WBBSE Class 10 Geography Model Activity Task Part 3 | দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 উত্তরমালা

 

WBBSE-class10-model-activity-task-geography-part3

 

 এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া দশম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি | এই পোস্টে পার্ট 3 এর সমাধানগুলি আলোচনা করা হয়েছে |

(WBBSE Class 10 Geography Model Activity Task Solutions)

 

MODEL ACTIVITY TASK

Class 10 : GEOGRAPHY

PART 3



নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. বায়ুমণ্ডলের অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো ।

উত্তরঃ বায়ু মণ্ডলের বায়বীয় ধূলিকণা বা কণা কে অ্যারোসল বলা হয়। এর গুরুত্বগুলি হল-

  • বিকিরিত তাপ শাক্তি কে ধূলিকণা শোষণ করে বায়ুমণ্ডল কে উত্তপ্ত করতে সাহায্য করে ।
  • জলীয়বাষ্প এই ধূলিকণাকেই আশ্রয় করে ঘুরে বেড়ায় | ফলে জলীয়বাষ্প জলবিন্দুতে পরিণত হয় অথবা  মেঘ, কুয়াশা সৃষ্টি করে | তাই, মেঘ, কুয়াশা এবং বৃষ্টিপাত ঘটাতে এর গুরুত্ব অপরিসীম।
  • ধূলিকণায় বিচ্ছুরিত আলোর প্রভাবেই আকাশে আলোর রং নীল হয়।
  • ধূলিকণার উপস্থিতর কারণে ঊষা ও গোধূলির সৃষ্টি হয়।


২. মানুষের ক্রিয়াকলাপ "পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা" বিনাশে অন্যতম প্রধান কারণ —যুক্তি সহ ব্যাখ্যা করো ।

উত্তরঃ ওজন স্তর বিনাশে প্রকৃতি ও মানুষ উভয় দায়ী হলেও মানুষই প্রধান ভূমিকা পালন করে থাকে । বিগত কয়েক দশক ধরে মানুষের অবিবেচনা প্রসূত কাজের কারণে বাতাসে ক্লরোফ্লরোকার্বনের, নাইট্রাস অক্সাইড, হ্যালন, মিথেন, মিথাইল ব্রমাইদ প্রভৃতি গ্যাসের মাত্রাতিরক্ত বৃদ্ধির কারনেই ওজন স্তরের বিনাশ ঘটছে । 

যানবাহন, কলকারখানা প্রভৃতি থেকে নির্গত বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস এবং বিভিন্ন গ্রিন হাউস গ্যাস প্রকৃতির তাপমাত্রা ও ওজন স্তরের বিনাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে | এছাড়া জনবসতির জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলার জন্য বায়ুতে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে | এর ফলস্বরূপ "পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা" অর্থাৎ ওজন স্তরে হোল বা গর্তের সৃষ্টি হয়েছে যার প্রভাব মানবজাতির ওপর ক্ষতিকারক |

 

৩) ট্রপোস্ফিয়ারের বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারন গুলির উল্লেখ করো।

উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চলে পার্বত্য উপত্যকায় উচ্চ অংশের শীতল ও ভারী ভায়ু ঢাল বেয়ে নেমে আসে এবং উপত্যাকার নিম্নাংশের অপেক্ষাকৃত উষ্ণ বায়ু উপরে ওঠে। এই অবস্থায় উপত্যকার নিম্নাংশে উষ্ণতা কমে যায় এবং উপরের দিকে উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। 

অধিক উচ্চতায় ঘন ও শুষ্ক বায়ুর অবনমন ঘটলে উষ্ণতা বেড়ে গিয়ে উষ্ণতার বৈপীরত্য ঘটায়।

শীতকালে কোন কোন স্থান অতিদ্রুত হারে তাপ বিকিরণে শীতল হয়। ফলে ওই অঞ্চলের ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলও শীতল হয়, কিন্তু উপরের বায়ু অত দ্রুত হারে শীতল হয় না বলে উপরে উষ্ণতা কিছুটা বেশি থাকে।পরস্পর বিপরীত দিক থেকে আগত উষ্ণ ও শীতল বায়ুর সন্মিলনে শীতল বায়ুর ঢাল বরাবর উষ্ণ বায়ু উঠে পড়লে সীমান্ত বরাবর বৈপরিত্য উষ্ণতা ঘটে।



৪) পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারন কি ?

