প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ Letter Writing |
Madhyamik English 2022
মাধ্যমিক 2022
কীভাবে লিখবে Letter Writing ?
Writing Letters of Different types
1. Private letters or Personal Letters :
বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতি ব্যক্তিদের মধ্যে ব্যক্তিগত বিষয়ে যে চিঠিপত্রের আদান-প্রদান হয়, তাকে বলে Private letters or Personal Letters|
2. Social letters :
জন্মদিন বা অন্য কোনও অনুষ্ঠানে কাউকে নিমন্ত্রণের জন্য যে চিঠি দেওয়া হয় এবং সেই চিঠির জবাবে যে চিঠি জবাবে যে চিঠি পাঠানো হয় তাদের উভয়কেই বলা হয় Social letters|
3. Official letters :
(a) সরকারি, আধা সরকারি, বেসরকারি
(b) স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়
(c) চাকরীর জন্য দরখাস্ত
4. Letters to the Editor :
সংবাদপত্রের সম্পাদকের কাছে লিখিত চিঠিপত্র এই পর্যায়ভুক্ত|
5. Business letters :
ব্য্যবসা-বাণিজ্য সংক্রান্ত চিঠি|
6. Letters in Response to the advertisement :
বিজ্ঞাপনের উত্তরে বিজ্ঞাপনদাতার কাছে চিঠি পাঠানো হয় তা এই পর্যায়ে পড়ে|
7. Other Kinds of Letter:
Telegram, Notice, Circular এই শ্রেণীতে পড়ে|
Different Parts of Personal Letters
Heading :
চিঠির ওপরের ডান দিকের কোণে লিখতে হয়| প্রথম ঠিকানা ও তার নীচে তারিখ
6/2 A S.N Banerjee Lane,
Kolkata - 700014
November 3, 2008
Salutation :
যাকে চিঠি লেখা হয় তাকে সম্ভাষণ করে যা লেখা হয় তাকে Salutation বলে| এটি Heading এর নীচে বাম দিকে লিখতে হয় এবং এরপর Comma(,) বসাতে হয়|
যেমন:
My dear friend, My dear Amal, Dear Sir, Gentlemen, Madam, Sir, My dear Friend.
Body of the Letter :
Salutation এর একটু নীচেই চিঠির মূল অংশ আরম্ভ করতে হয়|
My dear Abir,
I got your letter yesterday. I am very glad to know that your father has bought a car.
Subscription :
চিঠির শেষের নীচের ডান দিকে Subscription লিখতে হয় এবং পরে Comma(,) বসাতে হয়| চিঠির লেখকের সঙ্গে প্রাপকের সম্পর্ক অনুযায়ী Subscription বিভিন্ন প্রকার হতে পারে| যেমন:
Your loving son/daughter, Yours sicerely, Your faithfully, Yours obediently,
Signature :
Subscription এর নীচে লেখকের নাম স্বাক্ষর করতে হয়| গুরুজন বা পরিচিত ব্যক্তির কাছে চিঠি লিখলে শুধু নাম লিখতে হয়| অপরিচিত ব্যক্তির কাছে চিঠিতে পুরো নামটি লিখতে হয়|
Superscription :
যার কাছে চিঠি লেখা হচ্ছে, তাঁর নাম ও ঠিকানা চিঠি শেষ হওয়ার পর নীচের বাঁদিকে লিখতে হয়| শহর হলে বাড়ির নম্বর, রাস্তার নাম, পোস্ট অফিস নম্বর এবং শহরের নাম লিখতে হয়, গ্রাম হলে, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং জেলার নাম লিখতে হয়|
শহর:
Mr Suprio Dasgupta
20, Lenin Sarani
Kolkata - 700014
গ্রাম:
Mr Mahadev Das
Vill-Beliatore
P.O - Beliatore
Dist - Bankura
Example of Personal Letter
(Heading)
Chandan Lodge
31, Beach Road, Puri
October 1, 2005
(Saluation)
My dear Father,
(Body of the letter)
Mother, Munni and I came here Friday last. We are having a happy time. Every morning we battle in the sea and play on the sands. An old nuliah has made me a little boat. It has two white sails and it floats very beautifully.
Mother says you will be here in a few days. I shall be so glad to find you in our midst.
(Subscription)Yours affectionately,
(Signature)Amit
(Superscription)
Sri Debdas Banarjee
115, Roybahadur Road,
Kolkata-700034
Different Parts of Official Letters
(a) সাধারণত সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিসে অভাব-অভিযোগ জানিয়ে বা তাদের কাছে কিছু জানতে চেয়ে Official Letter লেখা হয়| এছাড়া সরকারিভাবে কোনও ব্যক্তি বা সংস্থাকেও Official Letter লেখা হয়|
(b) চাকরির দরখাস্ত, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভারপ্রাপ্ত প্রধানকে লেখা চিঠিও Official Letter|
To
যার কাছে চিঠি লেখা হচ্ছে তাঁর পদের নাম
তাঁর অফিস বা সংস্থার নাম এবং ঠিকানা লিখতে হবে
Subject:(চিঠির বিষয়বস্তু)
কি বিষয়ে লেখা হচ্ছে তা উল্লেখ করতে হবে
Salutation
Body of the Letter (চিঠির বিষয়বস্তু)
Place : ___________
Subscrption
Date: ____________
Singnature
Example of Letters relating to school, college or university affairs
Letters to the Editor
Example of Editorial Letter
To
The Editor
The Times of India
Kolkata
Sir,
I want to express my serious concern over the constantly rising prices of essential commodities like rice, wheat, sugar, edible oils, potatoes and other vegetables as well as fish and meat during the last two years. It has become almost impossible for a large section of the people in the fixed income group to obtain two square meals a day when the prices are sky-rocketing. One wonders how thousands of the unemployed in India manage to survive in these days of high prices. No wonder we find in the papers daily reports of crimes like snatching, theft and burglary being committed, It is suspected that hoarders are behind these abnormally high prices. I urge the government to take drastic steps to punish the hoarders and bring down prices of the basic needs of life.
Yours truly,
Nirmalya Das
Budge Budge, 24 Pgs
20.05.12
অন্যান্য প্রবন্ধ রচনার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.