প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পরিবেশ বিদ্যা | WB Primary TET Environmental Studies Practice Set

primary-tet-environmental-studies-practice-set

নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, 

আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন WB Primary TET এর কিছু গুরুত্বপূর্ণ Practice SET নিয়ে । এই প্রাইমারি টেট প্র্যাকটিস সেটটিতে আমরা পরিবেশ বিদ্যা (Environmental Studies) বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করেছি । পঠন পাঠন অনলাইনের টিম বিগত বছরের প্রাইমারি টেটের প্রশ্নপত্র  এবং বিভিন্ন বই থেকে বেছে বেছে এই প্রশ্নগুলি তৈরি করেছে । আশা করি আমাদের এই উদ্যোগে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা সুবিধে হবে ।

 প্রাইমারি টেট প্র্যাকটিস সেট

SET 1 

Subject : Environmental Studies

প্রশ্ন: ভারতে বনভূমি গবেষণা কেন্দ্র কোন শহরে আছে ?
(a) নয়ডা (b) দেরাদুন (c) সিমলা (d) ভোপাল

উত্তর: (b) দেরাদুন

 

প্রশ্ন: ভারতের কোথায় লবণাক্ত জলের হ্রদ 'কয়াল' দেখা যায় ?
(a) ওড়িশা উপকূলে  (b) কোঙ্কন উপকূল (c) করমণ্ডল উপকূল (d) মালাবার উপকূলে

উত্তর: (d) মালাবার উপকূলে

 

প্রশ্ন: 'TISCO' ভারতের কোন শহরে গড়ে উঠেছে ?
(a) দুর্গাপুর (b) জামশেদপুর (c) ভিলাই (d) বিশাখাপত্তনম

উত্তর: (b) জামশেদপুর

 

প্রশ্ন: কোনশহরকে ভারতের ইলেক্ট্রনিক্স সিটি বলা হয় ?
(a) মুম্বাই (b) বেঙ্গালুরু (c) গুরুগ্রাম (d) নাসিক

উত্তর: (b) বেঙ্গালুরু

 

 ❑ আরও পড়ুন : WB Primary TET Practice SET Child Development & Pedagogy 

 

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?
(a) প্রশান্ত মহাসাগর 
(b) ভারত মহাসাগর 
(c) সুমেরু মহাসাগর 
(d) আটলান্টিক মহাসাগর

উত্তর: (a) প্রশান্ত মহাসাগর

 

প্রশ্ন: কোন তারিখে কর্কটসংক্রান্তি হয় ?
(a) 21 মার্চ (b) 23 সেপ্টেম্বর (c) 22 ডিসেম্বর (d) 21 জুন

উত্তর: (d) 21 জুন


প্রশ্ন: রাজস্থানের ধূলিঝড় কী নামে পরিচিত ?
(a) সাইফুন (b) মিষ্ট্রাল (c) বরদৈছিলা (d) আঁধি

উত্তর: (d) আঁধি

 

প্রশ্ন: কাকে 'Natural Kidney' বলা হয় ?
(a) মরুভূমিকে (b) জলাভূমিকে (c) তৃণভূমিকে (d) বনভূমিকে

উত্তর: (b) জলাভূমিকে

 

প্রশ্ন: 'সাভানা' হল একপ্রকার -
(a) জলাভূমি (b) বনভূমি (c) তৃণভূমি (d) মরুভূমি

উত্তর: (c) তৃণভূমি

 ❑ আরও পড়ুন : WB Primary TET Full Syllabus Download PDF 

 

প্রশ্ন: ম্যানিওর পিট কী ?
(a) মৃত্তিকাদূষণ নিয়ন্ত্রক যন্ত্র 
(b) জলদূষণ নিয়ন্ত্রক যন্ত্র 
(c) বায়ুদূষণ নিয়ন্ত্রক যন্ত্র 
(d) জৈব বর্জ্য বিশ্লেষণ স্থান

উত্তর: (d) জৈব বর্জ্য বিশ্লেষণ স্থান

 

প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
(a) প্রশান্ত মহাসাগর 
(b) ভারত মহাসাগর 
(c) সুমেরু মহাসাগর 
(d) আটলান্টিক মহাসাগর

উত্তর: (d) আটলান্টিক মহাসাগর

 ❑ আরও পড়ুন : WB Primary TET Previuos Year Question Papers 

 

প্রশ্ন: ডোলড্রাম কোথায় সৃষ্টি হয় ?
(a) নিরক্ষীয় অঞ্চলে 
(b) কর্কটক্রান্তি অঞ্চলে
(c) মকরক্রান্তি অঞ্চলে
(d) মেরু অঞ্চলে 

উত্তর: (a) নিরক্ষীয় অঞ্চলে

 

প্রশ্ন: এশিয়ার রোম কাকে বলা হয় ?
(a) দিল্লী (b) চেন্নাই (c) মুম্বাই (d) কলকাতা

উত্তর: (a) দিল্লী

 

প্রশ্ন: ভারতের বৃহত্তম লেগুন কোনটি ?
(a) চিলিকা 
(b) সম্বর 
(c) পুলিকট
(d) ভেম্বনাদ

উত্তর: (a) চিলিকা

 

প্রশ্ন: প্রেইরি তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত ?
(a) আফ্রিকা 
(b) ইউরোপ 
(c) উত্তর আমেরিকা
(d) দক্ষিণ আমেরিকা

উত্তর: (c) উত্তর আমেরিকা

 

প্রশ্ন: পৃথিবীর ছাদ কাকে বলে ?
(a) পামির মালভূমিকে
(b) তিব্বতকে
(c) হিমালয়কে
(d) হিন্দুকুশকে

উত্তর: (a) পামির মালভূমিকে

 

প্রশ্ন: বেলেপাথরের রূপান্তরিত রূপ কোনটি ?
(a) কাদাপাথর
(b) কোয়ার্টজাইট 
(c) মার্বেল
(d) স্লেটপাথর

উত্তর: (b) কোয়ার্টজাইট 

 

প্রশ্ন: কোন দেশকে 'Land of Thunder Dragon' বলা হয় ?
(a) ভুটান
(b) পাকিস্তান 
(c) চিন
(d) নেপাল

উত্তর: (a) ভুটান

 

প্রশ্ন: কোন কয়লা থেকে কোক প্রস্তুত করা হয় ?
(a) অ্যানথ্রাসাইট
(b) বিটুমিনাস
(c) পিট
(d) লিগনাইট

উত্তর: (b) বিটুমিনাস

 

প্রশ্ন: শুষ্ক মৃত্তিকায় গ্যাসীয় উপাদানের পরিমাণ কত ?
(a) 25%
(b) 30%
(c) 35%
(d)  45%

উত্তর: (b) 30% 

 

প্রাইমারি টেট সংক্রান্ত আরও অন্যান্য আপডেট পেতে নিচে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: wb primary tet syllabus 2022 pdf download, wb primary tet practce set on envs, wb tet syllabus, Environmental Studies question paper with answers pdf in bengali, , wb primary tet 2022 notification, wb upper primary tet syllabus 2022 pdf download, wb primary tet 2022 notification, west bengal primary tet syllabus 2022, wb tet 2022 notification, wb tet 2022 prractice set, প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post