মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা | Madhyamik History Suggestion 2023

wbbse-madhyamik-history-suggestion-2023-chapter1

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ইতিহাসের সাজেশনস (Madhyamik History Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik History Suggestion 2023 এর অন্তর্গত প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2023

ইতিহাস

প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা 

১. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : প্রশ্নমান 1

১.২ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি হিন্দি অনুবাদ করেন–

ক)  মুন্সি প্রেমচাঁদ 

খ) কৃষ্ণান চন্দর 

গ) খোশবন্ত সিং 

ঘ) সাদাত হাসান মন্টো

 

১.২ ভারতের চিপকো আন্দোলন ছিল–

ক)  শ্রমিক আন্দোলন 

খ) পরিবেশ আন্দোলন 

গ) কৃষক আন্দোলন 

ঘ) ভাষা আন্দোলন 

 

১.৩ প্রথম নির্বাক চলচ্চিত্র হলো–

ক)  জামাইষষ্ঠী 

খ) রাজা হরিশচন্দ্র 

গ) চন্ডীদাস 

ঘ) দেনাপাওনা

 

১.৪ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়–

ক)  ১৭৯২ খ্রিস্টাব্দে 

খ) ১৭৯০ খ্রিস্টাব্দে 

গ) ১৮২০ খ্রিস্টাব্দ 

ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে

 

১.৫ পৃথিবীর প্রাচীন খেলার নাম–

ক) কবাডি 

খ) জুডো 

গ) মান কালা 

ঘ) হকি 

 

১.৬ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন–

ক)  চলচ্চিত্রের সঙ্গে 

খ) ক্রিয়া জগতের সঙ্গে 

গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে 

ঘ) পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে 

 

১.৭ প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় যে দেশে–

ক) রোম 

খ) গ্রীস 

গ) চীন 

ঘ) ভারত বর্ষ 

 

১.৮ প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো–

ক) বঙ্গদর্শন 

খ) প্রবাসী 

গ) সোম প্রকাশ

ঘ) হিতবাদী

 

১.৯ সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশক হলেন–

ক)  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ 

গ) দীনবন্ধু মিত্র 

ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

 

১.১০ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়–

ক)  ৮ জানুয়ারি 

খ) ২৪ শে ফেব্রুয়ারি 

গ) ৮ মার্চ 

ঘ) ৫ জুন

 

২. অতি সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নমান 2

২.১ "জীবনে ঝরাপাতা" প্রথম কোথায় প্রকাশিত হয়?

২.২ বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন?

২.৩ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি?

২.৪ বঙ্গমাতা ছবিটি কার আঁকা?

২.৫ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি?

২.৬ "কেশরী" ও "মারাঠা" কার পত্রিকা?

২.৭  সাহিত্য সম্রাট কাকে বলা হয়?

২.৮  রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা মূলক গ্রন্থের নাম কি?

২.৯ বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক কে ছিলেন?

২.১০ ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?

২.১১ বঙ্গদর্শন সাময়িক পত্রকে প্রবর্তন করেন?

২.১২  সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

২.১৩ দুটি পরিবেশগত আন্দোলনে নাম লেখ।

২.১৪ বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে লেখেন?

২.১৫ কোন বৎসর ভারতের রেলপথ প্রবর্তন হয়?

২.১৬ সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশ করা হয়?

২.১৭ হকির জাদুকর কাকে বলা হয়? 

২.১৮ ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য?

২.১৯ বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে?

২.২০ আন্তর্জাতিক নারী বর্ষ কবে প্রথম পালিত হয়?

 

৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 2

দুই-তিনটি বাক্যে উত্তর দাও 

৩.১ বলছি সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়?

৩.২ আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?

৩.৩  পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? 

৩.৪ স্থানীয় সাহিত্য ইতিহাস চর্চা বলতে কী বোঝায়?

৩.৫ সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল?

৩.৬  নতুন সামাজিক ইতিহাস কি?

৩.৭  চলচ্চিত্র সত্যজিৎ রায়ের অবদান ব্যাখ্যা কর।

৩.৮ খেলার ইতিহাস নিয়ে মৌলিক গবেষণা করেছেন এমন দুজন ভারতীয়র নাম লেখ

৩.৯ আধুনিক ইতিহাসের উপাদানের একটি তালিকা তৈরি কর।

৩.১০ আত্মজীবনিকা আধুনিক ইতিহাস ও উপাদান হিসেবে গ্রহণ করে ঐতিহাসিক কেন সতর্কতা কথা অবলম্বন করতে হবে বলে তুমি মনে কর।

 

৪. বিশ্লেষণধর্মী প্রশ্ন : প্রশ্নমান 4

৪.১ বিপিনচন্দ্র পাল তার সত্তর বৎসর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন?

৪.২  ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শনের গুরুত্ব নির্ণয় কর।

৪.৩ পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে লেখ।

৪.৪ ইতিহাসের উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকাটি মূল্যায়ন কর।

৪.৫ ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা লেখ।

৪.৬ আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ কর।

৪.৭ ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতি কথার গুরুত্ব লেখো।

৪.৮ আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব কি।

৪.৯ আধুনিক ইতিহাস চর্চার খেলার ইতিহাসের গুরুত্ব কি।

৪.১০ "letters from a father to his daughter" ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ কেন?

 

. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান 8

15-16টি বাক্যে উত্তর দাও 

৫.১ আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি?

৫.২  আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের সত্তর বছরের গুরুত্ব লেখো।

৫.৩  আধুনিক ইতিহাস চর্চা কিভাবে বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে?

৫.৪ নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।

৫.৫ ইন্টারনেট ব্যবস্থার ব্যবহারের কয়েকটি সুবিধা লেখ। 

 

সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন

 

 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamik history suggestion 2023, madhyamik suggestion 2023, madhyamik history suggestion 2023, ইতিহাসের ধারণা, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023, madhyamik history suggestion 2023 pdf, history suggestion madhyamik 2021, madhyamik suggestion 2023
 
 
© Pothon Pathon Online

 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post