প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত |
এই পোস্ট সম্পূর্ন ভাবে অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে। এই পোস্ট দ্বারা কোনোভাবেই একটা নির্দিষ্ট ছাত্র/ছাত্রীকে "ডিমোটিভেট" করার চেষ্টা করা হচ্ছে না, এই পোস্ট ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়তা করবে। প্রতিটি বিষয় জানার প্রয়োজন রয়েছে ও সার্বিক জ্ঞান একজন ছাত্র/ছাত্রীকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেয়।
ভূগোল বিষয়টির সাথে প্রকৃতি, ভৌত বিজ্ঞান এবং গণিত অদ্ভত ভাবে জড়িয়ে আছে। একজন ভূগোলে ডিগ্রি প্রাপ্ত ছাত্রের কর্মজীবনের ক্ষেত্রে অনেক গুলো ভিন্ন পথ খোলা থাকে। একজন মানুষ যদি ভূগোলে অতন্ত্য পারদর্শী হয় তাহলে সে ব্যবসা, রাজনীতি, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ভূগোল হল পৃথিবীর ভৌত বৈশিষ্ট্যগুলির বৈজ্ঞানিক অধ্যায়ন এবং কীভাবে মানুষ এই বৈশিষ্ট্যগুলির দ্বারা প্রভাবিত হয় এবং প্রভাবিত করে। ভূগোলের ডিগ্রি বিশ্লেষণ এবং গাণিতিক বিশ্লেষণের মধ্যামে প্রকৃতি এবং ভৌত বিজ্ঞান নিয়ে দক্ষতা প্রদান করে। ভূগোলের কোর্সগুলি শিক্ষার্থীদের সঠিক অধ্যায়ন, ব্যাখ্যা এবং মানচিত্র তৈরি করতে শেখায়। ভূগোlলের শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে তাদের অর্জিত ভূগোলের জ্ঞান ব্যবহার করে গবেষণা, পরিকল্পনা এবং পরামর্শের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষমতা রাখে।
Career Scope of Geography (ভূগোল নিয়ে পড়ার ভবিষ্যৎ)
ভূগোল নিয়ে পড়ার পর কিছু কর্মসংস্থানের কথা বিশেষভাবে বলা যায়, সেগুলি হল-
- নগর ও গ্রামীণ পরিকল্পনা (urban and Rural Planning)
- মানচিত্রকার (Cartography)
- জলবায়ু বিশ্লেষণ (Climate Analysis)
- জনসংখ্যা বিশ্লেষণ (Population Analysis)
- পরিচেশ বিজ্ঞান (Environmental Science)
- প্রকৃতি সংরক্ষণ অভয়ারণ্য (Nature Conservation Sanctuaries)
- ভ্রমণ ও পর্যটন (Travel and Tourism)
- শিক্ষা (Education)
- পরিবেশ আইন (Environmental Law)
2. Cartographer মানচিত্রকারঃ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে মানচিত্রকাররা নির্দিষ্ট জায়গায় মানচিত্র তৈরি করে এবং প্রতিনিয়ত ভূমিরূপের বদলের সাথে সাথে যাচাই করতে থাকে।
3. Town Planner বা পরিকল্পনাঃ একজন নগর পরিকল্পনাকারী একটি নতুন এলাকা বা শহরকে সার্বিকভাবে বিশ্লেষণ করে বসবাসের যোগ্যতা বিচার করে। এরা সাধারণত সরকারী সেক্টরে এবং সরকারের অধিনে উন্নয়ন বিভাগের সাথে কাজ করে।
4. Conservation Officer বা সংরক্ষণ কর্মকর্তাঃ একজন সংরক্ষণ কর্মকর্তা সরকারের অধীনে বন্যপ্রাণী সুরক্ষা এবং বন বিভাগের একজন গুরুত্বপূর্ণ পদ। সংরক্ষণ কর্মকর্তারা বন্যপ্রাণী এবং পরিবেশ রক্ষায় কাজ করে।
5. Geographical Information Systems Officers বা ভৌগলিক তথ্য ব্যবস্থা পরিচালনাঃ এই পদে কর্মরত একজন ব্যক্তিকে প্রধানত রাজ্য জুড়ে বিভিন্ন ভুমি এবং অঞ্ছলের সাথে সম্পর্কিত তথ্য সংমিশ্রণ, মূল্যায়ন এবং রেকর্ড করার দায়িত্ব থাকে। এই পদের কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা, পরিবহন এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করতে হতে পারে।
Teacher/Lecturer/Professor
Hydrologist
Meteorologist
Pollution Analyst
Travel and tourism Advisor and planner
Environmental Lawyer
Wildlife Conservationist
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: arts stream, arts stream benefits, arts stream subjects, arts stream in wbhsc, fields in arts stream, scopes in arts stream, scope in geography, future for geography students, government jobs for geography students, private jobs in geography, research in geography,
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.