প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ইতিহাসের সাজেশনস (Madhyamik History Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik History Suggestion 2023 এর অন্তর্গত চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2023
ইতিহাস
চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা
১.১ আনন্দমঠ রচয়িতা কে?
১.২ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে?
১.৩ কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়?
১.৪ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
১.৫ বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
১.৬ সিপাহী বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয়?
১.৭ দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে কবে প্রণয়ন করেন?
১.৮ উদ্বোধন পত্রিকা কে প্রকাশ করেন?
১.৯ গোরা উপন্যাসটি কে রচনা করেন?
১.১০ কে কবে এবং কোথায় মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করেন?
১.১১ বন্দে মাতরম সংগীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত?
১.১২ জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়?
১.১৩ মঙ্গল পান্ডের নেতৃত্বে কোথায় মহাবিদ্রোহ শুরু হয়?
১.১৪ বিনায়ক দামোদর সাভারকার সিপাহী বিদ্রোহ নিয়ে কোন গ্রন্থ লেখেন?
১.১৫ ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার ভূমিকায় অঙ্কিত?
১.১৬ কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল?
১.১৭ রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র তে কি বলা হয়েছিল?
১.১৮ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়?
১.১৯ ১৮৫৭ বিদ্রোহের সময় সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন?
১.২০ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
২. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 2
দুই-তিনটি বাক্যে উত্তর দাও২.১ ইউরোপীয়গন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন?
২.২ ঝাঁসির রানী বিখ্যাত কেন?
২.৩ টীকা লেখ: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন
২.৪ উনিশ শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন?
২.৫ গভর্নর ও ভাইসরয়ের পার্থক্য কি?
২.৬ মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল?
২.৭ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?
২.৮ হিন্দু মেলা সীমাবদ্ধতা গুলি কি ছিল?
২.৯ অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রে তাৎপর্য বিশ্লেষণ কর।
২.১০ জমিদার সভা কোন সময় কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল?
২.১১ ১৮৫৭ বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত?
২.১২ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?
২.১৩ উনিশ শতকের জাতীয়তাবাদী উন্মেষে ভারতমাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল?
২.১৪ উনিশ শতকে কিভাবে ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল?
২.১৫ জমিদার সভা কোন সময় কার উদ্দেশ্যে গড়ে উঠেছিল?
৩. বিশ্লেষণধর্মী প্রশ্ন : প্রশ্নমান 4
৩.১ মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল?
৩.২ মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি?
৩.৪ স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তা বোধ কিভাবে ফুটে উঠেছিল?
৩.৫ ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? এই সভার একজন প্রতিষ্ঠাতা নাম লেখ। কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.৬ মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ গুলি কি ছিল?
৩.৭ ইলবার্ট বিলের গুরুত্ব কি ছিল?
৩.৮ মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল?
৩.৯ ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল।
৩.১০ আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারের সহায়তা করেছিল?
৩.১১ আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল?
৩.১২ হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
৩.১৩ ইলবার্ট বিল বিতর্ক কি?
৩.১৪ স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছিল?
৩.১৫ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশের সমাজে আলোচনা করা হয়?
৪. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান 8
15-16টি বাক্যে উত্তর দাও
৪.১ লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা কর।
৪.২ সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ কর।
৪.৩ সিপাহী বিদ্রোহকে কি একটি জাতীয় বিদ্রোহ বলা যায় স্বপক্ষে ও বিপক্ষে আলোচনা কর।
৪.৪ সভা সমিতির যুগ কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল?
৪.৫ দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দ এর ভূমিকা কি ছিল?
৪.৬ মহাবিদ্রোহের পর ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থায় কি কি পরিবর্তন হয়?
৪.৮ উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা উন্মেষের কারণগুলি আলোচনা কর।
৪.৯ বর্তমান ভারতে স্বদেশ প্রেমের আকুতি ও জাতীয়তাবাদ কিভাবে ব্যক্ত হয়েছে?
৪.১০ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি?
৫. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : প্রশ্নমান 1
৫.১ বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল–
ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
খ) ১৮৯৯ খ্রিস্টাব্দে
গ)১৯১০ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
৫.২ আনন্দমঠ প্রকাশিত হয়–
ক) ১৮২০ খ্রিস্টাব্দে
খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
৫.৩ ভারত মাতা চিত্রটি পূর্বনাম ছিল–
ক) বঙ্গমাতা
খ) দেশমাতা
গ) বিশ্বমাতা
ঘ) রাষ্ট্র মাতা
৫.৫ হিন্দু মেলা গড়ে ওঠে–
ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দ
৫.৬ সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল–
ক) মিরাটে
খ) বিহারে
গ) বহরমপুরে
ঘ) নাগপুরে,
৫.৭ দিল্লির শেষ মোগল সম্রাট ছিলেন–
ক) মোঃ শাহ
খ) দ্বিতীয় শাহ আলম
গ) প্রথম বাহাদুর শাহ
ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
৫.৮ ভাইসরয় কথাটির অর্থ–
ক) রাজ প্রতিনিধি
খ) মুখ্য প্রশাসক
গ) রাষ্ট্রদূত
ঘ) রাষ্ট্রপতি
৫.৯ হিন্দু মেলা অপরকে নামে পরিচিত ছিল–
ক) চিত্রমেলা
খ) পৌষ মেলা
গ) জয়দেবের মেলা
ঘ) স্বদেশী মেলা
৫.১০ হিন্দুমেলায় "উপহার" কবিতাটি রচনা করেছিলেন–
ক) রঙ্গলাল বন্দোপাধ্যায়
খ) স্বামী বিবেকানন্দ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুকান্ত ভট্টাচার্য
৫.১১ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন–
ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
খ) আনন্দমোহন বসু
গ) কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়
ঘ) শিবনাথ শাস্ত্রী
৫.১২ দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস হয়–
ক) ১৮৬৮ খ্রিস্টাব্দে
খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
গ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
৫.১৩ ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন–
ক) কেশব চন্দ্র সেন
খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
৫.১৪ বাংলার "মুকুটহীন রাজা" নামে পরিচিত–
ক) মনমোহন ঘোষ
খ) রামমোহন রায়
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) কেশব চন্দ্র সেন
৫.১৫ ভাইসরয় কথার অর্থ–
ক)রাজ প্রতিনিধি
খ) মুখ্য প্রশাসক
গ) রাজদূত
ঘ) রাষ্ট্রপতি
সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.