প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022 History Suggestions) জন্য History এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik 2022 History Last Minute Suggestions.
মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশনস 2022
ইতিহাস
প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা
◪ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1
1. হিস্টোরিওগ্রাফি কথাটির অর্থ হলো -
A. ঐতিহাসিক যুদ্ধ
B. ইতিহাসের লেখচিত্র
C. ইতিহাসের উপাদান
D. ইতিহাস চর্চা
উত্তর : D. ইতিহাস চর্চা
2. পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হত -
A. গজল
B. ভাটিয়ালি
C. টপ্পা
D. ঠুংরি
উত্তর: C. টুপ্পা
3. কলকাতায় প্রথম নাটক মঞ্চস্থ হয় -
A. বেঙ্গলি থিয়েটারে
B. মিনার্ভা থিয়েটারে
C. স্টার থিয়েটারে
D. অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এ
উত্তর: A. বেঙ্গলি থিয়েটারে
4. ক্যামেরা শব্দটি প্রথম ব্যবহার করেন -
A. নিউটন
B. গ্যালিলিও
C. লিওনার্দো দা ভিঞ্চি
D. লুই লুমিয়ের
উত্তর: C. লিওনার্দো দা ভিঞ্চি
5. ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র হলো-
A. বেঙ্গল গেজেট
B. বেঙ্গল গেজেটি
C. বাঙাল গেজেট
D. বাঙালি গেজেটি
উত্তর : A. বেঙ্গল গেজেট
6. সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয়-
A. 1861 খ্রিস্টাব্দে
B. 1858 খ্রিস্টাব্দে
C. 1831 খ্রিস্টাব্দে
D. 1854 খ্রিস্টাব্দে
উত্তর : B. 1858 খ্রিস্টাব্দে
7. নবান্ন নাটকটির বিষয়বস্তু ছিল -
A. যুদ্ধ
B. মন্বন্তর
C. নীল চাষ
D. স্বাধীনতা
উত্তর: B. মন্বন্তর।
8. চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে?
A. উত্তর প্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. উত্তরাখণ্ড
D. পশ্চিমবঙ্গ
উত্তর: C. উত্তরাখণ্ড
9. মানুষ ও পরিবেশ গ্রন্থটির লেখক হলেন -
A. ইরফান হাবিব
B. খুশবন্ত সিং
C. উপেন্দ্র সিং
D. যদুনাথ সরকার
উত্তর: A. ইরফান হাবিব।
10. পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয়-
A. দক্ষিণ আমেরিকায়
B. উত্তর আমেরিকায়
C. লন্ডনে
D. আফ্রিকাতে
উত্তর: B. উত্তর আমেরিকায়।
11. বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়-
A. 5 ই অগাস্ট
B. 5 ই জুন
C. 8 ই আগস্ট
D. 8 ই জুন
উত্তর: B. 5 ই জুন।
12. The Second Sex -গ্রন্থটির রচয়িতা হলেন
A. সিমেনো দ্য বোভোয়ার
B. ক্যাথরিন মেয়ো
C. জেরাল্ডিন ফোর্বস
D. ডেভিড আর্নল্ড
উত্তর: A. সিমেনো দ্য বোভোয়ার
13. সরলাদেবী চৌধুরানী সম্পাদিত পত্রিকাটি হল-
A. ভারতবর্ষ
B. ভারতী
C. ভারতীয়
D. ইতি ভারতবর্ষ
উত্তর : B. ভারতী
14. সংস্কৃতির শহর বলা হয়-
A. লখনৌ কে
B. মুম্বাই কে
C. গুজরাট কে
D. কলকাতা কে
উত্তর : D. কলকাতা কে
15. সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয়-
A. ফ্রান্সে
B. জার্মানিতে
C. রোমান সাম্রাজ্যে
D. ইংল্যান্ডে
উত্তর : D. ইংল্যান্ডে
একটি বা দুটি শব্দ উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান 1
1) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয় ?
উত্তর: লিওপোল্ড ভন রাঙ্কে ।
2) নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে?
উত্তর: রনজিৎ গুহ ।
3) কোন খেলা 'খেলা রাজা' নামে পরিচিত ?