উত্তরঃ উভয় গোলার্ধে ৮০ ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু পর্যন্ত সুমেরু ও কুমেরু চাপ বলয় সৃষ্টি হয়েছে। দুই মেরু অঞ্চলে সর্বদা ঠাণ্ডা এত বেশি যে বায়ু অত্যন্ত শীতল, ভারী, শুষ্ক ও অধিক ঘনত্ব যুক্ত, যা উচ্চচাপ সৃষ্টির মূল কারণ। এছাড়া, কোরিওলিস বল এখানে সর্বাধিক হওয়ায় বায়ু বিক্ষিপ্ত হওয়ার কথা । কিন্তু ঠাণ্ডা বায়ুর ঘনত্ব এত বেশি যে কোরিওলিস বলও সেই বায়ু কে বিক্ষিপ্ত করতে পারে না। 

 

৫) বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো |

উত্তর:

• স্থলভাগ ও জলভাগের ভূমিকা: দিনের বেলায় জলভাগের তুলনায় স্থলভাগ অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং রাতের বেলায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় | ঠিক একইভাবে গরমকালে স্থলভাগ যতটা গরম হয়, পার্শ্ববর্তী জলভাগ ততটা গরম হয় না | এজন্য সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরীণ অঞ্চলে জলবায়ু চরম প্রকৃতির হয়ে থাকে | কিন্তু সমুদ্রের পাশের এলাকায় সমুদ্রের প্রভাবের জন্য উষ্ণতা কখনই খুব বেশি বা খুব গরম হয় না অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন হয় |


• নগরায়ণ ও শিল্পায়ন : শহরের যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া তাপ শোষণ করে বায়ুর ও ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়িয়ে দেয় | নগর ও শিল্পাঞ্চলেরবায়ুতে কার্বন-ডাই-অক্সাইড সহ নানা ধরনের গ্রিনহাউস গ্যাসও উপস্থিত থাকে যার ফলেসেই অঞ্চলের বায়ুমন্ডলের উষ্ণতা স্বাভাবিকের তুলনায়বেড়ে যায় |

 

READ ALSO

দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল টাস্ক PART 1 সমাধান 

দশম শ্রেণী গণিত মডেল টাস্ক সমাধান PART 1  

দশম শ্রেণী গণিত মডেল টাস্ক সমাধান PART 2

দশম শ্রেণী ভূগোল মডেল টাস্ক সমাধান PART 1

দশম শ্রেণী ভূগোল মডেল টাস্ক সমাধান PART 2

 

Class 10 এর অন্যান্য Model Activity Task এর লিংক নিচে দেওয়া হলো 👇 :

CLASS 10 Math Model Task PART 1

CLASS 10 Math Model Task PART 2

CLASS 10 Math Model Task PART 3

CLASS 10 Life Sc. Model Task PART 1

CLASS 10 Life Sc. Model Task PART 2

CLASS 10 Life Sc. Model Task PART 3

CLASS 10 Physical Sc. Model Task PART 1

CLASS 10 Physical Sc. Model Task PART 2

CLASS 10 Physical Sc. Model Task PART 3


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: WBBSE Class 10 Model Activity Task, Model Activity Task Solutions Geography, class 10 model activity task solutions, model activity task class 10 geography part 3 WBBSE Class 10 Geography Model Activity Task Answers, wbbse class 10 Geography model activity task part 3, দশম শ্রেণী  ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

 

1/Post a Comment/Comments

Please put your valuable comments.

Post a Comment

Please put your valuable comments.

Previous Post Next Post