এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া দশম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি | এই পোস্টে পার্ট 2 এর সমাধানগুলি আলোচনা করা হয়েছে |
(WBBSE Class 10 Geography Model Activity Task Solutions)
MODEL ACTIVITY TASK
Class 10 : GEOGRAPHY
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ করা যায় কেন ?
উত্তর:
- যান্ত্রিক আবহবিকারের প্রাবল্যঃ যান্ত্রিক আবহবিকারে শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে অবশেষে বালি কণায় পরিণত হয়। বালি বায়ু ক্ষয়কার্য এর প্রধান উপাদান।
- বৃষ্টির অভাবঃ বৃষ্টি এখানে হয় না। বালিস্তর সর্বদা আলগা ও শিথিল থাকে | ফলে সেই বালিকণা গুলিকে বায়ু সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে।
- গাছপালার অভাবঃ বৃষ্টির অভাবে গাছপালা নেই বলেই বায়ু বাধাহীন ভাবে প্রবাহিত হতে পারে ।
২. কীভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবন কে প্রভাবিত করছে ?
উত্তরঃ গ্রিনহাউস এফেক্ট, ওজোনস্তর ধ্বংসের কারণে পৃথিবীব্যাপী উষ্ণতাবৃদ্ধিজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাবে সরাসরি পড়ছে সুন্দরবন অঞ্চলে। এই অঞ্চলে প্রতি দশ উষ্ণতা ০,৫ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ছে।
- জলের উচ্চতা বৃদ্ধি: ২০১৫ সালের ৩০ মার্চ World Bank রিপোর্ট অনুযায়ী সুন্দরবন অঞ্চলের জলতল ৩থেকে ৮ মিমি করে বাড়ছে। এর প্রভাবে লোহাচড়া, নিউমুর, ঘোরামারা ইত্যাদির মতো কিছু দ্বীপ জলের তলায় চলে যাচ্ছে এবং কিছু দবিপে ভূমিক্ষয় ঘটছে।
- ঘূর্ণিঝড়: সমুদ্রজলের উষ্ণতা বৃদ্ধির কারণে এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশ বাড়ছে। ২০০৯ সালে আয়লা ঝড়ে ৪০০ কিমি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
- ভূমির লবনতা বৃদ্ধি: জলতল বেড়ে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত জল কৃষি জমিতে প্রবেশ করে জমির লবনাতা বাড়িয়ে তুলছে।
- বনভূমি ধংস: বিগত এক দশকে প্রায় ৩.৭% ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে।
৩. বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ?
উত্তর: বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা গুলি নিম্নে আলোচনাকরা হল:
- ভূগর্ভস্থ জল বা কর্পোরেশনের সরবরাহ করা জল ছাড়াও এটি হল জলের আর একটি উৎস।
- যেখানে অন্য কোনও ধরনের জলের উৎস নেই সেখানে নানা কাজে এই জল লাগানো যায়।
- উচ্চ গুণমানসম্পন্ন জল। এতে কোনও রাসায়নিক পদার্থ নেই এবং পরিশুদ্ধ।
- জল সরবরাহের খরচ কম।
- বৃষ্টির জল সংরক্ষণ করলে বন্যা রোধ করা যায়। ফলে মাটির উপরের স্তরের ক্ষয় কমে।
৪. এল নিনো ও লা নিনা কীভাবে ভারতের মৌসুমি বায়ুকে প্রভাবিত করে ?
উত্তর: মৌসুমি বায়ুর আগমন ও কার্যকারিতা এল নিনো ও লা নিনার উপর অনেকটা নির্ভরশীল। এল নিনো বছরে মৌসুমি বায়ু অত্যন্ত দুর্বল হয় বলে ভারতীয় উপমহাদেশ অঞ্চলে বৃষ্টিপাত কমে এবং শক্তি শালি এল নিনোর বছরে খরার প্রাদুর্ভাব হতে পারে। লা নিনার বছরে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় হয়। যে বছর লা নিনা ঘটে সে বছর বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি ঘটে এবং শক্তিশালী লা নিনার প্রভাবে ভারতীয় উপমহাদেশে প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দেয়।
Class 10 এর অন্যান্য Model Activity Task এর লিংক নিচে দেওয়া হলো 👇 :
▶ CLASS 10 Math Model Task PART 1
▶ CLASS 10 Math Model Task PART 2
▶ CLASS 10 Math Model Task PART 3
▶ CLASS 10 Life Sc. Model Task PART 1
▶ CLASS 10 Life Sc. Model Task PART 2
▶ CLASS 10 Life Sc. Model Task PART 3
▶ CLASS 10 Physical Sc. Model Task PART 1
▶ CLASS 10 Physical Sc. Model Task PART 2
▶ CLASS 10 Physical Sc. Model Task PART 3
তোমাদের
কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে
জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Model Activity Task, Model Activity Task Solutions Geography, class 10 model activity task solutions, model activity task class 10 geography part 2 WBBSE Class 10 Geography Model Activity Task Answers, wbbse class 10 Geography model activity task part 2, দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
Kono tulona nai ato sundor kre answer deya achhe😊
ReplyDeleteThank you so much for this
ReplyDeleteThank u jara ay answer gulo text kore post koreche
ReplyDeletePost a Comment
Please put your valuable comments.