এই পোস্ট সম্পূর্ন ভাবে অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে। এই পোস্ট দ্বারা কোনোভাবেই একটা নির্দিষ্ট ছাত্র/ছাত্রীকে "ডিমোটিভেট" করার চেষ্টা করা হচ্ছে না, এই পোস্ট ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়তা করবে। প্রতিটি বিষয় জানার প্রয়োজন রয়েছে ও সার্বিক জ্ঞান একজন ছাত্র/ছাত্রীকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেয়।
আজ আমরা এমন একটি সাবজেক্ট কম্বিনেশনের বিষয়ে আলোচনা করবো যা আর্টস,কমার্স,সায়েন্স সবার জন্য প্রযোজ্য। এই বিষয়গুলো যেকোনো বিভাগের ক্ষেত্রেই অতীব প্রয়োজনীয় ও ভালো ভবিষ্যতের পথ দেখায়।
উচ্চ মাধ্যমিকে বাংলা ইংলিশ Compulsory তাই আজ আমরা সেই দুটি বিষয় বাদে বাকি ৩ টি বিষয় ও 4th সাবজেক্ট (Optional Subject) নির্বাচন কৌশল নিয়ে আলোচনা করবো।
উদাহরণ :
Bengali | (Compulsory) in H.S |
English | (Compulsory) in H.S |
Economics | Arts, Commerce & Scinece |
Geography | Arts |
Computer Application | Science |
Math | Science |
এই বিষয়গুলো একত্রে পড়লে সুবিধাগুলি হল :
1. এই বিষয়গুলো তিনটি বিভাগকে একত্রিত করে এমন একটি সাবজেক্ট কম্বিনেশন তৈরি করে যার দ্বারা আপনি প্রফেসনাল ও অ্যাকাডেমিক দুই জায়গাতেই ক্যারিয়ার গড়তে পারবেন।
2. অর্থনীতি কিংবা ভূগোল এর সাথে গণিতের কম্বিনেশন না থাকলে বহু ক্ষেত্রে কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তির সময় সমস্যা হয় কারণ ভূগোল ও অর্থনীতি উভয়েরই মধ্যে কিছু গাণিতিক প্রশ্ন থাকে যা সমাধানের জন্য গণিতের ধারণার প্রয়োজন হয়।
3. কম্পিউটার অ্যাপ্লিকেশন ও গণিতের ধারণা থাকলে ইনফরমেশন টেকনোলজি সম্বন্ধিত বিষয়গুলো নিয়ে পড়াশুনা করা যায় ও ইনফরমেশন টেকনোলজি বর্তমান বিশ্বের শিরদাঁড়া।
4. এই ক্ষেত্রে যে বিষয়টি সর্বদাই মাথায় রাখতে হবে সেটি হল গণিত এই সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে অত্যাবশ্যক। এই ক্ষেত্রে গণিতে মোটামুটি দক্ষতা হলেও যথেষ্ট।
5. ব্যবহারিক দিক থেকে অর্থনীতি বর্তমানে রাষ্ট্রীয় স্তরে অন্যতম আকর্ষণ।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: science stream, science stream benefits, science stream subjects, science stream in wbhsc, fields in science stream, scopes in science stream, scope in mathematics, scope in statistics, future for mathematics students, government jobs for mathematics students, private jobs is statistics, private jobs in mathematics, research in mathematics, best subject combination for class 12 students, science arts commerce subject combination, arts subject combination, commerce subject combination,
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.