এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া দশম শ্রেনীর জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি | এই পোস্টে পার্ট 2 এর সমাধানগুলি আলোচনা করা হয়েছে |
(WBBSE Class 10 Life Science Model Activity Task Solutions)
MODEL ACTIVITY TASK
LIFE SCIENCE
Class 10 : Part 2
নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
১. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো
(ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিওলার অরগানাইজার (ঘ) টেলোমিয়ার
উত্তর:
২.
প্রাণীদের গমন এর কারণ গুলি কি কি? 'ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির
কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী' ─ উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো ।
উত্তর: গমনের উদ্দেশ্য:
(i) খাদ্য: মূলত প্রাণীরা খাদ্যের জন্য স্বনির্ভর নয় তাই তাদের খাদ্যের খোঁজ গমনের একটি প্রধান উদ্দেশ্য
(ii) আত্মরক্ষা: শত্রুর আক্রমণ থেকে বাঁচতে প্রায় গমনের প্রয়োজন হয় |
(iii) প্রজনন: বংশ বিস্তারের জন্য প্রাণীদের অনুকূল পরিবেশের খোঁজে প্রায় গমনের প্রয়োজন হয় |
(iv) আশ্রয়: সুষ্ঠ ভাবে জীবনযাপন করতে ও জৈবিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য
উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। সেই সূত্রে গমনের ভূমিকা
গুরুত্বপূর্ণ।
◼◼
ফ্লেক্সর পেশির কাজ : দুটি অস্থিকে বিভক্ত করে
পরস্পরের কাছাকাছি নিয়ে আসা। যেমন: হাতের বাইসেপ্স দুটি অস্থি কে বিভক্ত
করে হিউমেরাস ও রেডিয়াসকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসে।
এক্সটেনসর
পেশির কাজ: দুটি অস্থিকে পরস্পর থেকে দূরে নিয়ে যায়। যেমন: ট্রাইসেপস
দুটি অস্থিকে (হিউমেরাস ও রেডিয়াসকে) পরস্পর থেকে দূরে নিয়ে যায়।
উপরিউক্ত কাজগুলি থেকে আমরা স্পষ্টবুঝতে পারি যে 'ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী' |
৩. 'কোশচক্রের S দশাকে সংশ্লেষ দশা বলা হয়' ─ বাক্যটির যথার্থতা বিচার করো । DNA ও RNA এর পার্থক্য উল্লেখ করো ।
উত্তর: DNA
অণুর সংশ্লেষ ঘটে বা প্রতিলিপিকরণ সম্পূর্ন হয় এই দশায় তাই এই দশাকে বলে
সংশ্লেষ দশা ।একটি দ্বীতন্ত্রী DNA অণু দৈর্ঘ্য বরাবর দুটি দ্বীতন্ত্রী DNA
অণুতে পরিণত হয়।হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় এই দশায়। S দশায় শেষে
প্রতিটি ক্রোমোজম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় যারা সেন্ট্রোমিয়ার দ্বারা
যুক্ত থাকে।প্রতিটি ক্রোমাটিডে একটি করে অপত্য DNA অবস্থান করে।
◼◼
৪.
'অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে'─ ব্যাখ্যা করো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো ।
উত্তর: অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | যেমন:
1.হৃৎপিণ্ডের স্পন্দনের হার, সংকোচন বল ও হার্দ উৎপাদ বৃদ্ধি করে |
2. BMR বৃদ্ধি করে এবং দেহতাপ নিয়ন্ত্রণ করে |
3. রক্তে গ্লুকোজের পরিমাণ ও শ্বসনের হার নিয়ন্ত্রণে অ্যাড্রিনালিন হরমোনের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ |
4. উত্তেজনা, ক্রোধ, ভয় প্রভৃতি অবস্থায় এই হরমোন বেশি পরিমাণে নিঃসৃত হয়ে দেহকে আপৎকালীন বা সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করে |
উপরিউক্ত কারণগুলির জন্যই অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়ে থাকে |
◼◼
Class 10 এর অন্যান্য Model Activity Task এর লিংক নিচে দেওয়া হলো 👇 :
▶ CLASS 10 Math Model Task PART 1
▶ CLASS 10 Math Model Task PART 2
▶ CLASS 10 Math Model Task PART 3
▶ CLASS 10 Life Sc. Model Task PART 1
▶ CLASS 10 Life Sc. Model Task PART 2
▶ CLASS 10 Life Sc. Model Task PART 3
▶ CLASS 10 Physical Sc. Model Task PART 1
▶ CLASS 10 Physical Sc. Model Task PART 2
▶ CLASS 10 Physical Sc. Model Task PART 3
তোমাদের
কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে
জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Model Activity Task, Model Activity Task Solutions Life Science, class 10 model activity task solutions, WBBSE Class 10 Life Model Activity Task Ansers, wbbse class 10 life science model activity task part 2, দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
জীবনবিজ্ঞানের part 3 এর উত্তরমালা upload করলে ভালো হয়।
ReplyDeleteKhub I bhalo laglo eta khub helpful
ReplyDeletePost a Comment
Please put your valuable comments.