প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | আমরা এই পোস্টে মাধ্যমিক ২০২২ এর উদ্দেশ্যে MCQ পরীক্ষার ব্যবস্থা করেছি।
Madhyamik 2022
CLASS 10
Math
Day - 3
Full Marks: 10
1. বার্ষিক 4% সুদের হারে কত বছরে আসল ও সুদের অনুপাত 5:2 হবে
(a) 10 বছর
(b) 20 বছর
(c) $\small 5\frac{1}{2}$ বছর
(d) 30 বছর
2. এক ব্যাক্তি ব্যাংকে 10000 টাকা রেখে 2 বছর পড় সমূল চক্রবৃদ্ধি 11025 টাকা পেলে, বার্ষিক সুদের হার
(a) 4%
(b) 5%
(c) 6%
(d) 10%
3. $\small x\propto y$ হলে কোনটি সত্য ?
(a) $\small x^2\propto y^3$
(b) $\small x^n\propto y^n$
(c) $\small x^n\propto y^{\frac{n}{2}}$
(d) $\small x^{\frac{n}{2}}\propto y^{n}$
4. O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস C বৃত্তের ওপর বিন্দু CA=CB হলে, $\small \angle CAB$ হবে -
(a) $\small 90^{o}$
(b) $\small 60^{o}$
(c) $\small 45^{o}$
(d) $\small 30^{o}$
5. দুটি গোলকের ব্যাসার্ধের অন্তর 10 সেমি তাদের আয়তনের অন্তর 8800 ঘনসেমি হলে ব্যাসার্ধ হলে ব্যাসার্ধদ্বয়ের গুণফল
(a) 100
(b) 110
(c) $\small 110/3$
(d) $\small 100/3$
6. কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে-
(a) 5%
(b) 10%
(c) 15%
(d) 20%
7. $\small x^2-6x+2=0$ সমীকরণের বীজদ্বয় এর সমষ্টি হবে
(a) 2
(b) -2
(c) 6
(d) -6
8. একটি নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা সমান| এদের ঘনফলের অনুপাত কত হবে?
(a) 3:2
(b) 11:3
(c) 2:3
(d) 4:3
9.(x+2) এবং (x-3) এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে
(a) 3
(b) 2
(c) -6
(d) 6
10. x^2=25 এর বীজের সংখ্যা
(a) একটি
(b) দুটি
(c) শূন্যটি
(d) কোনোটিই নয়
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: madhyamik 2022, madhyamik 2022 mcq test, madhyamik 2022 math, class 10 mcq test, class 10 math mcq test, মাধ্যমিক গণিত MCQ,
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.