
প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন-পাঠন অনলাইন ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক গণিত পাঠ্য বইয়ের (গণিত প্রকাশ) "একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ" অধ্যায়ের সমাধানগুলি আলোচনা করব | এই পোস্টে আমরা দশম শ্রেনীর গণিত প্রকাশ বইয়ের কষে দেখি 1.1 এর সমাধানগুলি আলোচনা করব | (WBBSE Class 10 Koshe Dekhi 1.1 Solutions)
মাধ্যমিক গণিতপ্রকাশ সমাধান
অধ্যায় : একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
কষে দেখি - 1.1
1. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি / কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি|
(i) x2−7x+2, একটি দ্বিঘাত সমীকরণ কারণ এই সংখ্যামালায় x এর ঘাত 2
(ii) 7x5−x(x+2) একটি দ্বিঘাত সমীকরণ নয় কারণ এই সংখ্যামালায় x এর ঘাত 2 নয়
(iii) 2x(x+5)+1=2x2+10x+1, একটি দ্বিঘাত সমীকরণ কারণ এই সংখ্যামালায় x এর ঘাত 2
(iv) 2x−1, একটি দ্বিঘাত সমীকরণ নয় কারণ এই সংখ্যামালায় x এর ঘাত 2 নয়
2. নীচের সমীকরণগুলির কোনটি ax2+bx+c=0 যেখানে a,b,c বাস্তব সংখ্যা এবং a≠0 আকারে লেখা যায় তা লিখি|
(i) x−11x=6,(x≠0)
উত্তরঃ x−11x=6orx2−x+1=6x
or, x2−x−6x+1=0
or, x2−7x+1=0
ax2+bx+c=0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই
a=1,b=−7,c=1
(ii) x+3x=x2,(x≠0)
উত্তরঃ x+3x=x2or,x3−x2−3=0
ax2+bx+c=0 এই সমীকরণ হিসেবে লেখা যায় না
(iii) x2−6√x+2=0
উত্তরঃ ax2+bx+c=0 এই সমীকরণ হিসেবে লেখা যায় না
(iv) (x−2)2=x2−4x+4
উত্তরঃ (x−2)2=x2−4x+4or,x2−4x+4=0 একটি অভেদ সমীকরণ নয়| তাই একে ax2+bx+c=0 আকারে লেখা যায়|
3. x6−x3−2=0 সমীকরণটি চলের কোন ঘাটের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো|
উত্তরঃ x6−x3−2=0
or, (x3)2−x3−2=0
ধরি, x3=P
(P)2−P−2=0
এটি P এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ| প্রদত্ত সমীকরণটি x3 এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ|
4. (i) (a−2)x2+3x+5=0 সমীকরণটি চলের a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি|
উত্তরঃ (a−2)x2+3x+5=0 সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন x2 এর সহগ
(a-2)=0 হবে, অর্থাৎ a=2 হবে| প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a=2 হবে |
(ii) x4−x=13x,(x≠0;x≠4)কে ax2+bx+c=0,(a≠0) দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি|
উত্তরঃ x4−x=13xor,3x2=4−xor,3x2+x−4=0
প্রদত্ত সমীকরণকে ax2+bx+c=0,(a≠0) প্রকাশ করলে x এর সহগ হবে 1
(iii) 3x2+7x+23=(x+4)(x+3)+2 কে ax2+bx+c=0,(a≠0) দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি|
উত্তরঃ 3x2+7x+23=(x+4)(x+3)+2
or, 3x2+7x+23=x2+7x+12+2
or, 2x2+7x−7x+9=0
or, 2x2+9=0
or, 2x2+0.x+9=0
এটিই ax2+bx+c=0,(a≠0) সমীকরণের আকার
(iv) (x+2)3=x(x2−1) সমীকরণটিকে ax2+bx+c=0,(a≠0) দ্বিঘাত সমীকরণের আকার প্রকাশ করি এবং x2,x ও xo এর সহগ লিখি|
উত্তরঃ x3+6x2+12x+8−x3+x=0
∴ 6x2+13x+8=0 এটি নির্ণেয় ax2+bx+c=0,(a≠0) দ্বিঘাত সমীকরণের আকার |
6x2+13x+8=0 সমীকরণে x2 এর সহগ 6, x এর সহগ 13 এবং xo এর সহগ 8|
5. নীচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি|
(i) 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়|
উত্তরঃ মনে করি একটি অংশ x
অপর অংশ = 42-x
প্রশ্নানুসারে, x2=42−x
∴ x2+x−42=0
এটিই দ্বিঘাত সমীকরণ
(ii) দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143
উত্তরঃ ধরি, একটি অযুগ্ম সংখ্যা x
ঠিক তার পরের অযুগ্ম সংখ্যাটি হবে x+2
ATQ
x(x+2)=143
or, x2+2x−143=0 এটিই দ্বিঘাত সমীকরণ
(iii) দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313
উত্তরঃ মনে করি , দুটি ক্রমিক সংখ্যা হল x এবং x+1
ATQ
x2+(x+1)2=313
or, x2+x2+2x+1−313=0
or, 2x2+2x+312=0
or, x2+x−156=0, এটিই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ
6. নীচের বিবৃতিগুলি থেকে একছল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি|
(i) একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি|
উত্তরঃ মনে করি আয়তকার ক্ষেত্রের প্রস্থ x মিটার
দৈর্ঘ্য (x+3) মিটার
কর্ণের দৈর্ঘ্য 15 মিটার
ATQ
(x+3)2+x2=152
or, x2+6x+9+x2−225=0
or, 2x2+6x−216=0
or, x2+3x−108=0, এটিই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ |
(ii) একটি ব্যাক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন| যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে টার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো|
