প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা WB JEXPO 2022 এর জন্য রসায়নের অম্ল, ক্ষার ও লবণ অধ্যায় থেকে কিছু মডেল প্রশ্নপত্র উত্তরসহ প্রদান করেছি ।
West Bengal State Council of Technical Education Board (WBSCTE) JEXPO Solved Model Question Paper
WBSCTE JEXPO 2022 Model Question Paper
CHEMISTRY
অম্ল, ক্ষার ও লবণ
1. অ্যাসিড দ্রবণের pH হল -
A) শূন্য
B) < 7
C) > 7
D) কোনটিই নয়
উত্তর : B) < 7
2. ক্ষারীয় দ্রবণে ফেনলপথ্যালিনের বর্ণ কীরূপ ?
A) গোলাপি
B) বেগুনি
C) বর্ণহীন
D) লাল
উত্তর : A) গোলাপি
3. বিশুদ্ধ জলের pH কত ?
A) 7 -এর বেশি
B) 7 -এর কম
C) 7
D) বলা সম্ভব নয়
উত্তর : C) 7
4. আম্লিক দ্রবণে লিটমাসের বর্ণ কীরূপ ?
A) বেগুনি
B) লাল
C) বর্ণহীন
D) নীল
উত্তর : B) লাল
5. আম্লিক দ্রবণে ফেনলপথ্যালিনের বর্ণ কীরূপ ?
A) গোলাপি
B) বেগুনি
C) বর্ণহীন
D) লাল
উত্তর : C) বর্ণহীন
Read Also ❙ JEXPO 2022 Physical Science কার্য, ক্ষমতা ও শক্তি
6. অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত থাকে -
A) H₃O⁺
B) OH⁻
C) H₃O⁺ ও OH⁻ উভয়ই
D) কোনটিই নয়
উত্তর : A) H₃O⁺
7. নীচের কোনটি একটি অ্যান্টাসিডের উদাহরণ -
A) $\small NaOH$
B) $\small Mg(OH)_{2} $
C) $\small Ca(OH)_{2} $
D) $\small Na_2CO_3$
উত্তর : B) $\small Mg(OH)_{2} $
8. NaH₂PO₂ হল একটি -
A) প্রশম লবণ
B) আম্লিক লবণ
C) ক্ষারীয় লবণ
D) যুগ্ম লবণ
উত্তর : B) আম্লিক লবণ
Read Also : JEXPO 2022 Model Question পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
9. প্রশম দ্রবণের pH এর মান কত ?
A) 2
B) 4
C) 7
D) 12
উত্তর : C) 7
10. কোনো দ্রবণের pH সংজ্ঞানুসারে হবে -
A) $\small -log[H^{+}]$
B) $\small log[H^{+}]$
C) $\small -log[OH^{-}]$
D) $\small log[OH^{-}]$
উত্তর : A) $\small -log[H^{+}]$
11. নীচের কোনটি উভধর্মী অক্সাইড নয় -
A) ZnO
B) Al₂O₃
C) PbO
D) PbO₂
উত্তর : C) PbO
12. নীচের কোনটি অ্যামোনিয়াম বাইকার্বনেটের সংকেত -
A) NH₄(HCO₃)₂
B) (NH₄)₂HCO₃
C) (NH₄)₂CO₃
D) NH₄HCO₃
উত্তর : D) NH₄HCO₃
13. নীচের কোনটি উভধর্মী অক্সাইডের উদাহরণ -
A) CaO
B) ZnO
C) Na₂O
D) Fe₂O₃
উত্তর : B) ZnO
14. একটি জলাকর্ষী অ্যাসিড হল -
A) HNO₃
B) HCl
C) CH₃COOH
D) H₂SO₄
উত্তর : D) H₂SO₄
15. pH পেপারের ওপর একটি তরলের ফোঁটা ফেলায় পেপারটিতে লাল রঙের বৃত্তাকার অংশ দেখা গেল । তরলটি কী হতে পারে ?
A) H₂O
B) HCl
C) NaOH
D) CH₃COOH
উত্তর : B) HCl
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WB JEXPO Chemistry Model Question Paper Chapter : Acids, Bases and Salts, jexpo
2022, jexpo 2022 chemistry model set, jexpo 2022 chemistry question, jexpo
2022 chemistry question, jexpo 2022 practice set, jexpo previous year question papers download pdf, jexpo 2022 mcq, jexpo chemistry acids, bases and salts model question paper, JEXPO 2022
Physical Science Acid Base and Salts Model SET, West Bengal JEXPO Previous Year Question
Paper pdf Download, jexpo 2021 question paper pdf in bengali, JEXPO
Physical Science Previous Year Question Papers Download, JEXPO Chemistry Previous Year Question Papers Download, JEXPO 2022 Chemistry
Mock Test, অম্ল, ক্ষার ও লবণ অধ্যায়ের প্রশ্নোত্তর,
Post a Comment
Please put your valuable comments.