Daily Current Affairs in Bengali | 12 December, 2022 | দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

daily-current-affairs-in-bengali-12-dec-2022


প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।


Current Affairs in Bengali

12 December 2022

 

❑ ১১ই ডিসেম্বর পালন করা হল UNICEF Day.

❑ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সম্প্রতি ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল, যার ফোলে নতুন রেপো রেট হয়ে দাঁড়াল ৬.২৫% । পূর্বে এই রেপো রেট ছিল ৫.৪% ।

❑ ১১ই ডিসেম্বর পালন করা হল আন্তর্জাতিক পর্বত দিবস (International Mountain Day) ।

❑ আমেরিকান Pottery Barn কোম্পানির  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দীপিকা পাডুকোন ।

❑ মার্কিন ট্রেজারি (U.S. Treasury) দুই মহিলার স্বাক্ষর সহ প্রথম মার্কিন ব্যাঙ্কনোট মুদ্রণ করেছে । 1 ডলার এবং 5 ডলার মূল্যের নতুন নোটে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং লিন মালারবার-এর স্বাক্ষর রয়েছে ।

❑ কাতার বিশ্বকাপে প্রয়াত হলেন মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহল ।

❑ Hurun Global 500 Valuable Companies 2022 এর তালিকায় ভারত পঞ্চম স্থান অধিকার করল । 

❑ হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু

❑ কেরলে ভারতের প্রথম কার্বন নিউট্রাল ফার্ম উদ্বোধন করা হল ।

❑ ‘Seva Aapke Dwar 2.0’ ক্যাম্পেইন লঞ্চ করলো অরুণাচল প্রদেশ সরকার ।

❑ মেঘনা আহলাওয়াত TTFI (Table Tennis Federation of India)-এর প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন । 

 
মেঘনা আহলাওয়াত

❑ NABARD (National Bank for Agriculture and Rural Development) এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন K V Shaji

 

তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post