
MatrixClass - 12Day: 1

আজ আমরা ম্যাট্রিক্স অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সমাধান শিখবো|
ম্যাট্রিক্স কী?(What is Matrix?)
সহজ ভাষায়, ম্যাট্রিক্স হল একটি সারি-স্তম্ভ ভিত্তিক কাঠামো যার ভেতরে প্রতিটি সারি ও স্তম্ভের জন্য একটি নির্দিষ্ট পদ(element) বর্তমান।
উদাহরণ (1): ধরুন শিলিগুড়িতে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperatute)$\small 33^{o}$ ও সর্বনিম্ন তাপমাত্রা(Lowest Temoaratute)$\small 23^{o}$, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা(HT=Highest Temperatute) $\small 42^{o}$ও সর্বনিম্ন তাপমাত্রা(Lowest Temparature) $\small 32^{o}$
ধরি, H ম্যাট্রিক্স দ্বারা উপরি উল্লিখিত তথ্য পরিবেশন করা হলো:
$\small H =\begin{bmatrix} 33_{S,HT} & 23_{S,LT} \\ 42_{K,HT}& 5_{K,LT}\end{bmatrix}$,
S,HT= Highest Temperature at Siliguri
S,LT= Lowest Temperature at Siliguri
K,HT= Highest Temperature at Kolkata
K,LT= Lowest Temperature at Kolkata
ম্যাট্রিক্সের ক্রম: (Order of a Matrix)
একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা নির্ধারনের জন্য ক্রম নির্ধারন করা হয়। ধরি, একটি ম্যাট্রিক্স A তার ক্রম $\small (m \times n)$ এর দ্বারা বোঝানো হয় ম্যাট্রিক্সটির সারি সংখ্যা m ও স্তম্ভ সংখ্যা n।
$\small A_{m\times n}=a_{ij}$, $\small i=1(1)m,j=1(1)n$
$\small a_{ij}$ দ্বারা ম্যাট্রিক্সের $\small ij$ তম পদ নির্দেশ করা হয় বা বলা যায় i তম সারি ও j তম স্তম্ভে অবস্থিত পদ নির্দেশ করা হয়।
উপরের উদাহরনে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা 2
উদাহরণ: A ম্যাট্রিক্স নির্ধারণ করো, যখন $\small a_{ij}=\frac{(i+j)^2}{2}$.
সারি ম্যাট্রিক্স: (Row Matrix)
যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি সারি থাকে তাকে বলে সারি ম্যাট্রিক্স।
উদাহরণ: উপরের উদাহরনের থেকে বলে যায় $\small \begin{bmatrix} 33 & 23 \end{bmatrix}$
স্তম্ভ ম্যাট্রিক্স: (Coloumn Matrix)
যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি স্তম্ভ থাকে তাকে বলে স্তম্ভ ম্যাট্রিক্স।
উদাহরণ: উপরের উদাহরনের থেকে বলে যায় $\small \begin{bmatrix} 33\\42 \end{bmatrix}$
শূন্য ম্যাট্রিক্স: (Null Matrix)
যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য তাকে বলে শূন্য ম্যাট্রিক্স।
$\small \begin{bmatrix} 0 & 0 \\ 0& 0 \end{bmatrix}$
Upper triangular Matrix:
$\small A=[a_{ij}]$ Matrix এর $\small a_{ij}=0,\forall i>j$ হলে তাকে বলে Upper triangular Matrix।
$\small \begin{bmatrix} 1 & 2 & 3\\ 0& 4 & 5\\ 0& 0 & 6 \end{bmatrix}$
Lower triangular Matrix:
$\small B =[b_{ij}]$ Matrix এর $\small b_{ij}=0,\forall i<j$ হলে তাকে বলে Lower triangular Matrix।
একটি ম্যাট্রিক্সের সাথে স্কেলারের গুণ: (Matrix scaler multiplication)
একটি ম্যাট্রিক্স A এর সাথে স্কেলার k গুণ করলে ম্যাট্রিক্সের পদগুলি হয় $\small ka_{ij}$ যখন $\small i=1(1)m,j=1(1)n$।
তিনটি ম্যাট্রিক্স এইরূপে বন্টিত $\small 3X-2Y+4Z=0$
$\small X=\begin{bmatrix} 2 & 3 \\ 4& 5\end{bmatrix}$,
$\small Y=\begin{bmatrix} 3& 4 \\ 5& 6\end{bmatrix}$, Z ম্যাট্রিক্স নির্ণয় করো।
উত্তর:
$\small 3X=\begin{bmatrix} 6 & 9 \\ 12& 15\end{bmatrix}$,
$\small 2Y=\begin{bmatrix} 6& 8 \\ 10& 12\end{bmatrix}$,
$\small 3X-2Y=\begin{bmatrix} 0 & 1 \\ 2& 3\end{bmatrix}$,
$\small 3X-2Y+4Z=0$ এর থেকে পাই,
$\small Z=\frac{1}{4}\begin{bmatrix} 0 & -1 \\ -2& -3\end{bmatrix}$
1. $\small \begin{bmatrix} x^2\\ y^2 \end{bmatrix}+ \begin{bmatrix} 2x\\ 3y \end{bmatrix}=3\begin{bmatrix} 7\\ -3 \end{bmatrix}$ হলে $\small x$ ও $\small y$ এর মান কত?
