Current Affairs in Bengali 26 December, 2022 | Pothon Pathon Online

daily-current-affairs-in-bengali-26-december-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।

Current Affairs in Bengali

26 December 2022

ফিজি দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন সিটিভেনি রাবুকা (Sitiveni Rabuka).
ফিজি দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন সিটিভেনি রেবুকা (Sitiveni Rabuka).

নিউ দিল্লীর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দশম "নর্থ ইস্ট ফেস্টিভ্যাল" শুরু হল । এই উৎসবের প্রধান লক্ষ্য হল উত্তর-পূর্ব অঞ্চলের বৈচিত্র্যময় জীবন, সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনের সম্প্রচার ঘটানো ।
North East Festival 2023 New Delhi


❑  2022 সালের বিশ্ব র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করল FIFA. সম্প্রতি প্রকাশিত এই FIFA Ranking -এ ভারতের স্থান 106. প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স ।

❑ 25 ডিসেম্বর পালন করা হল "Good Governance Day". প্রতি বছর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপায়ীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই ডিঙতই পাওন করা হয়ে থাকে ।

❑ ফোর্বস দ্বারা প্রকাশিত বিশ্বের 'সেরা 25 সর্বোচ্চ বেতনপ্রাপ্ত মহিলা ক্রীড়াবিদ' এর তালিকায় স্থান পেলেন ভারতের পিভি সিন্ধু । 
তালিকায় তিনি 12 নম্বর স্থানে রয়েছেন । তার বার্ষিক আয় 7.1 মিলিয়ন ডলার । প্রথম স্থানে রয়েছেন জাপানের টেনিস প্লেয়ার নাওমি ওসাকা (আয় 51.1 মিলিয়ন ডলার)
 
❑  26শে ডিসেম্বর পালন করা হল Veer Bal Diwas হিসেবে । 
দশম শিখগুরু গুরু গোবিন্দ সিং-এর চার পুত্রের স্মরণে এই দিনটি পালনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী ।

❑ সম্প্রতি আইআইটি কানপুর বিভিন্ন কার্ডিয়াক সমস্যার সমাধানের উদ্দেশ্যে কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেছে । 

❑ সম্প্রতি কর্ণাটকে ক্রীড়া বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । 

❑  30তম একলব্য পুরস্কার 2022 জিতলেন সাইক্লিস্ট স্বস্তি সিং

 

  Read More : 




তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

Tags: Current Affairs in Bengali, Daily Bengali Current affairs pothon pathon online, bangla daily current affairs, Today's Current affairs, 26 December 2022 Current Affairs

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post