
নমস্কার প্রিয় বন্ধুরা,
West Bengal Board of Primary Education (WBBPE) এর দ্বারা সম্প্রতি প্রকাশ করা হল WBBPE Primary TET 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং শুরু হল অনলাইনে প্রাইমেরই টেট 2022 এর আবেদন প্রক্রিয়া । আজকের এই পোস্টে আমরা এই আবেদন সংক্রান্ত বিভিন্ন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ লিংক দিয়েছি । তোমরা যারা আবেদন করবে তারা সম্পূর্ণ পোস্টটি ভালমত পরে আবেদন করবে । (WBBPE Primary TET Official Notification and Online Applications Starts)
WB Primary TET 2022 Online Application
বয়সসীমা ( Age Limit for WB Primary TET 2022)
18 থেকে 40 বছর
আবেদন ফি ( Application Fee for WB Primary TET 2022 Exam)
- General প্রার্থী : Rs. 150/- টাকা
- OBC-A, OBC-B প্রার্থী : 100/- টাকা
- SC/ST/PH প্রার্থী : Rs. 50/- টাকা
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifiction)
১. পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে দু'বছরের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ।
অথবা
২. পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে ।
অথবা
৩. পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া-র দ্বারা স্বীকৃত একটি কোর্স পাশ করে থাকতে হবে ।
অথবা
৪. পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ বিএড ডিগ্রি থাকতে হবে । ব্যতিক্রম— SC/ST/OBC-A/OBC-B/PH/Ex-Serviceman পরীক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে ।
৩. পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া-র দ্বারা স্বীকৃত একটি কোর্স পাশ করে থাকতে হবে ।
অথবা
৪. পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ বিএড ডিগ্রি থাকতে হবে । ব্যতিক্রম— SC/ST/OBC-A/OBC-B/PH/Ex-Serviceman পরীক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে ।
সম্পূর্ণ যোগ্যতার মাপকাঠি দেখতে নীচের লিংকে ক্লিক করুন
অনলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
Important Documents for TET Application
অনলাইনে আবেদনের জন্য যেসমস্ত ডকুমেন্ট গুলি লাগবে সেগুলি হল :
1. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো (Passport Size Photo)
2. সিগনেচারের স্ক্যান করা ফটো (Scanned image of signature)
3. বিএড/ ডিএলএড পাশের ফাইনাল মার্কশিট অথবা প্রথম বর্ষের মার্কশিট ও
রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন), অথবা বিএড/
ডিএলএড কোর্সে ভর্তি হলে ভর্তির প্রমাণপত্র
4. মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট
5. আধার কার্ডের স্ক্যান করা ফটো (উভয় পাশের) [Both side scanned image of Aadhaar Card]
4. মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট
5. আধার কার্ডের স্ক্যান করা ফটো (উভয় পাশের) [Both side scanned image of Aadhaar Card]
# সমস্ত ডকুমেন্টগুলি হতে হবে JPG, JPEG, GIF, PNG ফরম্যাটে এবং তাদের সাইজ হতে হবে 5 KB - 100 KB এর মধ্যে
WB TET 2022 Official Notification (অফিশিয়াল বিজ্ঞপ্তি)
WBBPE Primary TET 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য নীচের লিংকে ক্লিক করুন ।
WB TET 2022 Application Process

প্রাইমারি টেট সংক্রান্ত আরও অন্যান্য আপডেট পেতে নিচে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: wb primary tet online application 2022, wb tet form fill up 2022, Last date of TET form fill up, WBTET 2022 Application Form, WBBPE TET Apply Online
Post a Comment
Please put your valuable comments.