প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2022 সালের January মাসের দশম শ্রেনীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি |
(WBBSE Class 10 Math Model Activity Task Part 1 Solutions January 2022)
MODEL ACTIVITY TASK 2022
CLASS X : MATH
January 2022
PART 1
1.নীচে প্রশ্নগুলির উত্তর লেখো:
(ক) দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো -
উত্তর : (c) x(2x+4)+1
(খ) x2−3x+2=0 সমীকরণটির বীজ দুটি হলো -
উত্তর : (d) 1, 2
(গ) px2+qx+r=0 সমীকরণটি (p, q ,r বাস্তব) দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো-
উত্তর : (c) p≠0
2. সত্য/মিথ্যা লেখো : 1 × 2 = 2
(ক) a,b,c ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a>b ও c>b হলে, ax2+bx+c=0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে |
উত্তর : মিথ্যা
ব্যাখ্যা
ax2+bx+c=0 দ্বিঘাত সমীকরণটিতে a > b এবং c > b
∴ সমীকরণটির নিরূপক,
b2−4ac<0
কিন্তু আমরা জানি যে, কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব হতে হলে, তার নিরূপকের মান 0 অথবা 0 এর থেকে বেশি হতে হবে অর্থাৎ, b2−4ac≥0 হতে হবে |
∴ প্রশ্নে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা |
(খ) ax2+bx+c=0 সমীকরণে a = 0 হলে (b,c বাস্তব), সমীকরণটির একটি রৈখিক সমীকরণে পরিণত হবে |
উত্তর : সত্য
ব্যাখ্যা
ax2+bx+c=0 সমীকরণে a = 0 বসালে পাই,
bx+c=0, যা একটি রৈখিক সমীকরণ |
∴ প্রশ্নে প্রদত্ত বিবৃতিটি সত্য |
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2 × 3 = 6
(ক) x2+Px+2=0 সমীকরণটির একটি বীজ 2 হলে, P এর মান কত হবে?
উত্তর : x2+Px+2=0 ......................(i)
∵ সমীকরণটির একটি বীজ 2
∴ (i) নং সমীকরণে x = 2 বসিয়ে পাই,
(2)2+P×2+2=0
বা, 4+2P+2=0
বা, 6+2P=0
বা, 2P=−6
বা, P=−62
∴ P=−3
∴ P -এর মান −3 (উত্তর)
(খ) x2−4x+5=0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো |
উত্তর :x2−4x+5=0 সমীকরণকে ax2+bx+c=0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই,
a=1,b=−4,ওc=5
∴ নিরূপক = b2−4ac
=(−4)2−4×1×5
=16−20
=−4 (উত্তর)
(গ) ax2+bx+c=0 (a,b,c বাস্তব, a≠0) সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও সমান এবং (ii) বাস্তব ও অসমান হওয়ার শর্তশুলি লেখো |
উত্তরঃ
ax2+bx+c=0 সমীকরণে,
(i) বীজদ্বয় বাস্তব ও সমান হবে যখন নিরুপক, b2−4ac=0 হবে |
(ii) বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যখন নিরুপক, b2−4ac>0 হবে |
4. (ক) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো - দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম | সংখ্যাটি নির্ণয় করো |
উত্তরঃ : ধরি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x
∴ দশক স্থানীয় অঙ্ক =(x−6)
∴ সংখ্যাটি হবে =10(x−6)+x=10x−60+x=11x−60
শর্তানুসারে,
x(x−6)=11x−60−12
বা, x2−6x=11x−72
বা, x2−6x−11x+72=0
বা, x2−17x+72=0
বা, x2−(9+8)x+72=0
বা, x2−9x−8x+72=0
বা, x(x−9)−8(x−9)=0
বা, (x−9)(x−8)=0
হয় অথবা
x−9=0 x−8=0
বা, x=9 বা, x=8
∴ x = 9 হলে,সংখ্যাটি হবে,
11×9−60=99−60=39
∴ x = 8 হলে,সংখ্যাটি হবে,
11×8−60=88−60=28
উত্তর :সংখ্যাটি হবে, 28 অথবা 39 |
(খ) 5x2+2x−3=0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে, α2+β2 এর মান নির্ণয় করো |
উত্তর : ∴ বীজদুটির যোগফল, α+β=−25
বীজদুটির গুণফল, αβ=−35
∴ α2+β2=(α+β)2−2αβ
=(−25)2−2(−35)
=425+65
=4+3025
=3425=1925 (উত্তর)
(গ) সমাধান করো : xx+1+x+1x=2112,x≠0,−1 3
উত্তর : xx+1+x+1x=2112,x≠0,−1
ধরি, xx+1=a
∴ x+1x=1a
∴সমীকরণটি হবে,
a+1a=2112
বা, a+1a=2512
বা, a2+1a=2512
বা, 12a2−25a+12=0
বা, 12a2−(16+9)a+12=0
বা, 12a2−16a−9a+12=0
বা, 4a(3a−4)−3(3a−4)=0
বা, (4a−3)(3a−4)=0
হয় অথবা
(4a−3)=0 (3a−4)=0
বা, a=34 বা, a=43
a=34 হলে,
xx+1=34
বা, 4x=3x+3
বা, 4x−3x=3
∴ x=3
আবার, a=43 হলে,
xx+1=43
বা, 4x+4=3x
বা, 4x−3x=−4
∴ x=−4
∴ নির্ণেয় সমাধান : x=−4,3 (উত্তর)
CLASS 10 Model Activity Task
January 2022 Part 1 All Links
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Math Model Activity Task January 2022 Solutions, Model Activity Task Solutions Math 2022, Class 10 Math Model Activity Task January 2022, class 10 model activity task solutions part 9, Model Activity Task Class 10 Math January Month 2022, WBBSE Class 10 Math Model Activity Task 2021 Answers, wbbse class 10 math model activity task part 9, দশম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 সমাধান পার্ট 9
© Pothon Pathon Online
SO VERY NICE
ReplyDeleteYOUR ANSWER.
Post a Comment
Please put your valuable comments.