WBBSE Class 10 Geography Model Activity Task Part 1 | দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 উত্তরমালা

 

WBBSE-class10-model-activity-task-geography-part1

 এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া দশম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি | এই পোস্টে পার্ট 1 এর সমাধানগুলি আলোচনা করা হয়েছে |

(WBBSE Class 10 Geography Model Activity Task Solutions)

 

MODEL ACTIVITY TASK

Class 10 : GEOGRAPHY

PART 1



নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. চিত্রসহ নদীর সঞ্চয় কার্য এর ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপ বর্ণনা দাও।

উত্তরঃ নদীর সঞ্চয়কার্য এর ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ গড়ে ওঠে নদীর নিম্ন প্রবাহে।

i) খাঁড়ি: শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগরে মেশে সেখানে ফানেল আকৃতির নদীমোহনায় খাঁড়ি বলে। বিপরীত দিক থেক আসা প্রবল জোয়ারে নরম পলিমাটি গঠিত পাড় ভেঙে গিয়ে খাঁড়ি সৃষ্টি হয়। সুন্দরবনের খাঁড়ি গুলো মৎস্য জীবিদের কাছে সম্পদ। টেমস, লা প্লাটা নদীর খাঁড়ি অত্যন্ত চওড়া।

ii) বদ্বীপ: প্রবাহের শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগর বা হ্রদে মেশে সেখানে নদীবাহিত কাদা, পলি, বালি, স্তরে স্তরে সঞ্চিত হয়ে মাত্রাহীন 'ব' বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয়, টা হল বদ্বীপ। পৃথিবীর অধিকাংশ বড়ো বড়ো নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে। গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবী বৃহত্তম বদ্বীপ ।

 

২. মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় উল্লেখ কারো ।

উত্তরঃ 

i) মরুভূমিতে যে সামান্য বৃষ্টি হয় তা ধরে রাখার জন্য গর্ত, চেক ড্যাম তৈরি করা দরকার।

ii) জমির লবনতা যাতে কমে তার জন্য বিভিন্ন ফসলের চাষ দরকার। শুঁটী জাতীয় উদ্ভিদ চাষে জমির উর্বরতা বাড়ে।

iii) বালিয়াড়ি সম্প্রসারণ রোধের জন্য বেড়া দেওয়ার মতো করে গাছ লাগাল দরকার। খরা প্রতিরোধকারী বিভিন্ন গাছ লাগিয়ে সবুজ অরণ্য ভরিয়ে দেওয়া দরকার। সাথে প্রশুচারণ নিয়ন্ত্রণ করা দরকার।

 

৩. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য |

উত্তর:

ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য

পার্থক্যের বিষয়

পশ্চিম উপকূলীয় সমভূমি

পূর্ব উপকূলীয় সমভূমি

i) উৎপত্তি

ভূআন্দোলনে বসে গিয়ে সমুদ্রতরঙ্গের ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে গঠিত ।

সমুদ্রতরঙ্গ ও নদীর সঞ্চয় কাজে গঠিত।

ii) বিস্তার ও উচ্চতা

বিস্তার সংকীর্ণ গড়ে ১০-৬৫ কিমি ও উচ্চতা বেশি |

এটি গড়ে ৮০-১০০ কিমি বিস্তার করেছে এবং উচ্চতা বেশ কম |

iii) বদ্বীপ    

নদিগুলোর মোহনায় বদ্বীপ নেই |

প্রধান নদীগুলোর মোহনায় বদ্বীপ আছে |

iv) বৈশিষ্ট্য

ভূআন্দোলনে গঠিত হওয়ায় উপকূল কিছুটা ভগ্ন ও গভীর এবং হ্রদ গঠিত হয়েছে |

সঞ্চয়ের নাধ্যমে গঠিত হওয়ায় উপকূল সরল, অগভীর ও নদীর সংখ্যা কম |

v) বন্দর

অধিকাংশ বন্দর সারধারন পোতাশ্রয় যুক্ত ।

অধিকাংশ বন্দর কৃত্রিম পোতাশ্রয় যুক্ত।

 
 

৪. অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা ।

উত্তর:

ক) অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলন করা হলে মাটির নীচের স্তরগুলি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শুকনো হয়ে যায়। ফলে মাটির নীচের স্তরগুলির মধ্যে ভারসাম্য হারিয়ে যায়। ফলে ভূমিধসের সম্ভাবনা বাড়ে।

খ) অনবরত ভৌমজলের উত্তলনের কারণে ভৌমজলপীঠ নীচে নেমে যায়। পরবর্তী কালে কূপ বা নলকূপ খনন করলে সহজেই আর জল পাওয়া যায় না।

গ) ভূগর্ভ থেকে মাত্রাতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে ভৌমজলের সাথে মাটির নীচের খনিজ লবন উঠে আসে । এই খনিজ লবন জলের সাথে মাটির নীচে ছড়িয়ে পড়ে। দিনের পর দিন এই প্রক্রিয়া চলতে থাকায় মাটির উপরিভাগে খনিজ লবনের আধিক্য ঘটে । একসময় সেই উর্বর জমি লবনের আধিক্যের জন্য অনুর্বর হয়ে পড়ে ।


Class 10 এর অন্যান্য Model Activity Task এর লিংক নিচে দেওয়া হলো 👇 :

CLASS 10 Math Model Task PART 1

CLASS 10 Math Model Task PART 2

CLASS 10 Math Model Task PART 3

CLASS 10 Life Sc. Model Task PART 1

CLASS 10 Life Sc. Model Task PART 2

CLASS 10 Life Sc. Model Task PART 3

CLASS 10 Physical Sc. Model Task PART 1

CLASS 10 Physical Sc. Model Task PART 2

CLASS 10 Physical Sc. Model Task PART 3


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: WBBSE Class 10 Model Activity Task, Model Activity Task Solutions Geography, class 10 model activity task solutions, model activity task class 10 geography part 1 answers, WBBSE Class 10 Geography Model Activity Task Answers, wbbse class 10 Geography model activity task part 1, দশম শ্রেণী  ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

3/Post a Comment/Comments

Please put your valuable comments.

Post a Comment

Please put your valuable comments.

Previous Post Next Post