2. $\small \begin{bmatrix} x&5 \\ 7 & y-3\end{bmatrix}+\begin{bmatrix} 3&4 \\ 1 &2\end{bmatrix}=\begin{bmatrix} 7&14 \\ 15 &14\end{bmatrix}$ নীচের ম্যাট্রিক্স সমীকরণ থেকে $\small x$ ও $\small y$ এর মান কত?
দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল: (Addition and Subtraction of Matrices)
দুটি ম্যাট্রিক্স $\small A_{m\times n}$ ও $\small B_{m\times n}$ এর যোগফল বা বিয়োগফলের অর্থ $\small A_{m\times n}+B_{m\times n}$ বা $\small A_{m\times n}-B_{m\times n}$ এর পদগুলি হবে : $\small a_{ij}+b_{ij}$ বা $\small a_{ij}-b_{ij}$ যখন $\small i=1(1)m,j=1(1)n$।
(i)$\small A_{m\times n}+B_{m\times n}=B_{m\times n}+A_{m\times n}$
(ii)$\small (A_{m\times n}+B_{m\times n})+C_{m\times n}=A_{m\times n}+B_{m\times n}+C_{m\times n}$
(iii)$\small A_{m\times n}+O_{m\times n}= O_{m\times n}+A_{m\times n}$
(iv)$\small A_{m\times n}+(-A_{m\times n})=O_{m\times n}$
উদাহরণ:
X ম্যাট্রিক্স নির্ধনারণ করো:
$\begin{bmatrix} 2 & 3 \\ 4 & -7 \end{bmatrix}+X=\begin{bmatrix} -1 & 2 \\ 0 & 3 \end{bmatrix}$
উত্তর: $\small X=\begin{bmatrix} -1 & 2 \\ 0 & 3 \end{bmatrix}-\begin{bmatrix} 2 & 3 \\ 4 & -7 \end{bmatrix}$
or, $\small X=\begin{bmatrix} -3 & -1 \\ -4 & 10 \end{bmatrix}$
নিজে করো:
দুটি ম্যাট্রিক্সের গুণফল: (Multiplication of two matrices)
1. যদি $\small A=\begin{bmatrix} cos\theta & isin\theta \\ isin\theta& cos\theta \end{bmatrix}$ হয় তবে দেখাও $\small A^{n}=\begin{bmatrix} cos\space n\theta & isin\space n\theta \\ isin\space n\theta& cos\space n\theta \end{bmatrix}$ হবে।
3. যদি $\small A=\begin{bmatrix} 0 & 1 \\ 0&0\end{bmatrix}$ হয় তবে দেখাও$\small (aI+bA)^{n}=a^n I+n a^{n-1} A$ হবে।
দুটি ম্যাট্রিক্সের তুলনা : (Comparison between two matrices)
দুটি ম্যাট্রিক্স $\small A_{m\times n}$ ও $\small B_{m\times n}$সমান হওয়ার শর্ত: $\small a_{ij}=b_{ij}$ যখন $\small i=1(1)m,j=1(1)n$।
1. $\begin{bmatrix} x+y & y-z \\ z-2x & y-x \end{bmatrix}$=$\begin{bmatrix} 3 & -4 \\ 1 & -1 \end{bmatrix}$ নীচের ম্যাট্রিক্স সমীকরণ থেকে $\small x,y,z$ এর মান নির্ণয় করো।
উত্তর: দুটি ম্যাট্রিক্স তুলনা করে পাই
$\small x+y=3$
$\small z-2x=1$
$\small y-x=-1$
$\small y-z=-4$
সমীকরণ সমাধান করলে পাওয়া যাবে $\small x,y,z$ এর মানহবে যথাক্রমে $\small 2,1,5$
নিজে করো:
নীচের ম্যাট্রিক্স সমীকরণ থেকে $\small x,y,z$ এর মান নির্ণয় করো।
1.$\small \begin{bmatrix} 2x+1 & 3y \\ 0& y^2-5y \end{bmatrix}$=$\small \begin{bmatrix} x+3& y^2+2 \\ 0 & -6 \end{bmatrix}$
Post a Comment
Please put your valuable comments.