রোট্রপিক চলন কাকে বলে?

উত্তর:

18. ট্যাক্টিক চলন বলতে কী বোঝায় উদাহরণসহ বোঝাও।

উত্তর:

19.  পজিটিভ ও নেগেটিভ ট্যাক্টিক চলন কাকে বলে?

উত্তর:

20. দিকনির্ণীত চলন কী?

উত্তর:

 

More Questions Coming Soon .........


Coming Soon

Join Our Telegram Channel for Notifications 

pothon-pathon-online-telegram-channel



তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: 

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: WBBSE Class 10 Life Science Chapter 1 Notes in Bengali PDF, WBBSE Madhyamik Exam 2023 Suggestions, Madhyamik Life Science Suggestions, Madhyamik Life Science Suggestions 2023 with PDF Download, Madhyamik Life Science Suggestion, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশনস 2023 প্রথম অধ্যায় :জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়য় class 10 history chapter 1 notes in bengali, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়য় বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণির জীবন বিজ্ঞান বড় প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 5নম্বরের প্রশ্ন , জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 5নম্বরের প্রশ্ন, ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অধ্যায় mcq, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অধ্যায় বড় প্রশ্ন উত্তর, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 1নম্বরের প্রশ্ন, 
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post