প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়য় এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর
প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়য়
⬕ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (প্রতিটি প্রশ্নের মান 2)
More Questions Coming Soon .........
1. সংবেদনশীলতা কাকে বলে উদাহরণ সহযোগে বোঝাও? (Madhyamik Mock Test)
উত্তর: পরিবেশের ভিন্ন ভিন্ন পরিবর্তনগুলির সাথে উদ্ভিদের সাড়া প্রদানের ধর্মকে বলে সংবেদনশীলতা| উদাহরণ : লজ্জাবতী লতার পাতাকে স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে পড়ে, এটি উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ|
2. উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করে? (Madhyamik Mock Test)
উত্তর: উদ্ভিদ দুটি কারণে সাড়া প্রদান করতে পারে| কারণ দুটি হল আভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপকের প্রভাব| এটি অতীব মন্থর প্রক্রিয়া | উদ্ভিদের দ্রুত সাড়া প্রদানের ঘটনা বিরল (ব্যাতিক্রম: লজ্জাবতী)| অধিকাংশ উদ্ভিদ একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা চলনের মাধ্যমে সাড়া প্রদান করে|
3. চলনের উদ্দেশ্য কী কী? (Madhyamik Mock Test)
উত্তর: চলনের উদ্দেশ্যগুলো হল (ক) উদ্ভিদের মূলের অগ্রভাগে জলের অন্বেষণে জন্য চলন দেখা যায় (খ) সূর্যালোক, বাতাস ইত্যাদির সন্ধানে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার চলন ঘটে (গ) মাটি থেকে জল ছাড়াও খনিজ লবণের সন্ধানে মূলের বিভিন্ন দিকে চলন দেখা যায়|
4. সাইক্লোসিস কী? এটি কত প্রকার ও কী কী ? (Madhyamik Mock Test)
উত্তর: সাইক্লোসিস হল উদ্ভিদ কোশের অঙ্গানুসহ সাইটোপ্লাজমের চক্রাকার চলন।
প্রকারভেদ : এটি দুই প্রকার
- রোটেনশন : একটি বৃহৎ কোশীয় ভ্যাকুওলকে কেন্দ্র করে সমস্ত সাইটোপ্লাজম চক্রকার চলনকে বলে রোটেশন।
- সার্কুলেশন : ছোট ছোট ভ্যাকুওলকে ঘিরে সাইটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণনকে বলে সার্কুলেশন । যেমন : ট্রাডেসক্যানশিয়া উদ্ভিদ
5. বক্রচলন কাকে বলে ? (Madhyamik Mock Test)
উত্তর: মাটিতে আবদ্ধ অবস্থায় একস্থানে স্থির থেকে স্বতঃস্ফূর্ত বা বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গের সঞ্চালনকে বলে বক্র চলন । উদাহরণ : ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, প্রকরণ চলন ইত্যাদি।
6. প্রকরণ চলন বলতে কী বোঝায়?
উত্তর: কোশের রসস্ফীতি তারতম্যের মধ্যে উদ্ভিদের যেসমস্ত অঙ্গের স্বত্বস্ফূর্ত চলন ঘটে তাদের বলে প্রকরণ চলন।
উদাহরণ : বনচাঁড়ালের যৌগপত্রের পার্শ্বীয় পত্রকে দুটি স্বতঃস্ফূর্ত পর্যায়ক্রমে ওপরে ও নিচে ওঠানামা করে। এটি এক প্রকার রসস্ফীতিজনিত প্রকরণ বলে।
7. বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপক কাকে বলে?
উত্তর: যে উদ্দীপক জীবদেহের বাইরে উৎপন্ন হয়ে জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাকে বাহ্যিক উদ্দীপক বলে । উদাহরণ : রোহানিজাতীয় উদ্ভিদ কোনো শক্ত অবলম্বনে সংস্পর্শে এলে এটি জড়িয়ে ধরে বৃদ্ধি পায়।
অভ্যন্তরীণ উদ্দীপক : জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্ট উদ্দীপককে যা জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাকে বলে অভ্যন্তরীণ উদ্দীপক।উদাহরণ : উদ্ভিদ দেহে উৎপন্ন অক্সিন হরমোন ।
8. চলন বলতে কী বোঝায়?
উত্তর: যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোন অংশ সঞ্চালন করে, তাকে চলন বলে।
9. ক্রেসকোগ্রাফ কী?
উত্তর: বিজ্ঞানী জগদীশ চন্দ্রবসু আবিষ্কৃত এক প্রকার অত্যন্ত সুবেদী যন্ত্র,এর সাহায্যে উদ্ভিদের সামান্য সাড়া প্রদানের ঘটনাও পরিমাপ করা যায়। এই যন্ত্র দ্বারা বিজ্ঞানী বসু লজ্জাবতীর লতা ও বনচাঁড়ালের সারা প্রদানের ঘটনা চাক্ষুস করেন।
10. উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কী ? উদ্দীপক কত প্রকার ও কত প্রকার?
উত্তর: উদ্দীপকের উপস্থিতিতে জীবদেহে উদ্দীপনা সৃষ্টি হয় । পরিবেশের সমস্ত জীবই কম বেশি উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেয়। উৎস অনুযায়ী দুই প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপক।
11. ন্যাস্টিক ও ট্যাক্টিক চলনের পার্থক্য লেখো।
উত্তর:
12. ফটোট্রপিক চলন ও ফটোট্যাক্টিক চলনের পার্থক্য লেখো।
উত্তর:
13. চলন ও গমনের পার্থক্য লেখো।
উত্তর:
14. ট্রপিক চলন ও ট্যাক্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:
15. ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:
16. থার্মোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরন দাও।
উত্তর:
17. হাইড্রোট্রপিক চলন কাকে বলে?
উত্তর:
18. ট্যাক্টিক চলন বলতে কী বোঝায় উদাহরণসহ বোঝাও।
উত্তর:
19. পজিটিভ ও নেগেটিভ ট্যাক্টিক চলন কাকে বলে?
উত্তর:
20. দিকনির্ণীত চলন কী?
উত্তর:
More Questions Coming Soon .........
- Part -1 | জীবন বিজ্ঞান | প্রথম অধ্যায় | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | WBBSE Class 10 Life Scince Chapter 1 Notes in Bengali PDF
- Part -2 | জীবন বিজ্ঞান | প্রথম অধ্যায় | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | WBBSE Class 10 Life Scince Chapter 1 Notes in Bengali PDF
- Part -3 | জীবন বিজ্ঞান | প্রথম অধ্যায় | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | WBBSE Class 10 Life Scince Chapter 1 Notes in Bengali PDF
Coming Soon
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর:
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.