প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি প্রতিবেদন রচনা "নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি" |
❑ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিতে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে । এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো ।
নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক : গত কয়েক দিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে । এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে । বিশেষভাবে সীমিত আয়ের ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে ।
খোঁজ নিয়ে জানা গেছে , গত দুসপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য গড়পড়তা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে । চাল , ডাল , তেল , চিনি , মাছ - মাংসসহ প্রতিটি কৃষিজ পণ্যের দাম বেড়েছে । কিছু আমদানিকৃত পণ্যের দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে । গত সপ্তাহে সাধারণ মানের যে চাল ২৮ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হতো বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৪/৩৮ টাকা দরে । মুগ ও মসুরের ডাল কেজি প্রতি ৪/৫ টাকা বৃদ্ধি পেয়েছে । কাঁচা তরকারির দামও বেড়েছে । সয়াবিন তেলের দামও বৃদ্ধি পেয়েছে । মাছের বাজারে প্রায় আগুন । ইলিশের ভরা মৌসুম হলেও বাজারে ইলিশ নেই বললেই চলে । এক কেজি ওজনের একটি ইলিশের দাম এক হাজার টাকা থেকে বারোশত টাকা । সাধারণ মানুষের ইলিশ খাওয়ার সাধ অপূর্ণই রয়ে যাচ্ছে ।
বাজারে খুচরা বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায় , নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের সরবরাহ হঠাৎ করেই হ্রাস পেয়েছে । তাই পাইকারি দামও বৃদ্ধি পেয়েছে । স্বাভাবিক কারণেই খুচরা বাজারে তার প্রভাব পড়েছে । মূল্যবৃদ্ধির কারণে বিক্রিও কমে গেছে । সীমিত আয়ের মানুষ প্রতিদিনকার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে । পাইকারি বাজারে পণ্যের আমদানি হ্রাস পাওয়ার কোনো কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাতে পারে নি । এর পেছনে মজুতদারদের কোনো হাত আছে কি না তা খুঁজে বের করা কঠিন । তবে মজুতদারদের অপতৎপরতা সব সময়েই বাজারকে অস্থির করে তোলে । আমদানিকৃত পণ্যের মূল্যবৃদ্ধির জন্য সাম্প্রতিককালে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকেই দায়ী করা হচ্ছে ।
এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতা স্বার্থ - সংরক্ষণকারী সংগঠন । সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজ বাজারদর পর্যবেক্ষণ করে মূল্য বৃদ্ধিজনিত জনদুর্ভোগের জন্য উদ্বেগ প্রকাশ করেছে । এমতাবস্থায় তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্টদের অবহিত করেছে ।
অন্যান্য প্রবন্ধ রচনার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.