গণিত নিয়ে পড়লে ভবিষ্যৎ কেমন হবে? | জেনে নাও কিছু তথ্য | পঠনপাঠন Advise Series

 


প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | 

এই পোস্ট সম্পূর্ন ভাবে অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে। এই পোস্ট দ্বারা কোনোভাবেই একটা নির্দিষ্ট ছাত্র/ছাত্রীকে "ডিমোটিভেট" করার চেষ্টা করা হচ্ছে না, এই পোস্ট ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়তা করবে। প্রতিটি বিষয় জানার প্রয়োজন রয়েছে ও সার্বিক জ্ঞান একজন ছাত্র/ছাত্রীকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেয়। 

গণিতকে বলা হয় "Mother of Science" কারণ বিজ্ঞানের সর্বত্র গণিতের স্পর্শ পাওয়া যায়। বিজ্ঞান যদি গাড়ি হয় গণিত হল তার পেট্রোল। 

Academic line for Mathematics : 

সাধারণত যারা গণিত ভীষণ পছন্দ করেন তাদের জন্য অ্যাকাডেমিক লাইন চমৎকার। গণিত নিয়ে অনার্স , মাস্টার্স করে স্কুল শিক্ষক হওয়া যায়। তারপর Phd করে কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষা দিলে কলেজ ও পরবর্তীকালে ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার সুযোগ থাকে। মূলত রিসার্চে যাদের তীব্র মনোসংযোগ রয়েছে তাদের জন্য এই লাইন বড়ই উপযোগী।

Professional line for Mathematics : 

ভারতে যে সমস্ত সরকারি চাকরির সুযোগ সুবিধা রয়েছে সেগুলোতে গণিতে পারদর্শী হলে বিশেষ সুবিধা পাওয়া যায় Logical Reasoning ও Quantitative Aptitude এর সমাধান ক্ষেত্রে। 

গণিতের এর বিস্তার : 

1. গণিতে সু পারদর্শী হলে গ্র্যাজুয়েশন করা যায় বিভিন্ন বিষয়ে। যেমন : Statistics, Geology ইত্যাদি। এই বিষয়গুলো বর্তমানে চাহিদার উচ্চ শিখরে পৌঁছেছে। 

2. ISRO কিংবা DRDO তে রিসার্চের জন্য গণিতে পারদর্শীদের সুযোগ দেওয়া হয়। 

3. এছাড়া দ্বাদশ শ্রেণীর পর NDA ও গ্র্যাজুয়েশনের পর CDS দিয়ে সরকারি চাকরি পাওয়া যায়। 

4. অনেক ক্ষেত্রে গণিতে গ্র্যাজুয়েশন করে অনেকে IIT এর এন্ট্রান্স পরীক্ষা Jam দিয়ে থাকে ও সেখান থেকে বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরি করা যায়। 

5. গণিতে গ্র্যাজুয়েশনের পর Data Science/M.Tech/M. Stat নিয়ে মাস্টার্স করা যায়। এই বিষয়গুলো প্রফেসনাল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে উপযোগী। 



pothon-pathon-online-telegram-channel
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন


Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন

 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: science stream, science stream benefits, science stream subjects, science stream in wbhsc, fields in science stream, scopes in science stream, scope in mathematics, scope in statistics, future for mathematics students, government jobs for mathematics students, private jobs is statistics, private jobs in mathematics, research in mathematics, 

© Pothon Pathon Online 


0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post