প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | আমরা এই পোস্টে মাধ্যমিক ২০২২ এর উদ্দেশ্যে সত্য/মিথ্যা পরীক্ষার ব্যবস্থা করেছি।
Madhyamik 2022
CLASS 10
Math
Full Marks: 10
সত্য বা মিথ্যা লেখো
1. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হবে |
2. $\small x\propto y$ এবং $\small x\propto z$ হলে $\small xy\propto z$ হবে |
3. বর্গক্ষেত্র এবং রম্বস সর্বদা সদৃশ |
4. দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে, তাদের ব্যাসার্ধ এর দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3 |
5. $\small \sqrt 75$ এবং $\small \sqrt 147$ সদৃশ করণী |
6. গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু |
7. সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর করা হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায় |
8. r একক ব্যাসার্ধবিশিষ্ট একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনকটি তৈরি করা যায় তার কর্ণের দৈর্ঘ্য হল 2r একক|
9. x ও y সরল ভেদে থাকলে xy=ধ্রুবক |
10. $\small ax^2-5x+3=0$ দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হলে অন্য বীজটি হবে $\small \frac{2}{3}$ |
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: madhyamik 2022, madhyamik 2022 true false test, madhyamik 2022 math, class 10 true false test, class 10 math true false test, মাধ্যমিক গণিত সত্য মিথ্যা,
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.