গান, নাচ, আঁকা এই বিষয়গুলো নিয়ে কি পড়াশুনা করা যায়? | পড়লে ভবিষ্যৎ কেমন হবে? | Pothonpathon.online

future-scope-in-sculpture-fine-arts-textile--music

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | 

আমাদের মধ্যে অনেকেই নাচ,গান,আঁকার সাথে যুক্ত| ছাত্র জীবনে মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য এই বিষয়গুলি অত্যন্ত প্রয়োজনীয়। নাচ,গান, আঁকা এই বিষয়গুলো কিছুটা সাধনার মতো। যারা এই বিষয়গুলো ভালোবাসেন তারা ছোটবেলা থেকেই এই বিষয়গুলোর প্রতি গভীর ভাবে আকর্ষণ অনুভব করেন কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আমাদের পড়াশুনার চাপ বাড়ে। 

বহুক্ষেত্রে দেখা যায় ক্লাস ৭-৮ এর পর সাধারণত কিছু বাবা মা তাদের সন্তানকে পুরোপুরি পড়াশোনায় মনোযোগ নিবেশ করার জন্য গান,নাচ,আঁকার থেকে দূরে সরাতে শুরু করে, এর ফলে যে ছাত্র/ছাত্রীরা এই বিষয়গুলোর প্রতি গভীর আকর্ষণ বোধ অনুভব করে তাদের উপর সৃষ্টি হয় মানসিক চাপ। (উদাহরণ: অনেক ছাত্র/ছাত্রী মন খারাপ হলে কিংবা ডিপ্রেশনে ভুগলে গান,নাচ, আঁকা ইত্যাদির সহায়তা নিয়ে থাকে) 

সঙ্গীত/নৃত্য/শিল্প চর্চার প্রাথমিক ভিত্তি স্থাপন হয় নিজের চাহিদা ও ভালোবাসা দ্বারা। এরপর বাবা মায়ের সহায়তায় তাদের সন্তানরা বিভিন্ন কলা কেন্দ্রে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা লাভ করে। বর্তমানে সরকারি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সঙ্গীত নিয়ে পড়ার সুযোগ থাকলে বাকি বিষয়গুলো নিয়ে পড়ার তেমন ভাবে সুযোগ নেই। যদিও ভারত সরকার দ্বারা এই দিকে নজর দেওয়া হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়গুলোর শিক্ষা সরকারি স্কুলে দেওয়া হবে। 

কলেজ কিংবা ইউনিভার্সিটিতে এই বিষয়গুলোর শিক্ষা সুদূর প্রসারী। ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বরোদা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি তে এই বিষয়গুলো পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশে গভর্মেন্ট
আর্ট কলেজ রয়েছে। 

এই ইউনিভার্সিটিগুলোতে Sculpture (ভাস্কর্য নির্মাণ), Fine Arts, Textile (বয়ন/বুনন শিল্প), Print Making, Ceramics, Art History ইত্যাদি পড়ানো হয় ও প্র্যাকটিক্যাল শেখানো হয়।এছাড়া সঙ্গীত বিভাগে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, হিন্দুস্তান ক্ল্যাসিকাল, এসরাজ,তবলা, সেঁতার , রবীন্দ্র নৃত্য, কথকলি, মণিপুরী নৃত্য, ভারত নাট্যম ইত্যাদি নাচ শেখানো হয়। শুধু তাই নয় এই বিষয়গুলো নিয়ে PhD করারও সুযোগ রয়েছে। 

এই বিষয়গুলো পড়ে অনেকেই বর্তমানে দেশে,বিদেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন ও বড়, বড় ইউনিভার্সিটির প্রফেসর হতে পেরেছেন। বহু ব্যাক্তিত্বের তৈরি ভাস্কর্য, আঁকা লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। বহু গায়ক,নৃত্যশিল্পী ভারতের নাম উজ্জ্বল করেছেন। 



তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: fine arts stream, fine arts stream benefits, fine arts stream subjects, fine arts stream in west bengal, fields in fine arts stream, scopes in fine arts stream, scope in fine arts, future for fine arts students, government jobs for fine arts students, private jobs in fine arts, research in fine arts, best universities for fine arts,

© Pothon Pathon Online 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post