কলকাতায় অবস্থিত সেরা ১০ টি কলেজের তালিকা, শীঘ্রই শুরু হবে ভর্তি প্রক্রিয়া

top-colleges-of-calcutta-university


কলকাতায় অবস্থিত সেরা ১০ টি কলেজের তালিকা, শীঘ্রই শুরু হবে ভর্তি প্রক্রিয়া (Top colleges of Calcutta University)

পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয় (CU), শুধুমাত্র ভারতে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। 24 জানুয়ারী 1857 সালে প্রতিষ্ঠিত, বিশ্ববিদ্যালয়টি এশিয়ার প্রথম প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি যা একটি বহু-বিভাগীয় এবং পশ্চিমা-শৈলীর বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ CU-এর অধীনে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত প্রায় 200টি প্রতিষ্ঠান। বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ের দ্বারা বিজ্ঞান, কলা ও বাণিজ্যের অনেকগুলি কোর্স অফার করা হয়। ইউনিভার্সিটি 2021-এর জন্য MHRD/NIRF Ranking-এ বিশ্ববিদ্যালয়ের স্কোর 61.45 এবং ভারতে 11 নম্বরে ছিল। ভারতের নোবেল বিজয়ী যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেক পড়াশোনা করেছেন তারা হলেন এসআইআর চন্দ্রশেখর ভেঙ্কটা রামন, অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক ব্যানার্জি।

MHRD/NIRF 2021 Ranking অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেরা পাঁচটি কলেজের তালিকা 

Rank - 4

St. Xavier’s College 

Rank - 5

Ramakrishna Mission Vidyamandira

Rank - 15

Rama Krishna Mission Vivekananda Centenary College 

Rank - 21

Ramkrishna Mission Residential College 

Rank - 77

Bethune College 


এছাড়া সেরা 10 টি সেরা কলেজের তালিকা যারা দীর্ঘ সময় ধরে ভারত ও পশ্চিমবঙ্গে তাদের সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে 

1. Scottish Church College 

2. Austosh College 

3. Maulana Azad College 

4. Lady Brabourne Colllege 

5. Shri Shikhayatan College 

6. Bangabasi College 

7. Surendanath College 

8. Jogmaya devi college 

9. Loreto College 

10. Vidyasagar College 


Tags : colleges in kolkta, colleges west bengal, colleges under cuet, colleges in kolkata for commerce, colleges under calcutta university, nirf ranking 2022, nirf university ranking, nirf ranking colleges 2022, 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post