Daily MCQ Test | Mathematics | Madhyamik 2022| Pothonpathon


প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | আমরা এই পোস্টে মাধ্যমিক ২০২২ এর উদ্দেশ্যে MCQ পরীক্ষার ব্যবস্থা করেছি।

Madhyamik 2022

CLASS 10

Math 

Day - 3

Full Marks: 10



1. বার্ষিক 4% সুদের হারে কত বছরে আসল ও সুদের অনুপাত 5:2 হবে

(a) 10 বছর

(b) 20 বছর

(c) $\small 5\frac{1}{2}$ বছর

(d) 30 বছর

2. এক ব্যাক্তি ব্যাংকে 10000 টাকা রেখে 2 বছর পড় সমূল চক্রবৃদ্ধি 11025 টাকা পেলে, বার্ষিক সুদের হার 

(a) 4%

(b) 5%

(c) 6%

(d) 10%

3. $\small x\propto y$ হলে কোনটি সত্য ?

(a) $\small x^2\propto y^3$

(b) $\small x^n\propto y^n$

(c) $\small x^n\propto y^{\frac{n}{2}}$

(d) $\small x^{\frac{n}{2}}\propto y^{n}$

4. O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস C বৃত্তের ওপর বিন্দু CA=CB হলে, $\small \angle CAB$ হবে -

(a) $\small 90^{o}$

(b) $\small 60^{o}$

(c) $\small 45^{o}$

(d) $\small 30^{o}$

5. দুটি গোলকের ব্যাসার্ধের অন্তর 10 সেমি তাদের আয়তনের অন্তর 8800 ঘনসেমি হলে ব্যাসার্ধ হলে ব্যাসার্ধদ্বয়ের গুণফল 

(a) 100

(b) 110

(c) $\small 110/3$

(d) $\small 100/3$

6. কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে-

(a) 5%

(b) 10%

(c) 15%

(d) 20%

7. $\small x^2-6x+2=0$ সমীকরণের বীজদ্বয় এর সমষ্টি হবে 

(a) 2

(b) -2

(c) 6

(d) -6

8. একটি নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা সমান| এদের ঘনফলের অনুপাত কত হবে?

(a) 3:2

(b) 11:3

(c) 2:3

(d) 4:3

9.(x+2) এবং (x-3) এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে

(a) 3

(b) 2

(c) -6

(d) 6

10. x^2=25 এর বীজের সংখ্যা 

(a) একটি

(b) দুটি

(c) শূন্যটি

(d) কোনোটিই নয়


pothon-pathon-online-telegram-channel
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন


Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন

 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik 2022, madhyamik 2022 mcq test, madhyamik 2022 math, class 10 mcq test, class 10 math mcq test, মাধ্যমিক গণিত MCQ, 

© Pothon Pathon Online 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post