উত্তরঃ মনে করি, ওই ব্যাক্তি x কিগ্রা চিনি ক্রয় করলেন
x কিগ্রা চিনির ক্রয়মূল্য 80 টাকা
1 কিগ্রা চিনির মূল্য 80x টাকা
আবার (x+4) কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা
1 কিগ্রা চিনির ক্রয়মূল্য 80 টাকা
1 কিগ্রা চিনির ক্রয়মূল্য 80x+4 টাকা
প্রশ্নানুসারে 80x−80x+4=1
or, 80x+320−80xx(x+4)=1
or, x2+4x=320
x2+4x−320=0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ|
(iii) দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি | একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘণ্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘণ্টা কম সময় লাগত|
উত্তরঃ মনে করি, ট্রেনের গতিবেগ ঘণ্টায় x কিমি
x কিমি/ঘণ্টা বেগে 300 কিমি পথ যেতে সময় লাগে 300x ঘণ্টা
x+5 কিমি/ঘণ্টা বেগে 300 কিমি পথ যেতে সময় লাগে 300x+5 ঘণ্টা
ATQ
300x−300x+5=2
or, 2(x2+5x)=1500
এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ |
(iv) একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন| তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হল|
উত্তরঃ মনে করি, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা
ঘড়িটির বিক্রয়মূল্য 336 টাকা
লাভ (336-x) টাকা
প্রশ্ননুসারে 336−x=xএরx
or, 336−x=xএরx336
or, x2+100x−33600=0
এটি দ্বিঘাত সমীকরণ|
(v) স্রোতের বেগ ঘণ্টায় 2 কিমি হলেম রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘণ্টা সময় লাগে|
উত্তরঃ মনে করি, স্থির জলে নৌকার বেগ x কিমি / ঘণ্টা
স্রোতের বেগে 2 কিমি/ঘণ্টা
স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ (x+2) কিমি/ঘণ্টা এবং স্রোতের প্রতিকুলে নৌকার কার্যকরী বেগ (x-2) কিমি/ঘণ্টা
স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকার সময় লাগে 21x+2 ঘণ্টা
এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে নৌকার সময় লাগে 21x−2 ঘণ্টা
ATQ,
21x+2−21x−2=10
or, 21x−42+21x+42(x+2)(x−2)=10
or, 42xx2−4=10
or, 5x2−21x−20=0, এটি দ্বিঘাত সমীকরণ|
(vi) আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘণ্টা বেশি সময় লাগে | তারা উভয়ে একসঙ্গে কাজটি ২ ঘণ্টায় শেষ করতে পারে|
উত্তরঃ মনে করি, বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘণ্টা
বাগানটি পরিষ্কার করতে মজিদের সময় লাগে (x+3) ঘণ্টা
মহিম ও মজিদের একসাথে 1 ঘটায় কাজটি শেষ করে = 1x+1x+3 অংশ
= 2x+3x2+3x অংশ কাজ
তারা একত্রে 2 ঘণ্টায় করে = 2(2x+3)x2+3x কাজ
= 4x+3x2+3x
ATQ
(4x+3)x2+3x=1
or, x2+3x=4x+6
∴ x2−x−6=0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ
(vii) দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম|
উত্তরঃ মনে করি, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি x
একক স্থানীয় অঙ্কটি হবে (x+6)
সংখ্যাটি হবে 10x+(x+6)=11x+6-12
ATQ,
x(x+6)=11x+6-12
বা, x2−5x+6=0
(viii) 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার|
উত্তরঃ যেহেতু মাঠটির দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 40 মিটার
মাঠটির ক্ষেত্রফল 45×40 বর্গমিটার = 1800 বর্গমিটার
মনে করি, মাঠের চারপাশে x মিটার চওড়া রাস্তা আছে
রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য (45+2x) মিটার
রাস্তা সহ মাঠের প্রস্থ (40+2x) মিটার
প্রশ্নানুসারে (45+2x)(40+2x)−1800=450
বা, 1800+90x+80x+4x2−1800−450=0
বা, 4x2+170x−450=0
বা, 2x2+85x−225=0, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ|
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো । আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: madhyamik ganit prakash solution, ganit prakash class 10 solutions, wbbse class 10, class 10 quadratic equations, class 10 quadratic equations problems with solutions, wbbse class 10 math book pdf download, wbbse class 10 math solution pdf download, madhyamik math, wbbse class 10 koshe dekhi 1.1, wbbse class 10 koshe dekhi 1.1 solutions, simple interest problems, madhyamik math suggestion pdf free download, madhyamik math question paper pdf, madhyamik math class 10,মাধ্যমিক অঙ্ক সমাধান, মাধ্যমিক গণিত, মাধ্যমিক গণিত প্রকাশ সমাধান, মাধ্যমিক গণিত অধ্যায় ভিত্তিক সমাধান, একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান কষে দেখি 1.1
Ⓒ Copyright Pothon Pathon Digital
Post a Comment
Please put your valuable comments.