[PART 7] WBBSE Class 10 Geography Model Activity Task Part 7 Answers 2021 | দশম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 সমাধান | October Month

wbbse-class10-model-activity-tasks-solutions-geography-part7-october

 

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2021 সালের October  মাসের  দশম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 7 এর সমাধানগুলি |

(WBBSE Class 10 Geography Model Activity Task 2021 Solutions Part 6 October Month)

 

MODEL ACTIVITY TASK 2021

CLASS 10

ভূগোল

Month: October

PART 7

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  :  ১ × ৪ = ৪

১.১ মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো - 

উত্তর : ঘ) ওয়াদি 

 

১.২ যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো -

উত্তর : খ) অপসারণ 

 

১.৩ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ করা যায় -

উত্তর : ক) শীতকালে 

 

১.৪ ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো -

উত্তর : গ) বেঙ্গালুরু 

 

২. একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১ × ৪ = ৪

২.১ বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কি নাম পরিচিত ?

উত্তর : বার্খান বালিয়াড়ি নামে পরিচিত ।

 

২.২ হিমবাহের উৎপাটন প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো ।

উত্তর :করি বা সার্ক ।

 

২.৩ ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তুপ পর্বতের নাম লেখো । 

উত্তর : সাতপুরা পর্বত ।

 

২.৪ ভারতের কোন কৃত্তিকা কার্পাস চার্ষের পক্ষে আদর্শ ?

উত্তর : কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা ।

 

আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :  ২ × ২ = ৪

৩.১ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো । 

উত্তর :  যখন অসংখ্য উদ্দেশ্য সাধনের জন্য নদীকে পরিকল্পনার আওতায় আনা হয় তাকে বহুমুখী যদি পরিকল্পনা বলে। 

বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য হলো -

  • শিল্পে প্রয়োজনীয় জল সরবরাহ ও পানীয় জলের জোগান । 
  • বন্যা নিয়ন্ত্রণ ।

 

৩.২ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনো দুটি উপায় উল্লেখ করো । 

উত্তর: স্বাধীনতার পর থেকে কৃষির উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । 

রতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনো দুটি উপায় হলো −

  • উৎপাদনশীল বীজ : স্বাধীনতার পর থেকে উচ্চফলনশীল বীজের সংখ্যা বেড়েছে প্রায় ২০ । 
  • জলসেচ : দ্রুত হরে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটিয়ে জমিকে বহুফসলি জমিতে ব্যবহার করা হয়েছে । 

 

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :  ৩ × ১ = ৩

৪.১ 'ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম' - বক্তব্যটির যথার্থতা বিচার করো । 

উত্তর : পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সড়ক একটি অন্যতম প্রধান পরিবহন মাধ্যম। ভারতেও পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অপরিসীম । 

  • দ্রুততর পরিবহন : সড়কের মাধ্যমে যেকোনো জিনিস অতি সহজে অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। 
  • কাঁচামালের সহজলভ্যতা : সড়কপথের দ্বারা সহজেই কৃষিজ ও কাঁচামাল তথা খনিজ কাঁচামাল খনি থেকে উত্তলোন করে শিল্প কেন্দ্রে পাঠানো যায়। 
  • পার্বত্য যোগাযোগ নির্মাণ : উত্তর ভারত তথা ভারতের পার্বত্য অঞ্চল গুলিতে রেলপথ নির্মাণ অসম্ভব তাই এই ক্ষেত্রে সড়ক পথই সবচেয়ে ভালো উপায় ।

 

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :   ৫ × ১ = ৫

৫.১ ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো । 

উত্তর : বিভিন্ন প্রকার প্রাকৃতিক পরিবেশ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের মূল কারণ । ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি হলো −

  • ভূ প্রকৃতি : গঙ্গা-সিন্ধু-ব্রহ্মপুত্র অববাহিকা ও উপকূলীয় সমভূমি অঞ্চলের ভূমি সমতল এবং মৃত্তিকা উর্বর হওয়ায় কৃষি ও শিল্প পরিবহণ ব্যবস্ত্রহা উন্নত । তাই জনসংখ্যা অত্যন্ত বেশি ।
  • নদনদী : ভারতের নদী অববাহিকা গুলি যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি যথেষ্ট উর্বর, এখানে জলসেচের সুযোগ বেশি, শিল্প ও পানীয় জলের জোগানের সুবিধার জন্য এখানে জনসংখ্যা বেশি । 
  • জলবায়ু : জনসংখ্যার স্থানীয় বন্টন জলবায়ুর উপাদানগুলি, যেমন- উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, শীতের প্রকোপ দ্বারা প্রভাবিত হয়। ভারতের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মনোরম হওয়ায় জনবসতি বেশি। 
  • মৃত্তিকা : মৃত্তিকার গুণাবলীর ওপর নির্ভর করে কৃষির ফল কেমন হবে । গঙ্গা অববাহিকায়, উপকূলীয় সমভূমিতে, ডেকানট্র্যাপ অঞ্চলে উর্বর মৃত্তিকার কারণে জনবসতি বেশি । 
  • বনভূমি : উত্তর-পূর্বের পার্বত্য ও পাহাড়ী অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গভীর বনভূমিতে জনবসতি গড়ে ওঠার পক্ষে প্রাকৃতিক পরিবেশ অন্তরায়, তাই জনবসতি কম ।
    

    CLASS 10 Model Activity Task Links   

Part 7丨English Model Activity Task 

Part 7丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

Part 7丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক



তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 claass-

Tags:  WBBSE Class 10 Geography Model Activity Task 2021, Model Activity Task Solutions Geography Part 7 2021, Class 10 Geography Model Activity Task October Month, class 10 model activity task part 7 solutions, Model Activity Task Class 10 Geography PART 7, WBBSE Class 10 Geography Model Activity Task 2021 Answers, wbbse class 10 geography model activity task part 7, দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 7

© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post