
শর্তাধীন সম্ভাবনাConditional Probability
দ্বাদশ শ্রেণী Class 12
Day : 2

ধর্ম - ৪: (Multiplication theorem of conditional probability)
$\small P(A\cap B)=P(A).P(B/A)$
$\small P(B\cap A)=P(B).P(A/B)$
ধর্ম - ৫: (Extension of Multiplication Theorem)
n সংখ্যক ঘটনা $\small A_1,A_2,A_3,.....,A_n$ এর জন্য
$\small P(A_1 \cap A_2 \cap A_3 \cap ...... A_n)$
$\small =P(A_1)P(A_2 /A_1)P(A_3/A_1 \cap A_2)..... P(A_n/A_1 \cap A_2 \cap ....\cap A_{n-1})$
Example:
Q.একটি ব্যাগে 10 টি সাদা এবং 15 টি কালো রঙের বল আছে।ক্রমান্বয়ে পুনঃস্থাপন না করে দুটি বল তোলা হল। প্রথম বলটি সাদা ও দ্বিতীয় বলটির কালো রঙের হওয়ার সম্ভাবনা কত?
উত্তর:
A: প্রথমে তোলা বলটি সাদা রঙের
B: দ্বিতীয় তোলা বলটি কালো রঙের
আমাদের দরকার: $\small P(A\cap B)=?$
$\small P(A)=\frac{10}{25}$
$\small P(B/A)=\frac{15}{24}$
কারণ: প্রথম তোলা বলটি সাদা রঙের হওয়ার পর 24 টি বল অবশিষ্ট থাকে, যাদের মধ্যে 15 টি কালো বল থাকে।
$\small P(A\cap B)=P(A)P(B/A)=\frac{2}{5}.\frac{5}{8}$
Notice: Practice Set of Conditional Probability will be update on our Telegram Group
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Pageএছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Post a Comment
Please put your valuable comments.