উত্তর: ক্রিকেট ।
4) The Annals পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
উত্তর: 1928 খ্রিস্টাব্দে।
5) ভারতে কবে ক্রিকেট খেলার সূচনা হয়?
উত্তর: 1721 খ্রিস্টাব্দে।
6) কলকাতায় কবে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1792 খ্রিস্টাব্দে ।
7) গৌতম ভট্টাচার্য লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক গ্রন্থ টির নাম লেখ।
উত্তর: বাপি বাড়ি যা।
8) বাংলা ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1920 খ্রিস্টাব্দে।
9) প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?
উত্তর: নবীনচন্দ্র দাস।
10) ভারতবাসীর খাদ্যাভাসের বিবর্তনের ওপরে ক্লদ মার্কোভিটস এর সম্পাদিত বইটির নাম কি?
উত্তর: A History of Modern India 1480- 1950.
11) বাংলায় কৃত্তন এর প্রবক্তা কে ছিলেন?
উত্তর: শ্রী চৈতন্যদেব।
12) ' বাংলার মাটি বাংলার জল' - গানটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
13) 'মায়ের দেওয়া মোটা কাপড় '- গানটির রচয়িতা কে?
উত্তর: রজনীকান্ত সেন।
14) কবে সংগীত নাটক অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1952 খ্রিস্টাব্দে।
15) কলকাতা স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1884 খ্রিস্টাব্দে।
16) নবান্ন নাটকটি রচয়িতা কে?
উত্তর: বিজন ভট্টাচার্জ।
17) টিনের তলোয়ার নাটকটি কে পরিচালনা করেন?
উত্তর: উৎপল দত্ত।
18) কত খ্রিস্টাব্দে চলচ্চিত্রের জন্ম হয়?
উত্তর: 1895 খ্রিস্টাব্দে ।
19) হীরালাল সেন এর নিজস্ব সিনেমা কোম্পানিটি নাম কি?
উত্তর: রয়াল বায়োস্কোপ কোম্পানি।
20) আলম আরা ছবিটি কবে তৈরি হয়?
উত্তর: 1931 খ্রিস্টাব্দে।
21) পথের পাঁচালী ছবির পরিচালক কে?
উত্তর: সত্যজিৎ রায়।
22) আমেরিকার বিখ্যাত অ্যাকাডেমি পুরস্কার সম্মানিত বাঙালি চলচ্চিত্রকারের নাম লেখ।
উত্তর: সত্যজিৎ রায়।
23) আধুনিক বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত পরিচালক এর নাম লেখ।
উত্তর: মৃণাল সেন।
24) ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস হিসেবে কোন গ্রন্থটি পরিচিত ?
উত্তর: কলহনের রাজতরঙ্গিনী।
25) ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তর: 1911 খ্রিস্টাব্দে।
26) দিল্লি শহরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন?
উত্তর: নারায়নী গুপ্ত।
27) সরলাবেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: চিপকো আন্দোলন।
28) কে Ecofeminism এর কথা বলেছেন?
উত্তর: ফ্রাঁসোয়া দোবাস।
29) নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তর: মেধা পাটেকর।
30) ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1753 খ্রিস্টাব্দে।
31) Indian Institute of science কোথায় অবস্থিত?
উত্তর: মুম্বাইতে।
32) বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1917 খ্রিস্টাব্দে।
33) বিপিনচন্দ্র পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন?
উত্তর: 1880 খ্রিস্টাব্দে।
34) বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী আত্মজীবনীর নাম কি এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: অসমাপ্ত আত্মজীবনী সত্তর বৎসর প্রকাশিত হয় 1954 খ্রিস্টাব্দে।
35) জীবনের ঝরাপাতা কোন সময় পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এটি কার আত্মজীবনী?
উত্তর: সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরাপাতা দেশ পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
36) ইন্দিরা কে লেখা জওহরলাল এর চিঠি পত্রের হিন্দি অনুবাদ কে করেন?
উত্তর: মুন্সি প্রেমচাঁদ।
37) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
38) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: দ্বারকানাথ বিদ্যাভূষণ ।
39) দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর: কাল মার্কস ।
40) জীবনস্মৃতি কার আত্মজীবনী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ।
মাধ্যমিক ইতিহাসের সমস্ত অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশনের PDF Download করার জন্য নীচের লিংকে ক্লিক করুন
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.