প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2022 সালের February মাসের দশম শ্রেনীর জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর সমাধানগুলি |
(WBBSE Class 10 Life Science Model Activity Task Part 2 Answers 2022)
MODEL ACTIVITY TASK 2022
দশম শ্রেণী
জীবনবিজ্ঞান
February 2022
PART 2
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৩ = ৩
১.১ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটি শনাক্ত করো −
উত্তর : (খ) লঘু মস্তিষ্ক
১.২ নীচের যে জোড়টি সঠিক তা নির্বাচন করো −
উত্তর : (ঘ) ফ্লেক্সর পেশি − বাইসেপস
১.৩ মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা স্থির করো −
উত্তর : (গ) ৩১ জোড়া
২. শূন্যস্থান পূরণ করো : ১ × ৪ = ৪
২.১ লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ___________ দ্বারা যুক্ত থাকে ।
উত্তর : লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভারমিস দ্বারা যুক্ত থাকে ।
২.২ কর্নিয়া ___________ মাধ্যম হিসেবে কাজ করে ।
উত্তর : কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ।
২.৩ সাইকেল চালানো ___________ প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ ।
উত্তর : সাইকেল চালানো অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ ।
২.৪ প্যারামেসিয়াম ___________ সাহায্যে গমন করে ।
উত্তর : প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে ।
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২ × ৪ = ৮
৩.১ মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বিশ্লেষণ করো ।
উত্তর : মাছের মাথায় পেছন থেকে শুরু করে লেজ পর্যন্ত মেরুদণ্ডের দু-পাশে 'V' আকৃতির খণ্ডিত মায়োটম পেশি অবস্থিত ।
(i) মাছের দেহের একপাশের মায়োটম পেশিগুলির সংকোচন ঘটলে বিপরীত দিকের পেশিগুলি প্রসারিত হয় হয় । ফলে মাছের দেহে একপ্রকারের তরঙ্গায়িত আন্দোলন তৈরি হয় ।
(ii) মায়োটম পেশির এই ক্রমান্বয়িক সংকোচন ও প্রসারণের ফলে মাছের দেহ এঁকেবেঁকে সামনের দিকে এগিয়ে যায় ।
(iii) মায়োটম পেশির সংকোচনের ফলে লেজ ডানদিকে বেঁকে গেলে জলের প্রতিরোধী বলের জন্য মাছের দেহ বামদিকে এবং লেজ বামদিকে বেঁকে গেলে মাছের দেহ ডানদিকে এগিয়ে যায় ।
আমাদের পোস্টের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
৩.২ সাইন্যাপসের কাজ ব্যাখ্যা করো ।
উত্তর : (i) সাইন্যাপসের মাধ্যমে নিউরোট্রান্সমিটারের সাহায্যে স্নায়বিক উদ্দীপনা এক নিউরোন থেকে পরবর্তী নিউরোনে সঞ্চারিত হয় ।
(ii) সাইন্যাপস এক নিউরন থেকে অপর নিউরোনে স্নায়ু উদ্দীপনার এই একমুখী পরিবহনকে নিয়ন্ত্রণ করে । ফলে স্নায়ু উদ্দীপনা কখনও বিপরীত অভিমুখে ঘটে না ।
৩.৩ "কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে" − বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো ।
উত্তর : কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখে সর্বাধিক পরিমার্জন দেখা যায় । যেমন :
চোখের সিলিয়ারি পেশি সংকুচিত হয় এবং কোরয়েড স্তরকে সামনের দিকে টেনে নিয়ে আসে । ফলে সাসপেনসারি লিগামেন্ট আলগা হয় এবং লেন্সের বক্রতা বেড়ে যায় ফলে লেন্স বেশি উত্তল হয় । লেন্সের এইরূপ বক্রতা বেড়ে যাওয়ায় লেন্সের প্রতিসরণ ক্ষমতা বৃদ্ধি পায় । ফলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যায় ও চোখ কাছের বস্তুকে দেখার জন্য অভিযোজিত হয় ।
উপরিউক্ত ঘটনাগুলি থেকে আমরা বলতে পারি যে, "কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে" ।
৩.৪ মায়োপিয়ার কারণ ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা আলোচনা করো ।
উত্তর : চোখের উপযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয় । চোখের দৃষ্টিজনিত এই ত্রুটিকে মায়োপিয়া বলে ।
মায়োপিয়ার কারণ
চোখের অক্ষিগোলকের আকার পরিবর্তিত হয়ে লম্বাটে আকার ধারণ করে । ফলে বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠিত না হয়ে রেটিনার অনেক সামনে গঠিত হয় । তাই দূরের বস্তু অস্পষ্ট হয়ে যায় ।
সংশোধনের পদ্ধতি :
অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দুর করা সম্ভব ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ + ২ = ৫
৪.১ "নানা কারণে জীবের গমন ঘটে" − কারণগুলি আলোচনা করো । হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য উল্লেখ করো ।
উত্তর : ❑ জীবের গমনের কারণগুলি নীচে আলোচনা করা হল :
(i) খাদ্য সংগ্রহ : প্রাণীরা খাদ্যের জন্য স্ব-নির্ভর নয় । তাই সমস্ত উন্নত শ্রেণীর প্রাণীদের খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে ।
(ii) আত্মরক্ষা : বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীরা নিরাপদ স্থানে গমন করে ।
(iii) প্রজনন ও বংশবিস্তার : প্রাণীরা প্রজনন ও বংশবিস্তারের জন্য, উপযুক্ত সঙ্গী খোঁজার জন্য, উপযুক্ত নিরাপদ স্থানে তাদের শিশুদের জন্মদান ও প্রতিপালনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে ।
(iv) অনুকূল পরিবেশের সন্ধান : সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবনযাপনের জন্য প্রাণীদের অনুকূল পরিবেশযুক্ত স্থানে গমন ঘটে থাকে ।
❑❑ হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য :
Daily Quiz এবং Mock Test এর জন্য আমাদের নতুন চ্যানেল জয়েন করুন |
CLASS 10 Model Activity Task
February 2022 Part 2 All Links
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Life Science Model Activity Task February 2022 Solutions Part 2, model activity task class 10 life science part 2 2022, Model Activity Task Solutions Life Science 2022, Class 10 Life Science Model Activity Task February 2022 Answers, class 10 model activity task solutions part 2, Model Activity Task Class 10 Life Science January Month 2022, WBBSE Class 10 Life Science Model Activity Task 2022 Answers, wbbse class 10 life science model activity task 2022 part 2, দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 সমাধান পার্ট 2
Post a Comment
Please put your valuable comments.