প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা WB JEXPO 2022 এর জন্য ভৌতবিজ্ঞানের কার্য, ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে কিছু মডেল প্রশ্নপত্র উত্তরসহ প্রদান করেছি ।
West Bengal State Council of Technical Education Board (WBSCTE) JEXPO Solved Model Question Paper
WBSCTE JEXPO 2022 Model Question Paper
PHYSICAL SCIENCE
কার্য, ক্ষমতা ও শক্তি
Work, Power and Energy
1. যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় টা হল -
A) 100 আর্গ
B) 200 জুল
C) 4.2 জুল
D) 4.8 × 10⁶ আর্গ
উত্তর : C) 4.2 জুল
2. একটি বলকে ওপরের দিকে ছোড়া হলে তার ঊর্ধ্বগতির ক্ষেত্রে নীচের কোনটি সঠিক -
A) স্থিতিশক্তি বৃদ্ধি পায়
B) গতিশক্তি বৃদ্ধি পায়
C) ত্বরণ বৃদ্ধি পায়
D) কোনটিই নয়
উত্তর : A) স্থিতিশক্তি বৃদ্ধি পায়
3. কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে বস্তুটির গথিশক্তির কীরূপ পরিবর্তন হবে ?
A) পূর্বের সমান হবে
B) পূর্বের 4 গুণ হবে
C) পূর্বের 8 গুণ হবে
D) কোনো পরিবর্তন হবে না
উত্তর : C) পূর্বের 8 গুণ হবে
4. m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে, তার ভরবেগ কত হবে ?
A) $\small \sqrt{2m}E$
B) $\small \sqrt{\frac{m}{2E}}$
C) $\small \sqrt{\frac{2E}{m}}$
D) $\small \sqrt{2mE}$
উত্তর : D) $\small \sqrt{2mE}$
5. 1 অশ্ব ক্ষমতা 1 কিলোওয়াটের তুলনায়
A) বেশি
B) কম
C) একই
D) বলা সম্ভব নয়
উত্তর : B) কম
Read Also ❙ JEXPO 2022 Physical Science অম্ল, ক্ষার ও লবণ
6. m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠ সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি -
A) mgh
B) − mgh
C) 2mgh
D) − 2mgh
উত্তর : D) − 2mgh
Read Also : JEXPO 2022 Model Question পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
7. 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট ?
A) 750 ওয়াট
B) 746 ওয়াট
C) 800 ওয়াট
D) কোনটিই নয়
উত্তর : B) 746 ওয়াট
8. সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় −
A) কার্য হবে
B) কার্য হবে না
C) কার্য হতে পারে আবার নাও হতে পারে
D) উপরের কোনটিই সঠিক নয়
উত্তর : B) কার্য হবে না
9. 100 kg ভরের একটি বস্তুকে উল্লম্বভাবে 5 m/s বেগে উপরে তুলতে কত ক্ষমতার প্রয়োজন হবে ?
A) 20 kW
B) 500 kW
C) 4.9 kW
D) 4.9 W
উত্তর : C) 4.9 kW
10. 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে, কত তাপ উৎপন্ন হবে ?
A) 50 cal
B) 180 cal
C) 100 cal
D) 80 cal
উত্তর : C) 100 cal
11. শক্তির মাত্রীয় সংকেত হল −
A) $\small [MLT^{-3}]$
C) $\small [ML^{2}T^{-2}]$
D) $\small [ML^{2}T^{-3}]$
উত্তর : C) $\small [ML^{2}T^{-2}]$
12. জুল ও আর্গের মধ্যে নীচের কোন সম্পর্কটি সঠিক চিহ্নিত করো −
A) B) 1 জুল = 4.2 আর্গ
B) 1 জুল = 10⁷ আর্গ
C) B) 1 জুল = 10⁵ আর্গ
D) 1 আর্গ = 4.2 জুল
উত্তর : B) 1 জুল = 10⁷ আর্গ
13. m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2 : 1 হলে, তাদের ভরবেগের অনুপাত কত হবে ?
A) $\small \sqrt{2} : 1$
B) 1 : 2
C) 1 : 4
D) 1 : 6
উত্তর : A) $\small \sqrt{2} : 1$
14. কার্যের ব্যবহারিক একক কোনটি ?
A) আর্গ
B) জুল
C) ক্যালোরি
D) ডাইন
উত্তর : B) জুল
15. একটি যন্ত্র 20 সেকেন্ডে 100 জুল কাজ করে । যন্ত্রটির ক্ষমতা কত ?
A) 5 ওয়াট
B) 20 ওয়াট
C) 2 ওয়াট
D) 50 ওয়াট
উত্তর : A) 5 ওয়াট
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: jexpo
2022, jexpo 2022 physical science, jexpo 2022 physics question, jexpo
2022 chemistry question, jexpo 2022 practice set, jexpo 2022 mcq, jexpo physical science work power and energy model question paper, JEXPO 2022 Physical Science Model SET, West Bengal JEXPO Previous Year Question Paper pdf Download, jexpo 2021 question paper pdf in bengali, JEXPO Physical Science Question Paper Download, JEXPO 2022 Physical Science Mock Test, কার্য, ক্ষমতা ও শক্তি প্রশ্নোত্তর,
Post a Comment
Please put your valuable comments.